পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

চাপের মুখে বার কাউন্সিল নির্বাচনের ফল ঘোষণা

ঢাকা: সরকার সমর্থক আইনজীবীদের চাপের মুখে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু হয়।

রাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফল ঘোষণা চলছিল। এ সময় ১৫২টি কেন্দ্রের মধ্যে ৭০টি কেন্দ্রের ফল ঘোষণা সম্পন্ন হয়েছে। রাতের মধ্যেই ফল ঘোষণা সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সর্বশেষ ঘোষিত ফল অনুযায়ী, কাউন্সিলর ১৪টি পদের মধ্যে ১০টিতে সরকার সমর্থক প্রার্থীরা এগিয়ে আছেন। এর মধ্যে সাধারণ আসনে সাতটি পদের মধ্যে সরকার সমর্থকরা চারটিতে এবং গ্রুপ আসনে সাতটি পদের মধ্যে সরকার সমর্থকরা ছয়টিতে এগিয়ে আছেন।

এতে সর্বশেষ ঘোষিত ফলে সাধারণ আসনে সরকার সমর্থক প্যানেল এগিয়ে আছেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, অ্যাডভোকেট জেডআই খান পান্না। আর বিএনপি সমর্থক প্যানেল থেকে এগিয়ে আছেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গ্র“প আসনে এগিয়ে থাকা সরকার সমর্থকরা হলেন- কাজী নজিবুল্লাহ হিরু, এইচআর জাহিদ আনোয়ার, ইব্রাহিম হোসেন চৌধুরী, পারভেজ আলম খান, মো. ইয়াহিয়া ও মো. রেজাউল করিম এবং বিএনপি সমর্থক অ্যাডভোকেট কাইয়ুল হক রিংকু।

জানা গেছে, ২৬ আগস্ট বাংলাদেশ বার কাউনিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলর ১৪টি পদের মধ্যে ১০টিতে সরকার সমর্থক প্রার্থীরা প্রাথমিকভাবে বিজয়ী হন। রোববার এ নির্বাচনের ভোট গণনার জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। এতে ক্ষুব্ধ হন সরকার সমর্থক আইনজীবীরা। তারা বুধবারই ফল ঘোষণার দাবিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে অ্যাটর্নি জেনারেল বৃহস্পতিবার ফল ঘোষণার কথা বলেন। তারপরও অনেক আইনজীবী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ দাবিতে সেøাগান দিতে থাকেন। দীর্ঘ দুই থেকে আড়াই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বাধ্য হয়েই বুধবার সন্ধ্যা ৬টায় ভোট গণনার ঘোষণা দেন তিনি।

অন্যদিকে, জাতীয়তাবাদী সমর্থক আইনজীবীরা গণনার পরে ফলাফল ঘোষণার দাবি জানান। এ নিয়ে দু’পক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরে মাহবুবে আলম ভোট গণনার সিদ্ধান্ত বাতিল করে সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণার প্রস্তুতি নেন। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান জাতীয়তাবাদী আইনজীবীরা। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এবার আপিল বিভাগের নির্দেশনায় ভোটার তালিকা সংশোধন করা হয়। এবারের ভোট সুষ্ঠু হয়েছে। কোনো জায়গা থেকে অভিযোগ আসেনি।

তিনি বলেন, আজকে এ ভোটের ফল ঘোষণার তারিখ ছিল। এটা সঠিক যে, আজ পর্যন্ত বার কাউন্সিলের কোনো চেয়ারম্যান পুনরায় ভোট গণনা করেননি। কিন্তু আমাকে যেটা দেখতে হচ্ছে বার কাউন্সিল রুলসের ১৫ ধারায় বলা রয়েছে, বিভিন্ন স্টেশন থেকে ফল গ্রহণ করার পর চেয়ারম্যানকে ব্যালট পেপার কাউন্ট করতে হবে। এটা আইনের বিধান। কাজেই আমি সিদ্ধান্ত নিয়েছি, আইনের বিধান প্রতিপালন করব। আজকেই ভোট গণনা শুরু করতাম। কিন্তু একনাগাড়ে গণনা করার জন্য বৃহস্পতিবার থেকে গণনা শুরু করব।

