পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

বসুন্ধরা গ্রুপের জমি দখলের তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকা :কুড়িল পূর্বাচল এলাকায় বসুন্ধরা গ্রুপ সরকারি ও সাধারণ মানুষের যেসব জমি দখল করেছে এর তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার জেলা প্রশাসককে তিনি এ তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটির (একনেক) সভায় কুড়িল-পূর্বাচল খাল খনন প্রকল্পের অনুমোদনকালে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

বৈঠকে ‘কুড়িল-পূর্বাচল লিংক রোডের উভয় পাশে (কুড়িল হতে বালু নদী পর্যন্ত) ১০০ ফুট চওড়া খাল খনন’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

কুড়িল ফ্লাইওভার থেকে পূর্বাচল নতুন শহর প্রকল্পগামী রাস্তার দুই পাশে বালু নদী পর্যন্ত লেক তৈরিতে ৫ হাজার ৫৩০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে, যার বাস্তবায়ন করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বৈঠকসূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি বসুন্ধরা গ্রুপের বিভিন্ন কর্মকাণ্ডে অতি বাড়াবাড়ি ক্ষোভও প্রকাশ করেছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকেই কুড়িল-পূর্বাচল লিংকরোড সংলগ্ন খাল খননের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। অন্যদিকে বসুন্ধরা গ্রুপ বরাবরই এ খাল খননের বিরোধিতা করে আসছে। সর্বশেষ যখন মঙ্গলবার এই প্রকল্পটি অনুমোদনের জন্য একনেকে উপস্থাপন করা হচ্ছিলো এই দিনই বসুন্ধরার মালিকানাধীন দুটি জাতীয় দৈনিকে ফলাও করে এর বিরুদ্ধে প্রচারণা চালানো হয়। এই খাল আদৌ হবে কি না- তা নিয়ে সংশয় প্রকাশ করে প্রতিবেদন ছাপা হয়।

বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠে ‘৫ হাজার ৫৩০ কোটি টাকার অবাস্তব প্রকল্প উঠছে একনেকে’, বাংলাদেশ প্রতিদিনে ‘উচ্চাভিলাষী অবাস্তব ৫ হাজার ৫৩০ কোটি টাকা প্রকল্প একনেকে’ শিরোনামে নিয়ে সংবাদ ছাপা হয়।

জানা গেছে, একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়ভাবেই বলেছেন, এদের সঙ্গে কোনো আপোস নয়। অবৈধ ভূমি দখলকারীসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে ‘সম্ভাব্য সব বাধা’ মোকাবেলা করে এই খাল খনন প্রকল্প বাস্তবায়ন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি প্রকল্পটি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়ী।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এটির সঙ্গে সংশ্লিষ্ট থাকবেন তারা যেন সাহস নিয়ে কাজটি করেন। তাদের সঙ্গে কেউ না থাকলেও মনে রাখবেন, তাদের সঙ্গে আপনাদের প্রধানমন্ত্রী আছেন।’

এমনকি তিনি ‘ভূমিখেকোদের’ বিরুদ্ধে ‘শক্ত’ হতেও নির্দেশ দিয়েছেন।

বসুন্ধরার মতো কোনো আবাসন নির্মাতা কোম্পানির সঙ্গে আপস না করে দ্রুত এই খাল খননের জন্য এর আগেও একাধিকবার সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

গত বছরের ২৫ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে কুড়িল ফ্লাইওভার থেকে পূর্বাচল নতুন শহর প্রকল্পগামী রাস্তার দুই পাশে খাল কাটার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, এই খালের সঙ্গে বালু নদীর সংযোগ থাকবে।

গত বছরের ১৮ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি জলাশয়ে ‘সাইনবোর্ড টাঙিয়ে’ ভূমি দখলকারী আবাসন নির্মাতাদের ‘ভূমিখেকো’ আখ্যায়িত করেন এবং এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মন্ত্রণালয়কে ‘শক্ত’ হতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

২৮ ডিসেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, কুড়িল ফ্লাইওভারের পাশের ওই এলাকায় লেকের বদলে ‘বক্স কালভার্ট’ করতে চাইছে যমুনা বা বসুন্ধরা গ্রুপ।

“কোথাও কোনো বক্স কালভার্ট হবে না। সব লেক হবে, ওপেন লেক হবে। দরকার হলে লেকের পাশ দিয়ে ব্রিজ করে নেবে তারা। তাদের পয়সার তো অভাব নাই।”

মঙ্গলবারের বৈঠকেও প্রধানমন্ত্রী আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের ভূমি দখল নিয়ে কথা বলেন।

প্রধানমন্ত্রী ভূমিদস্যুদের দিকে ঈঙ্গিত করে বলেছেন, ‘তারা কত মানুষের জমি দখল করেছে, কত মানুষকে কাঁদিয়েছে। মানুষের যখন টাকার নেশা পেয়ে যায়, তখন তারা আর অন্য দিকে তাকায় না’।

নগরে খালের গুরুত্ব তুলে ধরে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, একসময় প্রত্যেক রাস্তার পাশে খাল ছিল। সেসব ভরাট করার কারণেই এখন পানি জমছে।

নিকুঞ্জে ১০০ প্লটের একটি প্রকল্প বাতিল করে সেখানে জলাধার করায় এখন বিমানবন্দরের রানওয়ে বৃষ্টিতে ডোবে না বলেও মন্তব্য করেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

