অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

১২ বছরের ‘হজযাত্রী’, ‘মোবাইল’, ‘জয়ধর’ নামে রেজিস্ট্রেশন হজ নিবন্ধনে জালিয়াতি

ঢাকা: এবারের এজেন্সির অধীনে হজযাত্রীদের ডাটাবেজে বহু ভুয়া নাম ও তথ্য সংযোজিত হয়েছে।

এমনকি হজযাত্রীর নামের স্থানে লেখা মোবাইল, সিম। আবার কোন হজযাত্রীর নামের মোবাইল নম্বর লেখা হয়েছে, ডাটাতে এন্ট্রি হয়েছে জয়ধর। হজযাত্রীর নাম এমন হতে পারে- এ নিয়ে সংশ্লিষ্ট মহলে হাস্যরসের সৃষ্টি হয়েছে।

যেমন- হজযাত্রীর নাম শুভ। বয়স ১২ বছর। অ্যাপ্লিকেশন আইডি-০৮২৭০৮৫। ঠিকানা কিশোরগঞ্জ সদর। পাসপোর্ট নম্বর নেই। আরেকজনের নাম প্রান্ত, বয়স ১২। ঠিকানা কেরানীগঞ্জ, ঢাকা। অ্যাপ্লিকেশন আইডি-০৮২৭০৯৭। উভয়ের এজেন্সি হুমায়রা হজ ট্রাভেলস।

পুলিশ ভেরিফিকেশনে সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয়েছে। শুধু হুমায়রা ট্রাভেলস্-ই নয়, অনেক এজেন্সিই এ ধরনের নানা অনিয়ম করে নির্ধারিত ডাটাবেজ পূরণ করে রাখে। যাচাই-বাছাইয়ে সেগুলো ধরাও পড়ে। কিন্তু তারপরও হজযাত্রী পাঠাচ্ছে ওইসব ভুয়া নাম এন্ট্রি করা এজেন্সি। বেছে নিয়েছে রিপ্লেসমেন্টের কৌশল। অন্যদিকে মোয়াল্লেম ফি জমা দেয়ারও পর ডাটা এন্ট্রিতে জায়গা না পাওয়ায় প্রকৃত হজযাত্রীরা সুযোগ হারাচ্ছেন। ফলে হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় ৫ হাজার প্রকৃত হজ প্রত্যাশীর। এদেরকে সুযোগ না দিয়ে বরং রিপ্লেসমেন্ট কারসাজিতে পূরণ করা হচ্ছে ভুয়া হজযাত্রীদের স্থান। ফলে একদিকে প্রকৃত হাজীরা যেমন সুযোগ পাচ্ছেন না, তেমনি হজে পাঠানোর আড়ালে মানব পাচারের শঙ্কাও করছেন অনেকে। ভুয়া এসব হজযাত্রীর বেশ কয়েকজন ইমিগ্রেশনেও ধরা পড়েছে। এছাড়া ওইসব ভুয়া নাম-ঠিকানা এন্ট্রি করা এজেন্সিগুলো রিপ্লেসমেন্টের আড়ালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। তারা প্রকৃত হজযাত্রীদের কাছ থেকেও অতিরিক্ত অর্থ আদায় করে রিপ্লেসমেন্টের সুযোগ করে দিচ্ছে। এদিকে ভুয়া এন্ট্রির বিপরীতে সৌদি আরব লোক পাঠাতে একটি চক্র মরিয়া হয়ে পড়েছে যাত্রী সংগ্রহে। হজযাত্রী সংগ্রহ করতে গিয়ে গত ২৪শে আগস্ট গভীররাতে ৪৪৬টি পাসপোর্টসহ ধরা পড়ে একটি সিন্ডিকেট। এ সিন্ডিকেটের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষও জড়িত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