কিন্তু সরকার সমর্থক ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ও অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, ব্যারিস্টার তানিয়া আমীর, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী ও সৈয়দ মামুন মাহবুবসহ বেশ কিছু আইনজীবী বুধবারই ফল ঘোষণার দাবিতে অনড় থাকেন। তাদের বক্তব্যের পর সরকার সমর্থক আইনজীবীরা বুধবারই ফল ঘোষণার দাবিতে বিক্ষোভ করতে থাকেন। পরে বাধ্য হয়েই সন্ধ্যা ৬টা থেকে ভোট গণনার ঘোষণা দেন অ্যাটর্নি জেনারেল।

কিন্তু সরকার সমর্থক আইনজীবীরা ভোট গণনার বিপক্ষে অবস্থান নেন।

তারা বলেন, নতুন করে ভোট গণনা নয়, টেব্যুলেশন শিটে প্রিসাইডিং অফিসারের পাঠানো ফল দেখে তা ঘোষণা করতে হবে। একপর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে প্রতিটি কেন্দ্র থেকে পাঠানো টেব্যুলেশন শিটের ফল দেখে বার কাউন্সিল নির্বাচনের ফল ঘোষণা শুরু করেন।

সূত্র জানায়, দেশ স্বাধীন হওয়ার পর থেকে বার কাউন্সিল নির্বাচনের ফল বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের পাঠানো টেব্যুলেশন শিটের ফল দেখে অ্যাটর্নি জেনারেল ঘোষণা করে থাকেন। কিন্তু এবার বেঁকে বসেন বিএনপি সমর্থক প্রার্থীরা। দুপুর ২টায় ফল ঘোষণার আগে বার কাউন্সিল আইনের বিধান তুলে ধরে ভোট গণনার জন্য বার কাউন্সিলের চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান বিএনপি সমর্থক প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অন্যরা। আইনে বার কাউন্সিল চেয়ারম্যানকে এ ভোট গণনার কথা বলা হয়েছে। আইনের ১৫(২) ধারায় বলা আছে বার কাউন্সিলের চেয়ারম্যান এ ভোট গণনা করবেন। কিন্তু সরকার সমর্থক আইনজীবীরা বলতে থাকেন, আইন নয়, যে ট্র্যাডিশন (প্রচলিত রীতি) আছে। সে অনুযায়ী প্রিসাইডিং অফিসারের পাঠানো ফল দেখে অ্যাটর্নি জেনারেল এ নির্বাচনের ফল ঘোষণা করবেন।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

চাপের মুখে বার কাউন্সিল নির্বাচনের ফল ঘোষণা

আপডেট টাইম : ০৩:২১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা: সরকার সমর্থক আইনজীবীদের চাপের মুখে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু হয়।

রাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফল ঘোষণা চলছিল। এ সময় ১৫২টি কেন্দ্রের মধ্যে ৭০টি কেন্দ্রের ফল ঘোষণা সম্পন্ন হয়েছে। রাতের মধ্যেই ফল ঘোষণা সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সর্বশেষ ঘোষিত ফল অনুযায়ী, কাউন্সিলর ১৪টি পদের মধ্যে ১০টিতে সরকার সমর্থক প্রার্থীরা এগিয়ে আছেন। এর মধ্যে সাধারণ আসনে সাতটি পদের মধ্যে সরকার সমর্থকরা চারটিতে এবং গ্রুপ আসনে সাতটি পদের মধ্যে সরকার সমর্থকরা ছয়টিতে এগিয়ে আছেন।

এতে সর্বশেষ ঘোষিত ফলে সাধারণ আসনে সরকার সমর্থক প্যানেল এগিয়ে আছেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, অ্যাডভোকেট জেডআই খান পান্না। আর বিএনপি সমর্থক প্যানেল থেকে এগিয়ে আছেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গ্র“প আসনে এগিয়ে থাকা সরকার সমর্থকরা হলেন- কাজী নজিবুল্লাহ হিরু, এইচআর জাহিদ আনোয়ার, ইব্রাহিম হোসেন চৌধুরী, পারভেজ আলম খান, মো. ইয়াহিয়া ও মো. রেজাউল করিম এবং বিএনপি সমর্থক অ্যাডভোকেট কাইয়ুল হক রিংকু।

জানা গেছে, ২৬ আগস্ট বাংলাদেশ বার কাউনিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলর ১৪টি পদের মধ্যে ১০টিতে সরকার সমর্থক প্রার্থীরা প্রাথমিকভাবে বিজয়ী হন। রোববার এ নির্বাচনের ভোট গণনার জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। এতে ক্ষুব্ধ হন সরকার সমর্থক আইনজীবীরা। তারা বুধবারই ফল ঘোষণার দাবিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে অ্যাটর্নি জেনারেল বৃহস্পতিবার ফল ঘোষণার কথা বলেন। তারপরও অনেক আইনজীবী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ দাবিতে সেøাগান দিতে থাকেন। দীর্ঘ দুই থেকে আড়াই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বাধ্য হয়েই বুধবার সন্ধ্যা ৬টায় ভোট গণনার ঘোষণা দেন তিনি।

