পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

যে সব কোম্পানিতে কাজ করে আরাম

ডেস্ক: অফিসের কাজ করতে করতে ক্লান্তি এলে মনে হয়, একটা বিছানা পেলে একটু শুয়ে নিতাম৷ এমন কিছু কোম্পানি আছে, যারা এভাবেই কর্মচারীদের বিশ্রামের ব্যবস্থা করে থাকে৷ ধ্যান বা যোগব্যায়ামও করা চলে অফিসের মধ্যে এবং অফিসের খরচে৷জামার্নী সংবাদ মাধ্যম ডয়চে ভেলে এমন দশটি কোম্পানির তালিকা প্রকাশ করে। রাইজিংবিডির পাঠকদের জন্য সেরা পাঁচ এরকম আরমপ্রিয় কোম্পানির তথ্য দেওয়া হলো।

অ্যাপল : স্টিভ জবসের জীবনকাহিনি যারা জানেন, তারা এই সব কর্মচারী-বান্ধব কোম্পানির তালিকায় অ্যাপল-এর নাম দেখে খুব একটা আশ্চর্য হবেন না, কেননা স্টিভ জবস নিজেই মেডিটেশন, অর্থাৎ ধ্যান করতেন৷ কাজেই তাঁর কোম্পানিতে কর্মচারীদের জন্য ‘মেডিটেশন রুম’ আছে৷

গুগল : দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানিগুলির মধ্যে একটিতে কাজ করার ঝক্কি কম নয়৷ এই কারণে গুগল যে শুধু ‘মেডিটেশন রুম’ রেখেছে, তা-ই নয়; তার সঙ্গে ন্যাপ প্যাডস, মানে ছোট ছোট বিছানা দেওয়া হয়, যার ওপর শুয়ে একটু ঝিমিয়ে নেওয়া যায়৷

এওএল : এখানে কর্মচারীরা তাদের কাজের সময় নিজেরাই ঠিক করতে পারেন৷ সারা সপ্তাহে একটা নির্দিষ্ট সময় কাজ করতে হয়, সেটা পূরণ করলেই হলো৷ সেজন্য কখনো-সখনো একটানা বারো ঘণ্টাও কাজ করা চলতে পারে৷ মাঝে বিরতি নিয়ে যোগব্যায়ামের ক্লাসে গেলেও ক্ষতি নেই৷

ইয়াহু : যে কোম্পানির নামই ইয়াহু, সেখানে কি আর কর্মচারীরা সব মুখ গোমড়া করে থাকবেন? ইয়াহু-তেও নানা ধরনের কোর্স আছে৷ কর্মচারীরা নিজের সুবিধা অনুযায়ী সেখানে যেতে পারেন ও নতুন কিছু শিখতে পারেন৷

নাইকি : ভাববেন না যেন, নাইকি-র কর্মচারীরা অফিসের জিমে গিয়ে নাইকি জুতো পরে কসরত করা ছাড়া আর কিছু করেন না৷ নাইকি তার কর্মচারীদের ঘুমের জন্য, আবার প্রার্থনা করার জন্য আলাদা আলাদা কামরা রেখেছে৷

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

যে সব কোম্পানিতে কাজ করে আরাম

আপডেট টাইম : ০৩:১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০১৬

ডেস্ক: অফিসের কাজ করতে করতে ক্লান্তি এলে মনে হয়, একটা বিছানা পেলে একটু শুয়ে নিতাম৷ এমন কিছু কোম্পানি আছে, যারা এভাবেই কর্মচারীদের বিশ্রামের ব্যবস্থা করে থাকে৷ ধ্যান বা যোগব্যায়ামও করা চলে অফিসের মধ্যে এবং অফিসের খরচে৷জামার্নী সংবাদ মাধ্যম ডয়চে ভেলে এমন দশটি কোম্পানির তালিকা প্রকাশ করে। রাইজিংবিডির পাঠকদের জন্য সেরা পাঁচ এরকম আরমপ্রিয় কোম্পানির তথ্য দেওয়া হলো।

অ্যাপল : স্টিভ জবসের জীবনকাহিনি যারা জানেন, তারা এই সব কর্মচারী-বান্ধব কোম্পানির তালিকায় অ্যাপল-এর নাম দেখে খুব একটা আশ্চর্য হবেন না, কেননা স্টিভ জবস নিজেই মেডিটেশন, অর্থাৎ ধ্যান করতেন৷ কাজেই তাঁর কোম্পানিতে কর্মচারীদের জন্য ‘মেডিটেশন রুম’ আছে৷

গুগল : দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানিগুলির মধ্যে একটিতে কাজ করার ঝক্কি কম নয়৷ এই কারণে গুগল যে শুধু ‘মেডিটেশন রুম’ রেখেছে, তা-ই নয়; তার সঙ্গে ন্যাপ প্যাডস, মানে ছোট ছোট বিছানা দেওয়া হয়, যার ওপর শুয়ে একটু ঝিমিয়ে নেওয়া যায়৷

এওএল : এখানে কর্মচারীরা তাদের কাজের সময় নিজেরাই ঠিক করতে পারেন৷ সারা সপ্তাহে একটা নির্দিষ্ট সময় কাজ করতে হয়, সেটা পূরণ করলেই হলো৷ সেজন্য কখনো-সখনো একটানা বারো ঘণ্টাও কাজ করা চলতে পারে৷ মাঝে বিরতি নিয়ে যোগব্যায়ামের ক্লাসে গেলেও ক্ষতি নেই৷

ইয়াহু : যে কোম্পানির নামই ইয়াহু, সেখানে কি আর কর্মচারীরা সব মুখ গোমড়া করে থাকবেন? ইয়াহু-তেও নানা ধরনের কোর্স আছে৷ কর্মচারীরা নিজের সুবিধা অনুযায়ী সেখানে যেতে পারেন ও নতুন কিছু শিখতে পারেন৷

নাইকি : ভাববেন না যেন, নাইকি-র কর্মচারীরা অফিসের জিমে গিয়ে নাইকি জুতো পরে কসরত করা ছাড়া আর কিছু করেন না৷ নাইকি তার কর্মচারীদের ঘুমের জন্য, আবার প্রার্থনা করার জন্য আলাদা আলাদা কামরা রেখেছে৷