অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু ।

সৎ ও যোগ্য মানুষের মূল্যায়ন করবে এ দেশ – সাংবাদিক প্রবীর সিকদার

ঢাকা : সাংবাদিক প্রবীর সিকদার বলেছেন, সৎ ও যোগ্য মানুষের মূল্যায়ন করবে এ দেশ। ৩০লাখ মানুষের আত্মাহুতি বৃথা যাবে না।এদেশ একদিন ‘রাইট ট্রাক’ ফিরবে। সাধারন মানুষের দ্বারাই এদেশ নিয়ন্ত্রিত হবে।
‘দেশের উন্নয়ণে অনলাইন গণমাধ্যমের ভূমিকা ও ৫৭ ধারার অপপ্রয়োগ-শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
সাপ্তাহিক বিষেরবাঁষী ও নিউজ বিষেরবাঁশী কার্যালয় রাজধানীর মতিঝিলের শাপলা ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিষেরবাঁশী সম্পাদক সুভাষ সাহা।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ৭১ সম্পাদক সাংবাদিক প্রবীর সিকদার।
প্রবীর সিকদার বলেন, এ দেশের মানুষ চরম অ-সাম্প্রদায়িক।শুধুমাত্র রাজনৈতিক কারণে সাম্প্রদায়িকতাকে ব্যবহার করা হচ্ছে।দেশের সাংবাদিকরা সৎ হলে দেশের চিত্রই পাল্টে যেত।
আলোচনায় আরও অংশ নেন-সোনালী দিন এর সম্পাদক নজরুল গবেষক এইচ এম সিরাজ, বনপা’র দপ্তর সম্পাদক ও ডেইলীনারায়ণগঞ্জডটকম এর সম্পাদক কাজী কবীর হোসেন, দেশীনিউজবিডিডটকম সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, বাংলার খবর২৪ডটকম ফারুক আহম্মেদ সুজন, বাংলার খবর২৪ডটকম এম.আই. ফারুক সরদার,11960256_1469310260063847_2207935280064154058_n এশিয়াটাইমসবিডি.কম এর কো-অর্ডিনেটর জাকির হোসেন, দৈনিক আলোকিত বাংলাদেশ সাব-এডিটর গাজী মুনছুর আজিজ, দেশজগত সম্পাদক মাহমুদুল হাসান নিজামী, ৭১সংবাদডটকম সম্পাদক এ এইচ এম তারেক চৌধুরী

অনুষ্ঠান সঞ্চালন করেন দৈনিক সংবাদচর্চা সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ।
প্রবীর সিকদার আরও বলেন, মানুষের ভালবাসা প্রাপ্তির চেয়ে বড় আর কিছুই নাই। সাংবাদিকতার মাধ্যমে মানুষের ভালবাসা অজনের সুযোগ রয়েছে। একজন সৎ সাংবাদিকের শক্তি হচ্ছে তার সততা। কারণ সততা ছাড়া নিরপেক্ষতা অজন সম্ভব নয়। সাংবাদিকরা বিবেকশাষিত।
অনুষ্ঠানে এইচ এম সিরাজ-‘সাংবাদিকদের খুনের প্রকৃতি ভাবিয়ে তুলছে। সাংবাদিকতাকে বিপন্ন করার একটি রাষ্ট্রীয় প্রক্রিয়া শুরু হয়েছে।সাংবাদিকতার বিভক্তি করা হয়েছে। এ বিভক্তির সুযোগ গ্রহণ করছে রাজনীতিকগণ।সাংবাদিকতাকে নষ্ট করায় রাষ্ট্রীয় মিশন শুরু হয়েছে। সংবাদপত্র এখন ব্যবসায়ী ও কালো টাকার মালিকদের হতে।
এইচ এম সিরাজ দাবি করেন মিনার মাহমুদকে হত্যা করা হয়েছে। কিন্তু আত্মহত্যা বা অন্যকিছু বলে চালিয়ে দেয়া হয়েছে। এসবকে ‘কবুল’ করে নেয়া হয়েছে মনে করেন।
সাংবাদিকদের অভিভাবক হিসেবে একটি জাতীয় প্রতিষ্ঠান দরকার বলে মন্তব্য করেন এই নজরুল গবেষক।

বোরহান উদ্দিন-‘অনলাইন দিয়ে বিশ্বকে কাঁপিয়ে দেয়া সম্ভব। সেখানে সংবাদপত্র নীরব ও ব্যথ, সেখানে অনলাইন শক্ত ভূমিকা পালন করবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ

