পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ অভিযানের সময় দু’জন গুলিবিদ্ধ

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে অবৈধ ট্রাকস্ট্যান্ডের স্থাপনা উচ্ছেদের সময় পুলিশের সঙ্গে ট্রাকশ্রমিকদের সংঘর্ষের ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশন এ অভিযান শুরু করে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক তেজগাঁওয়ে ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন কার্যালয়ে যান এবং কিছুক্ষণ অবস্থান করেন। এ সময় ঢাকা উত্তরের মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। সকাল ১০টার দিকে অভিযান শুরু হলে ট্রাকশ্রমিকরা প্রতিবাদ জানায়। একপর্যায়ে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেখানে স্থাপন করা ঝুপড়ি ঘরের নারীরাও শ্রমিকদের সঙ্গে প্রতিবাদে অংশ নেন। এসময় শ্রমিকরা উচ্ছেদকারীদের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। পরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে। এতে বেশ কয়েকজন আহত হন। গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেয়র আনিসুল হক জানান, বহুদিন ধরে বাংলাদেশ রেলওয়ের এই জায়গাটি অবৈধভাবে দখল করে তৈরি করা হয়েছে ট্রাকস্ট্যান্ড। জনগণের সুবিধার জন্য এই অভিযান চলবে।

তিনি আরো বলেন, ট্রাক স্ট্যান্ডে নষ্ট গাড়ি রেখে দিয়েছেন, শত শত মালিক গাড়ি সরিয়ে ফেলেছেন আর আপনি সরাবেন না। মেয়র এসেছে, অমুক এসেছে, আপনারা বলবেন আর আমরা গাড়ি রেখে দিব ওখানে। আসুন আমরা সাহসী হই। এর বিরুদ্ধে দাঁড়াই। রাস্তাঘাট দখল বন্ধ করি। দুইটা সাহসের পরিচয় দেই। তাহলেই দখল বন্ধ হবে। থাকেন আমাদের সঙ্গে। দখল বন্ধ করতে হবে।’

আনিসুল হক আরো বলেন, ‘৫০জন লোক এখানে এসে হৈ চৈ করবে আর আমরা সব ভয়ে দৌড় দিব?’ একপর্যায়ে অন্যত্র স্থায়ী টার্মিনাল তৈরি করে দেওয়ার আশ্বাস দেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ অভিযানের সময় দু’জন গুলিবিদ্ধ

আপডেট টাইম : ০২:৪১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০১৫

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে অবৈধ ট্রাকস্ট্যান্ডের স্থাপনা উচ্ছেদের সময় পুলিশের সঙ্গে ট্রাকশ্রমিকদের সংঘর্ষের ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশন এ অভিযান শুরু করে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক তেজগাঁওয়ে ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন কার্যালয়ে যান এবং কিছুক্ষণ অবস্থান করেন। এ সময় ঢাকা উত্তরের মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। সকাল ১০টার দিকে অভিযান শুরু হলে ট্রাকশ্রমিকরা প্রতিবাদ জানায়। একপর্যায়ে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেখানে স্থাপন করা ঝুপড়ি ঘরের নারীরাও শ্রমিকদের সঙ্গে প্রতিবাদে অংশ নেন। এসময় শ্রমিকরা উচ্ছেদকারীদের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। পরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে। এতে বেশ কয়েকজন আহত হন। গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেয়র আনিসুল হক জানান, বহুদিন ধরে বাংলাদেশ রেলওয়ের এই জায়গাটি অবৈধভাবে দখল করে তৈরি করা হয়েছে ট্রাকস্ট্যান্ড। জনগণের সুবিধার জন্য এই অভিযান চলবে।

তিনি আরো বলেন, ট্রাক স্ট্যান্ডে নষ্ট গাড়ি রেখে দিয়েছেন, শত শত মালিক গাড়ি সরিয়ে ফেলেছেন আর আপনি সরাবেন না। মেয়র এসেছে, অমুক এসেছে, আপনারা বলবেন আর আমরা গাড়ি রেখে দিব ওখানে। আসুন আমরা সাহসী হই। এর বিরুদ্ধে দাঁড়াই। রাস্তাঘাট দখল বন্ধ করি। দুইটা সাহসের পরিচয় দেই। তাহলেই দখল বন্ধ হবে। থাকেন আমাদের সঙ্গে। দখল বন্ধ করতে হবে।’

আনিসুল হক আরো বলেন, ‘৫০জন লোক এখানে এসে হৈ চৈ করবে আর আমরা সব ভয়ে দৌড় দিব?’ একপর্যায়ে অন্যত্র স্থায়ী টার্মিনাল তৈরি করে দেওয়ার আশ্বাস দেন তিনি।