অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘ভিত্তিহীন’ বলছে ইউনূস সেন্টার

ঢাকা: পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে প্রফেসর মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইউনূস সেন্টার।

গত ১৬ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডমীতে অনুষ্ঠিত ‘বেগম জেবুন্নেসা ও কাজী মাহবুবউল্লাহ জণকল্যাণ ট্রাষ্ট পুরষ্কার ২০১৫’ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর জন্য বিশ্ব ব্যাংকের ঋণ বাতিলের কারণ হিসেবে প্রফেসর মুহাম্মদ ইউনূসকে পরোক্ষভাবে দায়ী করেন।

প্রফেসর ইউনূসের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে তার পদ থেকে সরিয়ে দেয়াকে কেন্দ্র করে পদ্মা সেতুর টাকা বন্ধ হয়ে যাবে বলে প্রফেসর ইউনূসের প্ররোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কিছু উর্ধ্বতন কর্মকর্তা তাকে এমন হুমকি দিয়েছিলেন।

মঙ্গলবার রাতে ইউনূস সেন্টারের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর এই ভিত্তিহীন বক্তব্যে আমরা ব্যথিত ও হতাশ হয়েছি।’

বিবৃতিতে বলা হয়, প্রফেসর ইউনূস এ বিষয়ে ইতোমধ্যে তার বক্তব্য দিয়েছেন এবং প্রধানমন্ত্রী যতবারই এই একই অভিযোগ করেছেন ততবারই এ বিষয়ে প্রফেসর ইউনূসের বক্তব্য মিডিয়াতে প্রচারিত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘প্রফেসর ইউনূস তার বক্তব্যে বলেছেন যে, পদ্মা সেতু বাংলাদেশের মানুষের স্বপ্ন এবং এই স্বপ্ন পূরণে তিনি কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারেন না। তার দ্বারা পদ্মা সেতুর ঋণ বাতিল করতে বিশ্ব ব্যাংককে উৎসাহিত করার প্রশ্নই আসে না এবং দেশের স্বার্থের বিরুদ্ধে তিনি এমন কোনো কাজ করতেই পারেন না।’

‘প্রফেসর ইউনূস বাংলাদেশের মানুষের কল্যাণে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে তার সারাটি জীবন উৎসর্গ করেছেন এবং দেশের মানুষের স্বার্থের পরিপন্থী কোনো কাজ তিনি কখনোই করতে পারেন না, ‘বলা হয় বিবৃতিতে।

আর‘পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ও খ্যাতিমান বাংলাদেশিদের একজনের ও তার কর্মের সম্মানহানি করতে এ ধরনের অন্যায় ও ভিত্তিহীন প্রচারণা সত্যিই দুর্ভাগ্যজনক। এটি দুঃখজনক যে, তার বক্তব্যের স্বপক্ষে কখনোই কোনোরকম তথ্য-প্রমাণ উপস্থিত না করে প্রধানমন্ত্রী এই একই অভিযোগ বার বার করে আসছেন।’

‘এটা বলার অপেক্ষা রাখে না যে, দেশের জন্য এবং ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনূসের জন্য প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্যের গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে। এগুলো দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করে।’

‘আমরা আগেও এসব অভিযোগ ও বিষয় সম্পর্কে বিস্তারিত জবাব দিয়েছি। আমাদের সকল বক্তব্য মিডিয়াতে সবিস্তারে প্রচারও করা হয়েছে। আমরা দুঃখিত যে, প্রধানন্ত্রীর পক্ষ থেকে একই অসত্য অভিযোগ বার বার করা হচ্ছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘ভিত্তিহীন’ বলছে ইউনূস সেন্টার

আপডেট টাইম : ০২:৫৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০১৬

ঢাকা: পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে প্রফেসর মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইউনূস সেন্টার।

গত ১৬ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডমীতে অনুষ্ঠিত ‘বেগম জেবুন্নেসা ও কাজী মাহবুবউল্লাহ জণকল্যাণ ট্রাষ্ট পুরষ্কার ২০১৫’ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর জন্য বিশ্ব ব্যাংকের ঋণ বাতিলের কারণ হিসেবে প্রফেসর মুহাম্মদ ইউনূসকে পরোক্ষভাবে দায়ী করেন।

প্রফেসর ইউনূসের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে তার পদ থেকে সরিয়ে দেয়াকে কেন্দ্র করে পদ্মা সেতুর টাকা বন্ধ হয়ে যাবে বলে প্রফেসর ইউনূসের প্ররোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কিছু উর্ধ্বতন কর্মকর্তা তাকে এমন হুমকি দিয়েছিলেন।

মঙ্গলবার রাতে ইউনূস সেন্টারের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর এই ভিত্তিহীন বক্তব্যে আমরা ব্যথিত ও হতাশ হয়েছি।’

বিবৃতিতে বলা হয়, প্রফেসর ইউনূস এ বিষয়ে ইতোমধ্যে তার বক্তব্য দিয়েছেন এবং প্রধানমন্ত্রী যতবারই এই একই অভিযোগ করেছেন ততবারই এ বিষয়ে প্রফেসর ইউনূসের বক্তব্য মিডিয়াতে প্রচারিত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘প্রফেসর ইউনূস তার বক্তব্যে বলেছেন যে, পদ্মা সেতু বাংলাদেশের মানুষের স্বপ্ন এবং এই স্বপ্ন পূরণে তিনি কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারেন না। তার দ্বারা পদ্মা সেতুর ঋণ বাতিল করতে বিশ্ব ব্যাংককে উৎসাহিত করার প্রশ্নই আসে না এবং দেশের স্বার্থের বিরুদ্ধে তিনি এমন কোনো কাজ করতেই পারেন না।’

‘প্রফেসর ইউনূস বাংলাদেশের মানুষের কল্যাণে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে তার সারাটি জীবন উৎসর্গ করেছেন এবং দেশের মানুষের স্বার্থের পরিপন্থী কোনো কাজ তিনি কখনোই করতে পারেন না, ‘বলা হয় বিবৃতিতে।

আর‘পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ও খ্যাতিমান বাংলাদেশিদের একজনের ও তার কর্মের সম্মানহানি করতে এ ধরনের অন্যায় ও ভিত্তিহীন প্রচারণা সত্যিই দুর্ভাগ্যজনক। এটি দুঃখজনক যে, তার বক্তব্যের স্বপক্ষে কখনোই কোনোরকম তথ্য-প্রমাণ উপস্থিত না করে প্রধানমন্ত্রী এই একই অভিযোগ বার বার করে আসছেন।’

‘এটা বলার অপেক্ষা রাখে না যে, দেশের জন্য এবং ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনূসের জন্য প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্যের গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে। এগুলো দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করে।’

‘আমরা আগেও এসব অভিযোগ ও বিষয় সম্পর্কে বিস্তারিত জবাব দিয়েছি। আমাদের সকল বক্তব্য মিডিয়াতে সবিস্তারে প্রচারও করা হয়েছে। আমরা দুঃখিত যে, প্রধানন্ত্রীর পক্ষ থেকে একই অসত্য অভিযোগ বার বার করা হচ্ছে।’