হজযাত্রীর চূড়ান্ত তালিকা যাচাই-বাছাইয়ে ১০ হাজার ভুয়া নাম বের হলেও শেষ পর্যন্ত সেই সংখ্যা এক থেকে দুই হাজারে নেমে এসেছে। তবে কোটা বঞ্চিত এজেন্সির মালিকদের আশঙ্কা শেষ পর্যন্ত এ সংখ্যাও পূরণ হয়ে যাবে। ধর্ম মন্ত্রণালয়, হজ অফিসের অনিয়ম ও হাব নেতৃবৃন্দের যোগসাজশে এসব ঘটনা ঘটছে বলে তারা জানিয়েছেন। রাতের আঁধারে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কোটা ভাগাভাগির অভিযোগ উঠেছে। রিপ্লেসমেন্টের সুযোগ নিয়ে ভুয়া নাম এন্ট্রিকারী এজেন্সিগুলোই পরে সংগ্রহকৃত হজযাত্রীদের পাঠানোর জন্য ডিও ইস্যু করে ভিসা করিয়ে নিয়েছে। কোটাবঞ্চিত এজেন্সিগুলোর একটি অংশও নিরুপায় হয়ে গোপন লেনদেনের মাধ্যমে তাদের কাছ থেকে কিছু কোটা নিয়েছেন। ফলে হজের টাকা জমাদানকারী কোটার অতিরিক্ত ১০ হাজারেরও বেশি হজযাত্রীর মধ্যে তিন থেকে চার হাজার মানুষের হজে যাওয়ার একটি ব্যবস্থা হলেও ৫-৬ হাজার হজ গমনেচ্ছু ব্যক্তি এখনও শঙ্কায় রয়েছেন। তবে দু’-একদিনের মধ্যে এক-দেড় হাজারের কোটা পাওয়ার সম্ভাবনা থকলেও বাকিরা এ বছর হজে যেতে পারবেন না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সূত্র জানিয়েছে, হজ অফিস, আইটি বিভাগ ও সংশ্লিষ্ট হজ এজেন্সির যোগসাজশে মোয়াল্লেম ফি জমা দেয়ার আগেই ভুয়া ডাটা এন্ট্রি করা হয়। পরে ওইসব এজেন্সিকে রিপ্লেসমেন্টের সুযোগ দিয়ে ডিও দেয়া হয়। বিপুল অঙ্কের টাকার বিনিময়ে এ সুযোগ দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

হুমায়রা হজ ট্রাভেলস নামে একটি এজেন্সির (লাইসেন্স নং ৮২৭) এন্ট্রিকৃত হাজীদের নামের স্থানে দেখা যায় সিম, জয়ধর, মোবাইল নামে এন্ট্রি করা হয়েছে। ‘মোবাইল’ নামে হাজীর বয়স লেখা হয়েছে ২৯। অ্যাপ্লিকেশন নম্বর ০৮২৭০১০৫। ঠিকানা- জামালপুর। অনেক হাজীর বয়স লেখা হয়েছে ১২ বছর। নিয়মানুযায়ী অপ্রাপ্ত হজযাত্রীরা তাদের বাবা-মায়ের সঙ্গে যেতে পারেন। কিন্তু অ্যাপ্লিকেশন সিরিয়াল অনুযায়ী ওই ঠিকানায় কোন প্রাপ্ত কোন হজযাত্রীর নাম নেই। অভিযোগ রয়েছে নির্ধারিত কোটা পূরণ করতেই যেন-তেন নাম ও তথ্য দিয়ে ডাটা এন্ট্রি করা হয়েছে। তিন তিনবার পুলিশ ভেরিফিকেশনে এগুলো ভুয়া বলে প্রমাণিতও হয়েছে। এছাড়া ভুয়া ডাটা এন্ট্রি করা চিহ্নিত মুক্তিযোদ্ধা আমীনের ময়মনসিংহ ট্রাভেলস, অলিউর রহমানের আনজুম ওভারসিজ, ইদ্রিসের মালিকানাধীন কেরানীগঞ্জ ট্রাভেলসসহ এ ধরনের ভুয়া ডাটা এন্ট্রি করা এজেন্সিদেরকে ডিও দিয়ে তাদের হাজযাত্রীদের ভিসার ব্যবস্থা করে দেয়া হয়েছে।