অন্যদিকে, জাতীয়তাবাদী সমর্থক আইনজীবীরা গণনার পরে ফলাফল ঘোষণার দাবি জানান। এ নিয়ে দু’পক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরে মাহবুবে আলম ভোট গণনার সিদ্ধান্ত বাতিল করে সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণার প্রস্তুতি নেন। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান জাতীয়তাবাদী আইনজীবীরা। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এবার আপিল বিভাগের নির্দেশনায় ভোটার তালিকা সংশোধন করা হয়। এবারের ভোট সুষ্ঠু হয়েছে। কোনো জায়গা থেকে অভিযোগ আসেনি।

তিনি বলেন, আজকে এ ভোটের ফল ঘোষণার তারিখ ছিল। এটা সঠিক যে, আজ পর্যন্ত বার কাউন্সিলের কোনো চেয়ারম্যান পুনরায় ভোট গণনা করেননি। কিন্তু আমাকে যেটা দেখতে হচ্ছে বার কাউন্সিল রুলসের ১৫ ধারায় বলা রয়েছে, বিভিন্ন স্টেশন থেকে ফল গ্রহণ করার পর চেয়ারম্যানকে ব্যালট পেপার কাউন্ট করতে হবে। এটা আইনের বিধান। কাজেই আমি সিদ্ধান্ত নিয়েছি, আইনের বিধান প্রতিপালন করব। আজকেই ভোট গণনা শুরু করতাম। কিন্তু একনাগাড়ে গণনা করার জন্য বৃহস্পতিবার থেকে গণনা শুরু করব।

কিন্তু সরকার সমর্থক ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ও অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, ব্যারিস্টার তানিয়া আমীর, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী ও সৈয়দ মামুন মাহবুবসহ বেশ কিছু আইনজীবী বুধবারই ফল ঘোষণার দাবিতে অনড় থাকেন। তাদের বক্তব্যের পর সরকার সমর্থক আইনজীবীরা বুধবারই ফল ঘোষণার দাবিতে বিক্ষোভ করতে থাকেন। পরে বাধ্য হয়েই সন্ধ্যা ৬টা থেকে ভোট গণনার ঘোষণা দেন অ্যাটর্নি জেনারেল।

কিন্তু সরকার সমর্থক আইনজীবীরা ভোট গণনার বিপক্ষে অবস্থান নেন।

তারা বলেন, নতুন করে ভোট গণনা নয়, টেব্যুলেশন শিটে প্রিসাইডিং অফিসারের পাঠানো ফল দেখে তা ঘোষণা করতে হবে। একপর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে প্রতিটি কেন্দ্র থেকে পাঠানো টেব্যুলেশন শিটের ফল দেখে বার কাউন্সিল নির্বাচনের ফল ঘোষণা শুরু করেন।

সূত্র জানায়, দেশ স্বাধীন হওয়ার পর থেকে বার কাউন্সিল নির্বাচনের ফল বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের পাঠানো টেব্যুলেশন শিটের ফল দেখে অ্যাটর্নি জেনারেল ঘোষণা করে থাকেন। কিন্তু এবার বেঁকে বসেন বিএনপি সমর্থক প্রার্থীরা। দুপুর ২টায় ফল ঘোষণার আগে বার কাউন্সিল আইনের বিধান তুলে ধরে ভোট গণনার জন্য বার কাউন্সিলের চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান বিএনপি সমর্থক প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অন্যরা। আইনে বার কাউন্সিল চেয়ারম্যানকে এ ভোট গণনার কথা বলা হয়েছে। আইনের ১৫(২) ধারায় বলা আছে বার কাউন্সিলের চেয়ারম্যান এ ভোট গণনা করবেন। কিন্তু সরকার সমর্থক আইনজীবীরা বলতে থাকেন, আইন নয়, যে ট্র্যাডিশন (প্রচলিত রীতি) আছে। সে অনুযায়ী প্রিসাইডিং অফিসারের পাঠানো ফল দেখে অ্যাটর্নি জেনারেল এ নির্বাচনের ফল ঘোষণা করবেন।