পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

সাগরপথের অবৈধ অভিবাসীরা এখন কোথায়?

ডেস্ক: অবৈধ বাংলাদেশি অভিবাসীদের অনেকে এখনও দেশে ফিরতে পারেনি। বাংলাদেশ থেকে যারা অবৈধ পথে নৌকায় করে সাগর পাড়ি দিয়ে দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন দেশে যাবার চেষ্টা করতে গিয়ে আটকা পড়েছিলেন, তাদের অনেকেই এখনো দেশে ফিরতে পারেন নি।

এই অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশীদের মধ্যে সাতশোরও বেশি লোক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং মিয়ানমারে উদ্ধার হবার পর এখনো চারটি দেশের কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন।

অভিবাসন সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা আই ও এম -এর কর্মকর্তারা বলছেন, ফেরত আনার প্রক্রিয়াটি ধীর গতিতে চলছে।

বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, নাগরিকত্ব যাচাই বাছাই এর কারণে এই দেরি হচ্ছে।

সমুদ্রপথে বিদেশ যাওয়ার সময় বিভিন্ন দেশে উদ্ধার বাংলাদেশী নাগরিকদেরদের দ্রুত ফেরত আনার কথা বলা হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে।

তবে এখনও বিভিন্ন দেশে ক্যাম্পে সাতশ’র বেশি বাংলাদেশী দেশে ফেরার অপেক্ষায়।

বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর কর্মকর্তা আসিফ মুনির জানিয়েছেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং মিয়ানমার-এই চারটি দেশে গত মে ও জুন মাসে উদ্ধার হওয়া বাংলাদেশীর সংখ্যা ২৫৯০ জন। এর মধ্যে ১৮৮০ জন দেশে ফেরত এসেছে। বাকি ৭১০ জন এখনও ঐ চারটি দেশে রয়েছে।

আইওএম এর ঐ কর্মকর্তা উল্লেখ করেছেন, এখন বাকিদের দেশে ফেরত আনার কাজে কিছুটা ধীরগতিতে চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, বিভিন্ন দেশে উদ্ধার হওয়া অভিবাসী প্রত্যাশীদের মধ্যে যাদের বাংলাদেশী হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের বাড়িতে গিয়ে পরিচয় যাচাইয়ের প্রক্রিয়ায় সময় লাগছে।

তবে, ইন্দোনেশিয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হয় যে, ১৫ জন বাংলাদেশী শরণার্থী শিবির পালিয়ে গেছে।

তবে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন বলেছেন, “বিষয়টি বড় কিছু নয়। বাংলাদেশীদের যেখানে রাখা হয়েছে, সেখান থেকে পাঁচ বা ছয়জন এক-দু’দিনের জন্য অন্য কোথাও গিয়ে থাকতে পারে। হয়তো তারা চলে আসবে।”

রাষ্ট্রদূত আরও বলেছেন, বিষয়টি নিয়ে তাদের কাছে কোনো অভিযোগ আসেনি। ইন্দোনেশিয়া কর্তৃপক্ষও বাংলাদেশকে কিছু জানায়নি। সূত্র: বিবিসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

সাগরপথের অবৈধ অভিবাসীরা এখন কোথায়?

আপডেট টাইম : ০২:৪১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫

ডেস্ক: অবৈধ বাংলাদেশি অভিবাসীদের অনেকে এখনও দেশে ফিরতে পারেনি। বাংলাদেশ থেকে যারা অবৈধ পথে নৌকায় করে সাগর পাড়ি দিয়ে দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন দেশে যাবার চেষ্টা করতে গিয়ে আটকা পড়েছিলেন, তাদের অনেকেই এখনো দেশে ফিরতে পারেন নি।

এই অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশীদের মধ্যে সাতশোরও বেশি লোক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং মিয়ানমারে উদ্ধার হবার পর এখনো চারটি দেশের কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন।

অভিবাসন সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা আই ও এম -এর কর্মকর্তারা বলছেন, ফেরত আনার প্রক্রিয়াটি ধীর গতিতে চলছে।

বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, নাগরিকত্ব যাচাই বাছাই এর কারণে এই দেরি হচ্ছে।

সমুদ্রপথে বিদেশ যাওয়ার সময় বিভিন্ন দেশে উদ্ধার বাংলাদেশী নাগরিকদেরদের দ্রুত ফেরত আনার কথা বলা হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে।

তবে এখনও বিভিন্ন দেশে ক্যাম্পে সাতশ’র বেশি বাংলাদেশী দেশে ফেরার অপেক্ষায়।

বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর কর্মকর্তা আসিফ মুনির জানিয়েছেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং মিয়ানমার-এই চারটি দেশে গত মে ও জুন মাসে উদ্ধার হওয়া বাংলাদেশীর সংখ্যা ২৫৯০ জন। এর মধ্যে ১৮৮০ জন দেশে ফেরত এসেছে। বাকি ৭১০ জন এখনও ঐ চারটি দেশে রয়েছে।

আইওএম এর ঐ কর্মকর্তা উল্লেখ করেছেন, এখন বাকিদের দেশে ফেরত আনার কাজে কিছুটা ধীরগতিতে চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, বিভিন্ন দেশে উদ্ধার হওয়া অভিবাসী প্রত্যাশীদের মধ্যে যাদের বাংলাদেশী হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের বাড়িতে গিয়ে পরিচয় যাচাইয়ের প্রক্রিয়ায় সময় লাগছে।

তবে, ইন্দোনেশিয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হয় যে, ১৫ জন বাংলাদেশী শরণার্থী শিবির পালিয়ে গেছে।

তবে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন বলেছেন, “বিষয়টি বড় কিছু নয়। বাংলাদেশীদের যেখানে রাখা হয়েছে, সেখান থেকে পাঁচ বা ছয়জন এক-দু’দিনের জন্য অন্য কোথাও গিয়ে থাকতে পারে। হয়তো তারা চলে আসবে।”

রাষ্ট্রদূত আরও বলেছেন, বিষয়টি নিয়ে তাদের কাছে কোনো অভিযোগ আসেনি। ইন্দোনেশিয়া কর্তৃপক্ষও বাংলাদেশকে কিছু জানায়নি। সূত্র: বিবিসি।