অভিযুক্ত এসব এজেন্সি যাচাই-বাছাইয়ের সময় অংশগ্রহণ করেননি। পরে রাতের আঁধারে কমিটির অনুপস্থিতিতে কর্মকর্তা দ্বারা পাসপোর্ট যাচাই করা হয়েছে। ১০ হাজার ভুয়া এন্ট্রিকৃত এসব নামের ক্ষেত্রে অভিযুক্ত এজেন্সিগুলোকে সুযোগ দিতে রিপ্লেসমেন্টের কৌশল নেয়া হয়েছে। যদিও নিয়ম অনুযায়ী এভাবে ঢালাওভাবে রিপ্লেসমেন্টের কোন সুযোগ নেই। নিয়মানুযায়ী কোন হজ গমনেচ্ছুক ব্যক্তি যদি মারা যান অথবা গুরুতর অসুস্থ হন তাহলে তার পরিবর্তে অন্য কেউ যেতে পারবেন। তবে অবশ্যই তিনি ওই ব্যক্তির মাহাররাম (যাদের সঙ্গে বিয়ে হারাম) হবেন। কিন্তু এক্ষেত্রে ঢালাওভাবে রিপ্লেস করা হচ্ছে। অন্যদিকে মোয়াল্লেম ফি জমা দেয়ার পরও কোন বিপুল সংখ্যক হজ প্রত্যাশী ভিসা পাচ্ছেন না। এক্ষেত্রে এবারের হজ ফ্লাইট শুরু থেকেই বে-আইনি এ রিপ্লেসমেন্টের বিরোধিতা করে আসছেন ক্ষতিগ্রস্ত হজ এজেন্সির মালিকরা। অবশেষে তারা ৫ ভাগ রিপ্লেসমেন্টের সুযোগ রেখে বাকি ভুয়া এন্ট্রির বিপরীতে তাদের কোটা বণ্টন করে দেয়ার দাবি জানিয়ে আসছেন।

ক্ষতিগ্রস্ত এজেন্সির মালিকরা জানান, ৫ ভাগ রিপ্লেসমেন্টের সুযোগ রেখে যদি বাকিগুলো তাদের মাঝে বণ্টন করে দেয়া হয় তাহলে তাদের অধীনে মোয়াল্লেম ফি জমা দেয়া হজপ্রার্থীরা যেতে পারবেন। কর্তৃপক্ষ প্রথমদিকে বিষয়টি বিবেচনার কথা বললেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেননি। অন্যদিকে আসাধু এজেন্সিগুলো তাদের ভুয়া এন্ট্রির বিপরীতে প্রকৃত হাজীদের পাঠানোর জন্য অতিরিক্ত টাকা দাবি করছে।

একটি হজ এজেন্সির মালিক আবদুস সালাম সনি জানান, হজ অফিসারের অসহযোগিতায় আজকে ২০ হাজার হজপ্রার্থীর হজে যাওয়া অনিশ্চিত। তার অদক্ষতার কারণেই অনেক ফ্লাইট খালি গেছে। তিনি আরও বলেন, আগে যেখানে দূতাবাসে পাসপোর্ট জমা দেয়ার পরদিনই ভিসা পাওয়া যেত সেখানে এখন কেউ কেউ ৭-৮ দিনেও পাচ্ছেন না। এ কারণে ফ্লাইটগুলোতে সিট খালি যাচ্ছে। অন্যদিকে যারা এখনো কোটা পাননি তাদের বিভিন্ন মাধ্যমে ফোন করে, মেসেজ পাঠিয়ে টাকার বিনিময়ে কোটা পাইয়ে দেয়ার প্রস্তাবও পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন কোটাবঞ্চিত এজেন্সি মালিকদের একজন অধ্যাপক মইন উদ্দিন।

