অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ইবিতে বিএনসিসি ক্যাডেটের উপর ছাত্রলীগের হামলা

ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের মাস্টার্সের ছাত্র ও বিএনসিসি’র নৌ-শাখার এক সদস্য রাশেদুল ইসলামের উপর অতর্কিত হামলা চালিয়েছে ছাত্রলীগের কর্মীরা।

ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজুর নির্দেশে রোববার দুপুর ১২ টার দিকে অনুষদ ভবনের নিচ তলায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীররা ভর্তি পরীক্ষায় জালিয়াতিকারী সাজ্জাদের সহকারী বলে সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়,২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে মেইন গেটে ভর্তিচ্ছুদের সেবা ও শৃংঙ্খলা দায়িত্ব পালন করে বিএনসিসি’র নৌ শাখার সদস্য রাশেদ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে ভর্তি পরীক্ষা চলাকালে কোন শিক্ষার্থী যাতে ক্যাম্পাসে প্রবেশ না করে সেজন্য ক্যাডেটদের ভুমিকা রাখতে বলা হয়।

মেইন গেটে দায়িত্ব পালন কালে ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজু গ্রুপের তুষার নামে এক কর্মীকে বিএনসিসির ক্যাডেট রাশেদ ক্যাম্পাসে প্রবেশে বাধা দেয়। এতে ওই ছাত্রলীগ কর্মী ক্যাডেটদের সাথে বিতর্কে জড়িয়ে পরে। এসময় মেইন গেটে কুষ্টিয়া জেলার পুলিশ কর্মকর্তা এএসপি মাজবুবুজ্জামান মাহবুব তুষারকে বুঝানোর চেষ্টা করতে গেলে তার সাথেও ওই ছাত্রলীগ কর্মী তুষার অসৌজন্য আচরন করেন। এতে এএসপি মাহবুব তাকে একটি থাপ্পর মারেন। পরে তুষার ছাত্রলীগের মিজু গ্রুপের নেতাকর্মীদের ফোন দিয়ে ডেকে আনে এবং ভর্তি পরীক্ষা চলাকালে পুলিশের সাথে চরম হট্টগোল সৃষ্টি করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান সেখানে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মী ও এএসপি মাহবুবের সাথে বসে বিষয়টি মীমাংসা করে দেন।

সেই ঘটনার জের ধরে রোববার দুপুর ১২টার দিকে ছাত্রলীগের মিজুর নির্দেশে তার কর্মী ও আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মাহমুদ জুবায়ের, আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের রিয়ন মিয়া, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সোহাগ, ইসলামের ইতিহাস ও স্বাস্কৃতিক বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাজ্জাদ হোসেন বিপুল মিলে অনুষদ ভবনের করিডোরে ওই রাশেদ নামের ক্যাডেটকে একা পেয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় কিল ঘুষি লাথি ও লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পরে রাশেদ। পরে তারা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।

এসময় সে বাচাঁও বাচাঁও বলে চিৎকার করলে সাধারণ শিক্ষার্থীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসা কেন্দ্রে কর্তব্যরত ডাক্তার পারভেজ হাসান তার অবস্থার অবনতি দেখে হাসপাতালে পাঠানোর জন্য বলেন। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।

মারধরের ঘটনায় বিএনসিসি’র নৌ-প্লাটনের দায়িত্বে থাকা বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসমিন আরা সাথী বলেন,‘ আমি ঘটনাস্থলে ছিলাম এবং তাদেরকে নিষেধ করলেও তারা আমার কথা রাখেনি। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”

ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন,‘যারা হামলা করেছে তারা সন্ত্রাসী। ছাত্রলীগের সাথে তাদের কোন সংশ্লিষ্টতা নেই। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ব্যবস্থা গ্রহণ করবে তাতে ছাত্রলীগ সহযোগিতা করবে।

প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন,‘ একটি ঘটনা ঘটেছিল সবার সাথে কথা বলে বিষয়টি মিমাংশা হয়ে গেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

উল্লেখ্য, মিজু গ্রপের এই কর্মীদের বিরুদ্ধে ক্যাম্পাসে ইভটিজিং, ফাও খাওয়া, চাদাবাজি, হলে মাদক দ্রব্য সরবরাহ,ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে সাজ্জাদের সহকারীসহ ডজন খানেক অভিযোগ রয়েছে। সাজ্জাদ এবারের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করতে গিয়ে ধরা পড়লেও ছাত্রলীগের সহ-সভাপতি মিজু গ্রুপের হওয়ায় সে এখনো ক্যাম্পাসে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা গেছে। অথচ ভ্রাম্যমান আদালত তাকে দ্রুত গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলে। কিন্ত প্রশাসন এখনো তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারে নি। আর মিজুর হস্তক্ষেপে সাজ্জাদ পার পেয়ে যাচ্ছে বলে অনেকেই অভিযোগ করেছেন।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

