অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠার পর ৩ হাজার মামলার তদন্ত চলছে, ১২শ’র তদন্ত কাজ নিষ্পত্তি করেছে পিবিআই

ঢাকা : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিষ্ঠার পর তিন বছরে ১হাজার ২শ’টি মামলার তদন্ত কাজ নিষ্পত্তি করেছে। আরো ৩ হাজার মামলার তদন্ত কাজ চলছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

আর এখন থেকে যেকোন মামলার তদন্ত ও তার প্রতিবেদন দাখিল, গ্রেফতার, তল্লাশীসহ নিজস্ব ক্ষমতা প্রয়োগ করতে পারবে পিবিআই। গত ৫ জানুয়ারী এ সংক্রান্ত একটি গেজেটও প্রকাশ করা হয়েছে।

পুলিশ সদর দফতরের এক সূত্র জানায়, চাঞ্চল্যকর অনেক ঘটনার মামলা তদন্তে থানা পুলিশের সক্ষমতা না থাকায় গোয়েন্দা সংস্থা ডিকেটটিভ ব্রাঞ্চ (ডিবি) ও ক্রিমানাল ইনভেস্টিগন ডিপার্টমেন্ট (সিআইডিকে) তদন্তের দায়িত্ব দেয়া হতো।

অপরাধের নতুন নতুন মাত্রা তৈরি হওয়ার পাশাপাশি এখন দেশে সন্ত্রাসবাদ বড় ধরনের হুমকি হয়ে দাড়িয়েছে। দিন দিন নিত্য নতুন পন্থায় অপরাধীরা অপরাধ করে আসছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) কিংবা সিআইডির টিমগুলো তদন্ত করতে গিয়ে অনেক সময় টেকনোলনিক্যাল সাপোর্টের অভাবে হিমসিম খায়। আবার অনেক অপরাধের ক্লু উদঘাটন ও অপরাধী শনাক্তে দীর্ঘ সময়েও পারছে না। এসব দিক বিবেচনায় এনে দ্রুত মামলার নিষ্পত্তি করতেই পুলিশের বিশেষায়িত এই বাহিনী গঠন করা হয়েছে।

সূত্র জানায়, ২০১২ সালের ডিসেম্বরে রাজধানীর ধানমন্ডিতে অত্যাধুনিক একটি বাড়ি ভাড়া নিয়ে পিবিআইয়ের সদর দপ্তরের কাজ শুরু হয়। একজন ডিআইজি, এডিশনাল ডিআইজি ও এসপিসহ বিভিন্ন পদায়নে প্রায় সাড়ে ৮শ’ জনবল দিয়ে পিবিআইয়ের কার্যক্রম শুরু হয়। পিবিআইয়ের হেডকোয়াটার্স করার পাশাপাশি দেশের সকল বিভাগের প্রায় ৩২ টি জেলায় পিবিআইয়ের কার্যক্রম চলছে। বাকী অন্য জেলাগুলোতেও পিবিআইয়ের কার্যক্রম শুরু করার প্রক্রিয়া চলছে।

এছাড়া যেকোন অপরাধী আটকের পর নিজস্ব হাজতখানায় রাখার ব্যবস্থার প্রক্রিয়া চলছে। শিগগিরই পিবিআইয়ের নিজস্ব হাজতখানা তৈরি হচ্ছে।

আর এই বাহিনী গঠনের পর থেকে এ পর্যন্ত ৩হাজার মামলার তদন্ত করছে সংস্থার কর্মকর্তরগণ। এরমধ্যে ১২০০ মামলার তদন্ত কাজ নিষ্পত্তি করা হয়েছে। অন্য বাহিনীর চেয়ে দ্রুত তদন্ত কার্যক্রম চালাতে বাহিনীর চৌকশ কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন বলে জানান পিবিআইয়ের এই কর্মকর্তা। এ ব্যাপারে পিবিআই‘র অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল এন্ড মিডিয়া) আসাদুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