এসব ব্যাপারে কোটা বঞ্চিত এজেন্সিগুলোর নেতা রুহুল আমিন মিন্টু ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে স্বয়ং হজ অফিস দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট সেখানে ভাল কিছু আশা করা যায় না। তিনি বলেন, ১০ হাজারেরও বেশি কোটা বের হয়েছিল। কিন্তু ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হজ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা মোটা অঙ্কের টাকা নিয়ে রাতের আঁধারে কোটা ভাগাভাগি করেছে। তিনি বলেন, হুমায়রা ট্রাভেল এজেন্সি অন্য ধর্মের লোকের নাম ও শুধু ফোন নম্বর দিয়ে ডাটা এন্ট্রি করেছিল। কিন্তু হজ অফিস রিপ্লেসমেন্টের সুযোগ দিয়ে তাদের সব হজযাত্রীকে ডিও দিয়ে দিয়েছে এবং ভিসাও হয়ে গেছে। পরে কোটা বঞ্চিত এজেন্সিগুলোর আপত্তির মুখে ৪৮ জনের ভিসা আটকে দেয়া হয়। এভাবে ময়মনসিংহ ট্রাভেলসসহ আরো অনেক ভুয়া ডাটা এন্ট্রিকারী এজেন্সিকে রিপ্লেসমেন্টের সুযোগ দিয়ে দেয়া হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, আসলে প্রথমে ডাটা এন্ট্রিতে যে অনিয়ম হয়েছে সেটা দ্বিতীয় দফা যাচাই-বাছাইয়ে ধরা পড়েছে। কিন্তু ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেহেতু মোটা অঙ্কের টাকার বিনিময়ে আগে অনিয়মের কাজটি করেছেন তারাই আবার এখন প্রভাব খাটিয়ে ভুয়া এন্ট্রিকারীদের এবং ভুয়া এন্ট্রিকারীরাই আবার নিজেদের পরে সংগ্রহ করা হজযাত্রী এবং কোটা বঞ্চিতদের কাছ থেকে টাকা নিয়ে তাদের হজযাত্রী রিপ্লেস করিয়ে দিয়েছেন। তিনি বলেন, আসলে ঊর্ধ্বতন কর্মকর্তা এখন রাতের আঁধারে রিপ্লেসমেন্ট সুবিধা দিয়ে কোটা ভাগাভাগির সুযোগ দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে, প্রথমে হজযাত্রীর যে ডাটা এন্ট্রি করা হয়েছিল তাতে তেমন অনিয়ম হয়নি। যাচাই-বাছাইয়ে যে ১০ হাজারের বেশি ভুয়া নাম বের হওয়ার মধ্যদিয়ে যে অনিয়মের বিষয়টি বেরিয়ে এসেছে সেটি ধামাচাপা দেয়ার আয়োজন চলছে। উদ্ভূত এ পরিস্থিতিতে প্রতিদিনই সংশ্লিষ্টদের সঙ্গে মিটিং হচ্ছে। তবে এ মিটিংয়ের ফলাফল নিয়েও তিনি অনেকটা হতাশা প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

১২ বছরের ‘হজযাত্রী’, ‘মোবাইল’, ‘জয়ধর’ নামে রেজিস্ট্রেশন হজ নিবন্ধনে জালিয়াতি

আপডেট টাইম : ০২:৫১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা: এবারের এজেন্সির অধীনে হজযাত্রীদের ডাটাবেজে বহু ভুয়া নাম ও তথ্য সংযোজিত হয়েছে।

এমনকি হজযাত্রীর নামের স্থানে লেখা মোবাইল, সিম। আবার কোন হজযাত্রীর নামের মোবাইল নম্বর লেখা হয়েছে, ডাটাতে এন্ট্রি হয়েছে জয়ধর। হজযাত্রীর নাম এমন হতে পারে- এ নিয়ে সংশ্লিষ্ট মহলে হাস্যরসের সৃষ্টি হয়েছে।

যেমন- হজযাত্রীর নাম শুভ। বয়স ১২ বছর। অ্যাপ্লিকেশন আইডি-০৮২৭০৮৫। ঠিকানা কিশোরগঞ্জ সদর। পাসপোর্ট নম্বর নেই। আরেকজনের নাম প্রান্ত, বয়স ১২। ঠিকানা কেরানীগঞ্জ, ঢাকা। অ্যাপ্লিকেশন আইডি-০৮২৭০৯৭। উভয়ের এজেন্সি হুমায়রা হজ ট্রাভেলস।

