পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

ফেনীতে নকল ভোজ্য তৈলের কারখানা সন্ধান : ৪ জনের জরিমানা ও সাজা

ফেনী প্রতিনিধি, : ফেনীতে নকল ভোজ্য তৈলের কারখানা সন্ধান পেয়েছে র‌্যাব-৭ । এ সময় বিভিন্ন সুনামধন্য কোম্পানীর নকল লেভেল, লগো সংবলিত সয়াবিন, সরিষা তৈল ও খালি বোতল উদ্ধার করে ৪ মালিককে বিভিন্ন মেয়াদে জরিমানা সাজা প্রদান করেছে আদালত। আজ শনিবার সন্ধ্যায় ফেনী শহরের তাকিয়া রোডে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৭ এর কমান্ডার মেজর মোঃ মোজাম্মেল হোসেন রাইজিংবিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের তাকিয়া রোডে অভিযান চালিয়ে গ্রামীন ফুড প্যাকেজিং, রাজমুকুট ফুড প্যাকেজিং, জেহাদ ফুড প্যাকেজিং ও চৌধুরী ট্রেডার্সে থেকে ৭০০০ (সাত হাজার) লিটার ভেজাল ভোজ্য সয়াবিন ও সরিষার তৈল, ২০০০০ টি খালি বোতল, ৪০০০ টি কাগজের কার্টুন ও ১,০৫০০০ টি নকল লেভেল (লগো) (ফেমার্স, রাধুনী ও রুপসীচান্দা নামীয় লগো ইত্যাদি) উদ্ধার করেন।
ফেনী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী গ্রামীন ফুড প্যাকেজিং এর মালিক সুবল দেবনাথ (৪৭) ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড, চৌধুরী ট্রেডার্সের মালিক মুলকুতের রহমান (৫৭) নগদ ১০০০০/- (দশ হাজার) টাকা জরিমানা, রাজমুকুট ফুড প্যাকেজিং এর মালিক মেজবাহ উদ্দিন (২১) (তিন) মাস এবং জেহাদ ফুড প্যাকেজিং এর ম্যানেজার মোঃ ইমাম হোসেন তিন মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উদ্ধারকৃত যাবতীয় মালামাল সমূহ ফেনী জেলা এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী ও মোঃ জানে আলম এর উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে । গ্রেফতাকৃত আসামীদেরকে ফেনী জেলা কারাগারে হস্তুাস্তুর করা হয়েছে ।
ফেনীতে নকল ভোজ্য তৈলের কারখানা সন্ধান : ৪ জনের জরিমানা ও সাজা

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

ফেনীতে নকল ভোজ্য তৈলের কারখানা সন্ধান : ৪ জনের জরিমানা ও সাজা

আপডেট টাইম : ০৩:৪৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫

ফেনী প্রতিনিধি, : ফেনীতে নকল ভোজ্য তৈলের কারখানা সন্ধান পেয়েছে র‌্যাব-৭ । এ সময় বিভিন্ন সুনামধন্য কোম্পানীর নকল লেভেল, লগো সংবলিত সয়াবিন, সরিষা তৈল ও খালি বোতল উদ্ধার করে ৪ মালিককে বিভিন্ন মেয়াদে জরিমানা সাজা প্রদান করেছে আদালত। আজ শনিবার সন্ধ্যায় ফেনী শহরের তাকিয়া রোডে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৭ এর কমান্ডার মেজর মোঃ মোজাম্মেল হোসেন রাইজিংবিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের তাকিয়া রোডে অভিযান চালিয়ে গ্রামীন ফুড প্যাকেজিং, রাজমুকুট ফুড প্যাকেজিং, জেহাদ ফুড প্যাকেজিং ও চৌধুরী ট্রেডার্সে থেকে ৭০০০ (সাত হাজার) লিটার ভেজাল ভোজ্য সয়াবিন ও সরিষার তৈল, ২০০০০ টি খালি বোতল, ৪০০০ টি কাগজের কার্টুন ও ১,০৫০০০ টি নকল লেভেল (লগো) (ফেমার্স, রাধুনী ও রুপসীচান্দা নামীয় লগো ইত্যাদি) উদ্ধার করেন।
ফেনী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী গ্রামীন ফুড প্যাকেজিং এর মালিক সুবল দেবনাথ (৪৭) ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড, চৌধুরী ট্রেডার্সের মালিক মুলকুতের রহমান (৫৭) নগদ ১০০০০/- (দশ হাজার) টাকা জরিমানা, রাজমুকুট ফুড প্যাকেজিং এর মালিক মেজবাহ উদ্দিন (২১) (তিন) মাস এবং জেহাদ ফুড প্যাকেজিং এর ম্যানেজার মোঃ ইমাম হোসেন তিন মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উদ্ধারকৃত যাবতীয় মালামাল সমূহ ফেনী জেলা এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী ও মোঃ জানে আলম এর উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে । গ্রেফতাকৃত আসামীদেরকে ফেনী জেলা কারাগারে হস্তুাস্তুর করা হয়েছে ।
ফেনীতে নকল ভোজ্য তৈলের কারখানা সন্ধান : ৪ জনের জরিমানা ও সাজা