বসুন্ধরা গ্রুপের জমি দখলের তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৩৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা :কুড়িল পূর্বাচল এলাকায় বসুন্ধরা গ্রুপ সরকারি ও সাধারণ মানুষের যেসব জমি দখল করেছে এর তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার জেলা প্রশাসককে তিনি এ তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটির (একনেক) সভায় কুড়িল-পূর্বাচল খাল খনন প্রকল্পের অনুমোদনকালে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

বৈঠকে ‘কুড়িল-পূর্বাচল লিংক রোডের উভয় পাশে (কুড়িল হতে বালু নদী পর্যন্ত) ১০০ ফুট চওড়া খাল খনন’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

কুড়িল ফ্লাইওভার থেকে পূর্বাচল নতুন শহর প্রকল্পগামী রাস্তার দুই পাশে বালু নদী পর্যন্ত লেক তৈরিতে ৫ হাজার ৫৩০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে, যার বাস্তবায়ন করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বৈঠকসূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি বসুন্ধরা গ্রুপের বিভিন্ন কর্মকাণ্ডে অতি বাড়াবাড়ি ক্ষোভও প্রকাশ করেছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকেই কুড়িল-পূর্বাচল লিংকরোড সংলগ্ন খাল খননের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। অন্যদিকে বসুন্ধরা গ্রুপ বরাবরই এ খাল খননের বিরোধিতা করে আসছে। সর্বশেষ যখন মঙ্গলবার এই প্রকল্পটি অনুমোদনের জন্য একনেকে উপস্থাপন করা হচ্ছিলো এই দিনই বসুন্ধরার মালিকানাধীন দুটি জাতীয় দৈনিকে ফলাও করে এর বিরুদ্ধে প্রচারণা চালানো হয়। এই খাল আদৌ হবে কি না- তা নিয়ে সংশয় প্রকাশ করে প্রতিবেদন ছাপা হয়।

বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠে ‘৫ হাজার ৫৩০ কোটি টাকার অবাস্তব প্রকল্প উঠছে একনেকে’, বাংলাদেশ প্রতিদিনে ‘উচ্চাভিলাষী অবাস্তব ৫ হাজার ৫৩০ কোটি টাকা প্রকল্প একনেকে’ শিরোনামে নিয়ে সংবাদ ছাপা হয়।

জানা গেছে, একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়ভাবেই বলেছেন, এদের সঙ্গে কোনো আপোস নয়। অবৈধ ভূমি দখলকারীসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে ‘সম্ভাব্য সব বাধা’ মোকাবেলা করে এই খাল খনন প্রকল্প বাস্তবায়ন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি প্রকল্পটি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়ী।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এটির সঙ্গে সংশ্লিষ্ট থাকবেন তারা যেন সাহস নিয়ে কাজটি করেন। তাদের সঙ্গে কেউ না থাকলেও মনে রাখবেন, তাদের সঙ্গে আপনাদের প্রধানমন্ত্রী আছেন।’

এমনকি তিনি ‘ভূমিখেকোদের’ বিরুদ্ধে ‘শক্ত’ হতেও নির্দেশ দিয়েছেন।

বসুন্ধরার মতো কোনো আবাসন নির্মাতা কোম্পানির সঙ্গে আপস না করে দ্রুত এই খাল খননের জন্য এর আগেও একাধিকবার সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

গত বছরের ২৫ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে কুড়িল ফ্লাইওভার থেকে পূর্বাচল নতুন শহর প্রকল্পগামী রাস্তার দুই পাশে খাল কাটার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, এই খালের সঙ্গে বালু নদীর সংযোগ থাকবে।

গত বছরের ১৮ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি জলাশয়ে ‘সাইনবোর্ড টাঙিয়ে’ ভূমি দখলকারী আবাসন নির্মাতাদের ‘ভূমিখেকো’ আখ্যায়িত করেন এবং এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মন্ত্রণালয়কে ‘শক্ত’ হতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

২৮ ডিসেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, কুড়িল ফ্লাইওভারের পাশের ওই এলাকায় লেকের বদলে ‘বক্স কালভার্ট’ করতে চাইছে যমুনা বা বসুন্ধরা গ্রুপ।

“কোথাও কোনো বক্স কালভার্ট হবে না। সব লেক হবে, ওপেন লেক হবে। দরকার হলে লেকের পাশ দিয়ে ব্রিজ করে নেবে তারা। তাদের পয়সার তো অভাব নাই।”

মঙ্গলবারের বৈঠকেও প্রধানমন্ত্রী আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের ভূমি দখল নিয়ে কথা বলেন।

প্রধানমন্ত্রী ভূমিদস্যুদের দিকে ঈঙ্গিত করে বলেছেন, ‘তারা কত মানুষের জমি দখল করেছে, কত মানুষকে কাঁদিয়েছে। মানুষের যখন টাকার নেশা পেয়ে যায়, তখন তারা আর অন্য দিকে তাকায় না’।

নগরে খালের গুরুত্ব তুলে ধরে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, একসময় প্রত্যেক রাস্তার পাশে খাল ছিল। সেসব ভরাট করার কারণেই এখন পানি জমছে।

নিকুঞ্জে ১০০ প্লটের একটি প্রকল্প বাতিল করে সেখানে জলাধার করায় এখন বিমানবন্দরের রানওয়ে বৃষ্টিতে ডোবে না বলেও মন্তব্য করেন তিনি।