পুলিশ ভেরিফিকেশনে সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয়েছে। শুধু হুমায়রা ট্রাভেলস্-ই নয়, অনেক এজেন্সিই এ ধরনের নানা অনিয়ম করে নির্ধারিত ডাটাবেজ পূরণ করে রাখে। যাচাই-বাছাইয়ে সেগুলো ধরাও পড়ে। কিন্তু তারপরও হজযাত্রী পাঠাচ্ছে ওইসব ভুয়া নাম এন্ট্রি করা এজেন্সি। বেছে নিয়েছে রিপ্লেসমেন্টের কৌশল। অন্যদিকে মোয়াল্লেম ফি জমা দেয়ারও পর ডাটা এন্ট্রিতে জায়গা না পাওয়ায় প্রকৃত হজযাত্রীরা সুযোগ হারাচ্ছেন। ফলে হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় ৫ হাজার প্রকৃত হজ প্রত্যাশীর। এদেরকে সুযোগ না দিয়ে বরং রিপ্লেসমেন্ট কারসাজিতে পূরণ করা হচ্ছে ভুয়া হজযাত্রীদের স্থান। ফলে একদিকে প্রকৃত হাজীরা যেমন সুযোগ পাচ্ছেন না, তেমনি হজে পাঠানোর আড়ালে মানব পাচারের শঙ্কাও করছেন অনেকে। ভুয়া এসব হজযাত্রীর বেশ কয়েকজন ইমিগ্রেশনেও ধরা পড়েছে। এছাড়া ওইসব ভুয়া নাম-ঠিকানা এন্ট্রি করা এজেন্সিগুলো রিপ্লেসমেন্টের আড়ালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। তারা প্রকৃত হজযাত্রীদের কাছ থেকেও অতিরিক্ত অর্থ আদায় করে রিপ্লেসমেন্টের সুযোগ করে দিচ্ছে। এদিকে ভুয়া এন্ট্রির বিপরীতে সৌদি আরব লোক পাঠাতে একটি চক্র মরিয়া হয়ে পড়েছে যাত্রী সংগ্রহে। হজযাত্রী সংগ্রহ করতে গিয়ে গত ২৪শে আগস্ট গভীররাতে ৪৪৬টি পাসপোর্টসহ ধরা পড়ে একটি সিন্ডিকেট। এ সিন্ডিকেটের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষও জড়িত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

হজযাত্রীর চূড়ান্ত তালিকা যাচাই-বাছাইয়ে ১০ হাজার ভুয়া নাম বের হলেও শেষ পর্যন্ত সেই সংখ্যা এক থেকে দুই হাজারে নেমে এসেছে। তবে কোটা বঞ্চিত এজেন্সির মালিকদের আশঙ্কা শেষ পর্যন্ত এ সংখ্যাও পূরণ হয়ে যাবে। ধর্ম মন্ত্রণালয়, হজ অফিসের অনিয়ম ও হাব নেতৃবৃন্দের যোগসাজশে এসব ঘটনা ঘটছে বলে তারা জানিয়েছেন। রাতের আঁধারে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কোটা ভাগাভাগির অভিযোগ উঠেছে। রিপ্লেসমেন্টের সুযোগ নিয়ে ভুয়া নাম এন্ট্রিকারী এজেন্সিগুলোই পরে সংগ্রহকৃত হজযাত্রীদের পাঠানোর জন্য ডিও ইস্যু করে ভিসা করিয়ে নিয়েছে। কোটাবঞ্চিত এজেন্সিগুলোর একটি অংশও নিরুপায় হয়ে গোপন লেনদেনের মাধ্যমে তাদের কাছ থেকে কিছু কোটা নিয়েছেন। ফলে হজের টাকা জমাদানকারী কোটার অতিরিক্ত ১০ হাজারেরও বেশি হজযাত্রীর মধ্যে তিন থেকে চার হাজার মানুষের হজে যাওয়ার একটি ব্যবস্থা হলেও ৫-৬ হাজার হজ গমনেচ্ছু ব্যক্তি এখনও শঙ্কায় রয়েছেন। তবে দু’-একদিনের মধ্যে এক-দেড় হাজারের কোটা পাওয়ার সম্ভাবনা থকলেও বাকিরা এ বছর হজে যেতে পারবেন না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সূত্র জানিয়েছে, হজ অফিস, আইটি বিভাগ ও সংশ্লিষ্ট হজ এজেন্সির যোগসাজশে মোয়াল্লেম ফি জমা দেয়ার আগেই ভুয়া ডাটা এন্ট্রি করা হয়। পরে ওইসব এজেন্সিকে রিপ্লেসমেন্টের সুযোগ দিয়ে ডিও দেয়া হয়। বিপুল অঙ্কের টাকার বিনিময়ে এ সুযোগ দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

