অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আজ

ঢাকা : ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে।

দেশব্যাপী ২৩টি কেন্দ্রে (সরকারি ২২টি মেডিকেল ও একটি ডেন্টাল কলেজ) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে বলে জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাবেন। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বাস্থ্য বিভাগের প্রায় পাঁচ হাজার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।

দেশের সরকারি ৩০টি মেডিকেল কলেজ, একটি ডেন্টাল কলেজ ও ৮টি ডেন্টাল ইউনিটে ৩ হাজার ৭৪৪ আসন এবং বেসরকারি ৬৫টি মেডিকেল ও ২৪টি ডেন্টাল কলেজে ৬ হাজার ৩৫৫ আসন রয়েছে। এর বিপরীতে এবার ৮৪ হাজার ৭৮৪ শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১০০ নম্বরের (পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ ও সাধারণজ্ঞান ১০ নম্বর) নৈর্ব্যক্তিক প্রশ্ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারো লিখিত পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।

পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রে মোবাইল, ঘড়ি, সায়েন্টিফিক ক্যালকুলেটরসহ ইলেকট্রনিক সামগ্রী নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, তবে সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি রয়েছে।

পরীক্ষার্থীকে এইচএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র ও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিয়ে আনতে হবে।

এদিকে গত বুধবার রাজধানীর মহাখালী থেকে মেডিকেল ভর্তির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জসিম উদ্দিন ভূঁইয়া, ডা. জেড এম এ সালেহীন শোভন, এস এম সানোয়ার, আকতারুজ্জামান খান তুষারকে গ্রেফতার করেছিল র‌্যাব। প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে গুজব দাবি করলেও পরীক্ষা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে কর্তৃপক্ষ।

পরীক্ষাকে কেন্দ্র করে গত রবিবার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত সব মেডিকেল ও ডেন্টাল ভর্তি কোচিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়া যেকোনো ধরনের প্রতারণার অভিযোগ গ্রহণ ও পরীক্ষার্থী-অভিভাবকদের সুবিধার্থে এবারই প্রথম মেডিকেল ভর্তি পরীক্ষা কন্ট্রোল রুম চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। টেলিফোনে (৮৮১৮৭৩৬, ৮৮১৯৩৫৩, ৮৮২৫৪০০), মুঠোফোনে (০১৫৫৫৫৫৫১৬৭) ও ফ্যাক্সের (৯৮৮৬৬১২) মাধ্যমে সংশ্লিষ্টরা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আজ

আপডেট টাইম : ০১:৪৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা : ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে।

দেশব্যাপী ২৩টি কেন্দ্রে (সরকারি ২২টি মেডিকেল ও একটি ডেন্টাল কলেজ) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে বলে জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাবেন। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বাস্থ্য বিভাগের প্রায় পাঁচ হাজার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।

দেশের সরকারি ৩০টি মেডিকেল কলেজ, একটি ডেন্টাল কলেজ ও ৮টি ডেন্টাল ইউনিটে ৩ হাজার ৭৪৪ আসন এবং বেসরকারি ৬৫টি মেডিকেল ও ২৪টি ডেন্টাল কলেজে ৬ হাজার ৩৫৫ আসন রয়েছে। এর বিপরীতে এবার ৮৪ হাজার ৭৮৪ শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১০০ নম্বরের (পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ ও সাধারণজ্ঞান ১০ নম্বর) নৈর্ব্যক্তিক প্রশ্ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারো লিখিত পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।

পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রে মোবাইল, ঘড়ি, সায়েন্টিফিক ক্যালকুলেটরসহ ইলেকট্রনিক সামগ্রী নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, তবে সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি রয়েছে।

পরীক্ষার্থীকে এইচএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র ও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিয়ে আনতে হবে।

এদিকে গত বুধবার রাজধানীর মহাখালী থেকে মেডিকেল ভর্তির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জসিম উদ্দিন ভূঁইয়া, ডা. জেড এম এ সালেহীন শোভন, এস এম সানোয়ার, আকতারুজ্জামান খান তুষারকে গ্রেফতার করেছিল র‌্যাব। প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে গুজব দাবি করলেও পরীক্ষা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে কর্তৃপক্ষ।

পরীক্ষাকে কেন্দ্র করে গত রবিবার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত সব মেডিকেল ও ডেন্টাল ভর্তি কোচিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়া যেকোনো ধরনের প্রতারণার অভিযোগ গ্রহণ ও পরীক্ষার্থী-অভিভাবকদের সুবিধার্থে এবারই প্রথম মেডিকেল ভর্তি পরীক্ষা কন্ট্রোল রুম চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। টেলিফোনে (৮৮১৮৭৩৬, ৮৮১৯৩৫৩, ৮৮২৫৪০০), মুঠোফোনে (০১৫৫৫৫৫৫১৬৭) ও ফ্যাক্সের (৯৮৮৬৬১২) মাধ্যমে সংশ্লিষ্টরা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।