ইবিতে বিএনসিসি ক্যাডেটের উপর ছাত্রলীগের হামলা

আপডেট টাইম : ০২:২৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০১৫

ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের মাস্টার্সের ছাত্র ও বিএনসিসি’র নৌ-শাখার এক সদস্য রাশেদুল ইসলামের উপর অতর্কিত হামলা চালিয়েছে ছাত্রলীগের কর্মীরা।

ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজুর নির্দেশে রোববার দুপুর ১২ টার দিকে অনুষদ ভবনের নিচ তলায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীররা ভর্তি পরীক্ষায় জালিয়াতিকারী সাজ্জাদের সহকারী বলে সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়,২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে মেইন গেটে ভর্তিচ্ছুদের সেবা ও শৃংঙ্খলা দায়িত্ব পালন করে বিএনসিসি’র নৌ শাখার সদস্য রাশেদ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে ভর্তি পরীক্ষা চলাকালে কোন শিক্ষার্থী যাতে ক্যাম্পাসে প্রবেশ না করে সেজন্য ক্যাডেটদের ভুমিকা রাখতে বলা হয়।

মেইন গেটে দায়িত্ব পালন কালে ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজু গ্রুপের তুষার নামে এক কর্মীকে বিএনসিসির ক্যাডেট রাশেদ ক্যাম্পাসে প্রবেশে বাধা দেয়। এতে ওই ছাত্রলীগ কর্মী ক্যাডেটদের সাথে বিতর্কে জড়িয়ে পরে। এসময় মেইন গেটে কুষ্টিয়া জেলার পুলিশ কর্মকর্তা এএসপি মাজবুবুজ্জামান মাহবুব তুষারকে বুঝানোর চেষ্টা করতে গেলে তার সাথেও ওই ছাত্রলীগ কর্মী তুষার অসৌজন্য আচরন করেন। এতে এএসপি মাহবুব তাকে একটি থাপ্পর মারেন। পরে তুষার ছাত্রলীগের মিজু গ্রুপের নেতাকর্মীদের ফোন দিয়ে ডেকে আনে এবং ভর্তি পরীক্ষা চলাকালে পুলিশের সাথে চরম হট্টগোল সৃষ্টি করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান সেখানে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মী ও এএসপি মাহবুবের সাথে বসে বিষয়টি মীমাংসা করে দেন।

সেই ঘটনার জের ধরে রোববার দুপুর ১২টার দিকে ছাত্রলীগের মিজুর নির্দেশে তার কর্মী ও আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মাহমুদ জুবায়ের, আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের রিয়ন মিয়া, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সোহাগ, ইসলামের ইতিহাস ও স্বাস্কৃতিক বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাজ্জাদ হোসেন বিপুল মিলে অনুষদ ভবনের করিডোরে ওই রাশেদ নামের ক্যাডেটকে একা পেয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় কিল ঘুষি লাথি ও লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পরে রাশেদ। পরে তারা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।

এসময় সে বাচাঁও বাচাঁও বলে চিৎকার করলে সাধারণ শিক্ষার্থীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসা কেন্দ্রে কর্তব্যরত ডাক্তার পারভেজ হাসান তার অবস্থার অবনতি দেখে হাসপাতালে পাঠানোর জন্য বলেন। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।

মারধরের ঘটনায় বিএনসিসি’র নৌ-প্লাটনের দায়িত্বে থাকা বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসমিন আরা সাথী বলেন,‘ আমি ঘটনাস্থলে ছিলাম এবং তাদেরকে নিষেধ করলেও তারা আমার কথা রাখেনি। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”

ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন,‘যারা হামলা করেছে তারা সন্ত্রাসী। ছাত্রলীগের সাথে তাদের কোন সংশ্লিষ্টতা নেই। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ব্যবস্থা গ্রহণ করবে তাতে ছাত্রলীগ সহযোগিতা করবে।

প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন,‘ একটি ঘটনা ঘটেছিল সবার সাথে কথা বলে বিষয়টি মিমাংশা হয়ে গেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

উল্লেখ্য, মিজু গ্রপের এই কর্মীদের বিরুদ্ধে ক্যাম্পাসে ইভটিজিং, ফাও খাওয়া, চাদাবাজি, হলে মাদক দ্রব্য সরবরাহ,ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে সাজ্জাদের সহকারীসহ ডজন খানেক অভিযোগ রয়েছে। সাজ্জাদ এবারের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করতে গিয়ে ধরা পড়লেও ছাত্রলীগের সহ-সভাপতি মিজু গ্রুপের হওয়ায় সে এখনো ক্যাম্পাসে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা গেছে। অথচ ভ্রাম্যমান আদালত তাকে দ্রুত গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলে। কিন্ত প্রশাসন এখনো তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারে নি। আর মিজুর হস্তক্ষেপে সাজ্জাদ পার পেয়ে যাচ্ছে বলে অনেকেই অভিযোগ করেছেন।