হুমায়রা হজ ট্রাভেলস নামে একটি এজেন্সির (লাইসেন্স নং ৮২৭) এন্ট্রিকৃত হাজীদের নামের স্থানে দেখা যায় সিম, জয়ধর, মোবাইল নামে এন্ট্রি করা হয়েছে। ‘মোবাইল’ নামে হাজীর বয়স লেখা হয়েছে ২৯। অ্যাপ্লিকেশন নম্বর ০৮২৭০১০৫। ঠিকানা- জামালপুর। অনেক হাজীর বয়স লেখা হয়েছে ১২ বছর। নিয়মানুযায়ী অপ্রাপ্ত হজযাত্রীরা তাদের বাবা-মায়ের সঙ্গে যেতে পারেন। কিন্তু অ্যাপ্লিকেশন সিরিয়াল অনুযায়ী ওই ঠিকানায় কোন প্রাপ্ত কোন হজযাত্রীর নাম নেই। অভিযোগ রয়েছে নির্ধারিত কোটা পূরণ করতেই যেন-তেন নাম ও তথ্য দিয়ে ডাটা এন্ট্রি করা হয়েছে। তিন তিনবার পুলিশ ভেরিফিকেশনে এগুলো ভুয়া বলে প্রমাণিতও হয়েছে। এছাড়া ভুয়া ডাটা এন্ট্রি করা চিহ্নিত মুক্তিযোদ্ধা আমীনের ময়মনসিংহ ট্রাভেলস, অলিউর রহমানের আনজুম ওভারসিজ, ইদ্রিসের মালিকানাধীন কেরানীগঞ্জ ট্রাভেলসসহ এ ধরনের ভুয়া ডাটা এন্ট্রি করা এজেন্সিদেরকে ডিও দিয়ে তাদের হাজযাত্রীদের ভিসার ব্যবস্থা করে দেয়া হয়েছে।

অভিযুক্ত এসব এজেন্সি যাচাই-বাছাইয়ের সময় অংশগ্রহণ করেননি। পরে রাতের আঁধারে কমিটির অনুপস্থিতিতে কর্মকর্তা দ্বারা পাসপোর্ট যাচাই করা হয়েছে। ১০ হাজার ভুয়া এন্ট্রিকৃত এসব নামের ক্ষেত্রে অভিযুক্ত এজেন্সিগুলোকে সুযোগ দিতে রিপ্লেসমেন্টের কৌশল নেয়া হয়েছে। যদিও নিয়ম অনুযায়ী এভাবে ঢালাওভাবে রিপ্লেসমেন্টের কোন সুযোগ নেই। নিয়মানুযায়ী কোন হজ গমনেচ্ছুক ব্যক্তি যদি মারা যান অথবা গুরুতর অসুস্থ হন তাহলে তার পরিবর্তে অন্য কেউ যেতে পারবেন। তবে অবশ্যই তিনি ওই ব্যক্তির মাহাররাম (যাদের সঙ্গে বিয়ে হারাম) হবেন। কিন্তু এক্ষেত্রে ঢালাওভাবে রিপ্লেস করা হচ্ছে। অন্যদিকে মোয়াল্লেম ফি জমা দেয়ার পরও কোন বিপুল সংখ্যক হজ প্রত্যাশী ভিসা পাচ্ছেন না। এক্ষেত্রে এবারের হজ ফ্লাইট শুরু থেকেই বে-আইনি এ রিপ্লেসমেন্টের বিরোধিতা করে আসছেন ক্ষতিগ্রস্ত হজ এজেন্সির মালিকরা। অবশেষে তারা ৫ ভাগ রিপ্লেসমেন্টের সুযোগ রেখে বাকি ভুয়া এন্ট্রির বিপরীতে তাদের কোটা বণ্টন করে দেয়ার দাবি জানিয়ে আসছেন।

ক্ষতিগ্রস্ত এজেন্সির মালিকরা জানান, ৫ ভাগ রিপ্লেসমেন্টের সুযোগ রেখে যদি বাকিগুলো তাদের মাঝে বণ্টন করে দেয়া হয় তাহলে তাদের অধীনে মোয়াল্লেম ফি জমা দেয়া হজপ্রার্থীরা যেতে পারবেন। কর্তৃপক্ষ প্রথমদিকে বিষয়টি বিবেচনার কথা বললেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেননি। অন্যদিকে আসাধু এজেন্সিগুলো তাদের ভুয়া এন্ট্রির বিপরীতে প্রকৃত হাজীদের পাঠানোর জন্য অতিরিক্ত টাকা দাবি করছে।

