পূর্বাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

ফিটনেসবিহীন, রুট পারমিটবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের ধরতে হবে——মন্ত্রী ওবায়দুল কাদের

ফারুক আহমেদ সুজন : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমি মন্ত্রী স্বয়ং রাস্তায় থাকবো। তবুও ভাড়া বাড়তে দিব না।’
মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেছেন, ‘পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই সরকার ভাড়া বাড়িয়েছে। কিন্তু এখন তারা নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করছেন। আমরা প্রমাণও পেয়েছি। কেউ অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘সরকার জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছে। বিআরটিসিকে ঠিক করেছি, চেয়ারম্যানকে শোকজ করেছি, সেখানে বেসরকারি পরিবহন মালিক-শ্রমিকরা কি আইনের ঊর্ধ্বে? কখনোই না। যারাই অতিরিক্ত ভাড়া আদায় করবেন তাদেরকেই আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করা হবে।’

ভাড়া আদায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘চালকরা সব সময় দোষী না। তবে তাদেরকে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়টা বুঝতে হবে। বাসের ভেতরে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা হলে চালক দায়ী থাকবে। কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে মালিক পক্ষকে দায় নিতে হবে।’

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মোবাইলকোর্ট অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘বিআরটিএ-এর চারজন ম্যাজিস্ট্রেটের সঙ্গে আরো দুইজন নতুন যোগদান করেছেন। এখন থেকে ছয়জন ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইলকোর্ট পরিচালনা করবেন। যেখানেই অতিরিক্ত ভাড়া আদায় হবে সেখানেই শাস্তিমূলক ব্যবস্থা নেবেন তারা।’

ফিটনেসবিহীন, রুট পারমিটবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের ধরতে হবে। এজন্য তিনি উপস্থিত বিআরটিএ-এর চেয়ারম্যানকে শিগগিরই কার্যকরী পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের।

রাজধানীতে যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘রাজধানীতে এক পরিবারের দশ গাড়ি চলে। এটা কি করে সম্ভব? ছোট যানবাহনও বাড়ছে। এটা বন্ধে বিআরটিএ কার্যালয়ে ও মন্ত্রণালয়ে পৃথক আলোচনা হবে। এর একটা বিহিত করতেই হবে।’

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘জাতিসংঘের একটি সংস্থা কি করে দাবি করে বাংলাদেশে বছরে ২১ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। পুলিশ জানিয়েছে, দিনে মারা যায় ৭ জন। আমরা যদি ১০ জনও ধরি তাহলে বছরে তিন হাজার ছয়শ’ এর বেশি হয় না। এমন রিপোর্ট কোনোভাবে মানা যায় না।’

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

ফিটনেসবিহীন, রুট পারমিটবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের ধরতে হবে——মন্ত্রী ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০১:৩৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০১৫

ফারুক আহমেদ সুজন : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমি মন্ত্রী স্বয়ং রাস্তায় থাকবো। তবুও ভাড়া বাড়তে দিব না।’
মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেছেন, ‘পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই সরকার ভাড়া বাড়িয়েছে। কিন্তু এখন তারা নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করছেন। আমরা প্রমাণও পেয়েছি। কেউ অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘সরকার জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছে। বিআরটিসিকে ঠিক করেছি, চেয়ারম্যানকে শোকজ করেছি, সেখানে বেসরকারি পরিবহন মালিক-শ্রমিকরা কি আইনের ঊর্ধ্বে? কখনোই না। যারাই অতিরিক্ত ভাড়া আদায় করবেন তাদেরকেই আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করা হবে।’

ভাড়া আদায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘চালকরা সব সময় দোষী না। তবে তাদেরকে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়টা বুঝতে হবে। বাসের ভেতরে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা হলে চালক দায়ী থাকবে। কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে মালিক পক্ষকে দায় নিতে হবে।’

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মোবাইলকোর্ট অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘বিআরটিএ-এর চারজন ম্যাজিস্ট্রেটের সঙ্গে আরো দুইজন নতুন যোগদান করেছেন। এখন থেকে ছয়জন ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইলকোর্ট পরিচালনা করবেন। যেখানেই অতিরিক্ত ভাড়া আদায় হবে সেখানেই শাস্তিমূলক ব্যবস্থা নেবেন তারা।’

ফিটনেসবিহীন, রুট পারমিটবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের ধরতে হবে। এজন্য তিনি উপস্থিত বিআরটিএ-এর চেয়ারম্যানকে শিগগিরই কার্যকরী পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের।

রাজধানীতে যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘রাজধানীতে এক পরিবারের দশ গাড়ি চলে। এটা কি করে সম্ভব? ছোট যানবাহনও বাড়ছে। এটা বন্ধে বিআরটিএ কার্যালয়ে ও মন্ত্রণালয়ে পৃথক আলোচনা হবে। এর একটা বিহিত করতেই হবে।’

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘জাতিসংঘের একটি সংস্থা কি করে দাবি করে বাংলাদেশে বছরে ২১ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। পুলিশ জানিয়েছে, দিনে মারা যায় ৭ জন। আমরা যদি ১০ জনও ধরি তাহলে বছরে তিন হাজার ছয়শ’ এর বেশি হয় না। এমন রিপোর্ট কোনোভাবে মানা যায় না।’