সৎ ও যোগ্য মানুষের মূল্যায়ন করবে এ দেশ – সাংবাদিক প্রবীর সিকদার

আপডেট টাইম : ০৬:৩১:২২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা : সাংবাদিক প্রবীর সিকদার বলেছেন, সৎ ও যোগ্য মানুষের মূল্যায়ন করবে এ দেশ। ৩০লাখ মানুষের আত্মাহুতি বৃথা যাবে না।এদেশ একদিন ‘রাইট ট্রাক’ ফিরবে। সাধারন মানুষের দ্বারাই এদেশ নিয়ন্ত্রিত হবে।
‘দেশের উন্নয়ণে অনলাইন গণমাধ্যমের ভূমিকা ও ৫৭ ধারার অপপ্রয়োগ-শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
সাপ্তাহিক বিষেরবাঁষী ও নিউজ বিষেরবাঁশী কার্যালয় রাজধানীর মতিঝিলের শাপলা ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিষেরবাঁশী সম্পাদক সুভাষ সাহা।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ৭১ সম্পাদক সাংবাদিক প্রবীর সিকদার।
প্রবীর সিকদার বলেন, এ দেশের মানুষ চরম অ-সাম্প্রদায়িক।শুধুমাত্র রাজনৈতিক কারণে সাম্প্রদায়িকতাকে ব্যবহার করা হচ্ছে।দেশের সাংবাদিকরা সৎ হলে দেশের চিত্রই পাল্টে যেত।
আলোচনায় আরও অংশ নেন-সোনালী দিন এর সম্পাদক নজরুল গবেষক এইচ এম সিরাজ, বনপা’র দপ্তর সম্পাদক ও ডেইলীনারায়ণগঞ্জডটকম এর সম্পাদক কাজী কবীর হোসেন, দেশীনিউজবিডিডটকম সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, বাংলার খবর২৪ডটকম ফারুক আহম্মেদ সুজন, বাংলার খবর২৪ডটকম এম.আই. ফারুক সরদার,11960256_1469310260063847_2207935280064154058_n এশিয়াটাইমসবিডি.কম এর কো-অর্ডিনেটর জাকির হোসেন, দৈনিক আলোকিত বাংলাদেশ সাব-এডিটর গাজী মুনছুর আজিজ, দেশজগত সম্পাদক মাহমুদুল হাসান নিজামী, ৭১সংবাদডটকম সম্পাদক এ এইচ এম তারেক চৌধুরী

অনুষ্ঠান সঞ্চালন করেন দৈনিক সংবাদচর্চা সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ।
প্রবীর সিকদার আরও বলেন, মানুষের ভালবাসা প্রাপ্তির চেয়ে বড় আর কিছুই নাই। সাংবাদিকতার মাধ্যমে মানুষের ভালবাসা অজনের সুযোগ রয়েছে। একজন সৎ সাংবাদিকের শক্তি হচ্ছে তার সততা। কারণ সততা ছাড়া নিরপেক্ষতা অজন সম্ভব নয়। সাংবাদিকরা বিবেকশাষিত।
অনুষ্ঠানে এইচ এম সিরাজ-‘সাংবাদিকদের খুনের প্রকৃতি ভাবিয়ে তুলছে। সাংবাদিকতাকে বিপন্ন করার একটি রাষ্ট্রীয় প্রক্রিয়া শুরু হয়েছে।সাংবাদিকতার বিভক্তি করা হয়েছে। এ বিভক্তির সুযোগ গ্রহণ করছে রাজনীতিকগণ।সাংবাদিকতাকে নষ্ট করায় রাষ্ট্রীয় মিশন শুরু হয়েছে। সংবাদপত্র এখন ব্যবসায়ী ও কালো টাকার মালিকদের হতে।
এইচ এম সিরাজ দাবি করেন মিনার মাহমুদকে হত্যা করা হয়েছে। কিন্তু আত্মহত্যা বা অন্যকিছু বলে চালিয়ে দেয়া হয়েছে। এসবকে ‘কবুল’ করে নেয়া হয়েছে মনে করেন।
সাংবাদিকদের অভিভাবক হিসেবে একটি জাতীয় প্রতিষ্ঠান দরকার বলে মন্তব্য করেন এই নজরুল গবেষক।

বোরহান উদ্দিন-‘অনলাইন দিয়ে বিশ্বকে কাঁপিয়ে দেয়া সম্ভব। সেখানে সংবাদপত্র নীরব ও ব্যথ, সেখানে অনলাইন শক্ত ভূমিকা পালন করবে।’