একটি হজ এজেন্সির মালিক আবদুস সালাম সনি জানান, হজ অফিসারের অসহযোগিতায় আজকে ২০ হাজার হজপ্রার্থীর হজে যাওয়া অনিশ্চিত। তার অদক্ষতার কারণেই অনেক ফ্লাইট খালি গেছে। তিনি আরও বলেন, আগে যেখানে দূতাবাসে পাসপোর্ট জমা দেয়ার পরদিনই ভিসা পাওয়া যেত সেখানে এখন কেউ কেউ ৭-৮ দিনেও পাচ্ছেন না। এ কারণে ফ্লাইটগুলোতে সিট খালি যাচ্ছে। অন্যদিকে যারা এখনো কোটা পাননি তাদের বিভিন্ন মাধ্যমে ফোন করে, মেসেজ পাঠিয়ে টাকার বিনিময়ে কোটা পাইয়ে দেয়ার প্রস্তাবও পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন কোটাবঞ্চিত এজেন্সি মালিকদের একজন অধ্যাপক মইন উদ্দিন।

এসব ব্যাপারে কোটা বঞ্চিত এজেন্সিগুলোর নেতা রুহুল আমিন মিন্টু ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে স্বয়ং হজ অফিস দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট সেখানে ভাল কিছু আশা করা যায় না। তিনি বলেন, ১০ হাজারেরও বেশি কোটা বের হয়েছিল। কিন্তু ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হজ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা মোটা অঙ্কের টাকা নিয়ে রাতের আঁধারে কোটা ভাগাভাগি করেছে। তিনি বলেন, হুমায়রা ট্রাভেল এজেন্সি অন্য ধর্মের লোকের নাম ও শুধু ফোন নম্বর দিয়ে ডাটা এন্ট্রি করেছিল। কিন্তু হজ অফিস রিপ্লেসমেন্টের সুযোগ দিয়ে তাদের সব হজযাত্রীকে ডিও দিয়ে দিয়েছে এবং ভিসাও হয়ে গেছে। পরে কোটা বঞ্চিত এজেন্সিগুলোর আপত্তির মুখে ৪৮ জনের ভিসা আটকে দেয়া হয়। এভাবে ময়মনসিংহ ট্রাভেলসসহ আরো অনেক ভুয়া ডাটা এন্ট্রিকারী এজেন্সিকে রিপ্লেসমেন্টের সুযোগ দিয়ে দেয়া হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, আসলে প্রথমে ডাটা এন্ট্রিতে যে অনিয়ম হয়েছে সেটা দ্বিতীয় দফা যাচাই-বাছাইয়ে ধরা পড়েছে। কিন্তু ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেহেতু মোটা অঙ্কের টাকার বিনিময়ে আগে অনিয়মের কাজটি করেছেন তারাই আবার এখন প্রভাব খাটিয়ে ভুয়া এন্ট্রিকারীদের এবং ভুয়া এন্ট্রিকারীরাই আবার নিজেদের পরে সংগ্রহ করা হজযাত্রী এবং কোটা বঞ্চিতদের কাছ থেকে টাকা নিয়ে তাদের হজযাত্রী রিপ্লেস করিয়ে দিয়েছেন। তিনি বলেন, আসলে ঊর্ধ্বতন কর্মকর্তা এখন রাতের আঁধারে রিপ্লেসমেন্ট সুবিধা দিয়ে কোটা ভাগাভাগির সুযোগ দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে, প্রথমে হজযাত্রীর যে ডাটা এন্ট্রি করা হয়েছিল তাতে তেমন অনিয়ম হয়নি। যাচাই-বাছাইয়ে যে ১০ হাজারের বেশি ভুয়া নাম বের হওয়ার মধ্যদিয়ে যে অনিয়মের বিষয়টি বেরিয়ে এসেছে সেটি ধামাচাপা দেয়ার আয়োজন চলছে। উদ্ভূত এ পরিস্থিতিতে প্রতিদিনই সংশ্লিষ্টদের সঙ্গে মিটিং হচ্ছে। তবে এ মিটিংয়ের ফলাফল নিয়েও তিনি অনেকটা হতাশা প্রকাশ করেন।