প্রতিষ্ঠার পর ৩ হাজার মামলার তদন্ত চলছে, ১২শ’র তদন্ত কাজ নিষ্পত্তি করেছে পিবিআই

আপডেট টাইম : ০৫:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০১৬

ঢাকা : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিষ্ঠার পর তিন বছরে ১হাজার ২শ’টি মামলার তদন্ত কাজ নিষ্পত্তি করেছে। আরো ৩ হাজার মামলার তদন্ত কাজ চলছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

আর এখন থেকে যেকোন মামলার তদন্ত ও তার প্রতিবেদন দাখিল, গ্রেফতার, তল্লাশীসহ নিজস্ব ক্ষমতা প্রয়োগ করতে পারবে পিবিআই। গত ৫ জানুয়ারী এ সংক্রান্ত একটি গেজেটও প্রকাশ করা হয়েছে।

পুলিশ সদর দফতরের এক সূত্র জানায়, চাঞ্চল্যকর অনেক ঘটনার মামলা তদন্তে থানা পুলিশের সক্ষমতা না থাকায় গোয়েন্দা সংস্থা ডিকেটটিভ ব্রাঞ্চ (ডিবি) ও ক্রিমানাল ইনভেস্টিগন ডিপার্টমেন্ট (সিআইডিকে) তদন্তের দায়িত্ব দেয়া হতো।

অপরাধের নতুন নতুন মাত্রা তৈরি হওয়ার পাশাপাশি এখন দেশে সন্ত্রাসবাদ বড় ধরনের হুমকি হয়ে দাড়িয়েছে। দিন দিন নিত্য নতুন পন্থায় অপরাধীরা অপরাধ করে আসছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) কিংবা সিআইডির টিমগুলো তদন্ত করতে গিয়ে অনেক সময় টেকনোলনিক্যাল সাপোর্টের অভাবে হিমসিম খায়। আবার অনেক অপরাধের ক্লু উদঘাটন ও অপরাধী শনাক্তে দীর্ঘ সময়েও পারছে না। এসব দিক বিবেচনায় এনে দ্রুত মামলার নিষ্পত্তি করতেই পুলিশের বিশেষায়িত এই বাহিনী গঠন করা হয়েছে।

সূত্র জানায়, ২০১২ সালের ডিসেম্বরে রাজধানীর ধানমন্ডিতে অত্যাধুনিক একটি বাড়ি ভাড়া নিয়ে পিবিআইয়ের সদর দপ্তরের কাজ শুরু হয়। একজন ডিআইজি, এডিশনাল ডিআইজি ও এসপিসহ বিভিন্ন পদায়নে প্রায় সাড়ে ৮শ’ জনবল দিয়ে পিবিআইয়ের কার্যক্রম শুরু হয়। পিবিআইয়ের হেডকোয়াটার্স করার পাশাপাশি দেশের সকল বিভাগের প্রায় ৩২ টি জেলায় পিবিআইয়ের কার্যক্রম চলছে। বাকী অন্য জেলাগুলোতেও পিবিআইয়ের কার্যক্রম শুরু করার প্রক্রিয়া চলছে।

এছাড়া যেকোন অপরাধী আটকের পর নিজস্ব হাজতখানায় রাখার ব্যবস্থার প্রক্রিয়া চলছে। শিগগিরই পিবিআইয়ের নিজস্ব হাজতখানা তৈরি হচ্ছে।

আর এই বাহিনী গঠনের পর থেকে এ পর্যন্ত ৩হাজার মামলার তদন্ত করছে সংস্থার কর্মকর্তরগণ। এরমধ্যে ১২০০ মামলার তদন্ত কাজ নিষ্পত্তি করা হয়েছে। অন্য বাহিনীর চেয়ে দ্রুত তদন্ত কার্যক্রম চালাতে বাহিনীর চৌকশ কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন বলে জানান পিবিআইয়ের এই কর্মকর্তা। এ ব্যাপারে পিবিআই‘র অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল এন্ড মিডিয়া) আসাদুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।