পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বাহরাইনে সিলিন্ডার বিস্ফোরণ ২ বাংলাদেশি নিহত, আহত ৫

ডেস্ক :বাহরাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ বাংলাদেশি নিহত এবং ৫ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় একাধিক সূত্র এবং ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। নিহত সাজ্জাদ আলী ও মাসুকের বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায়। দুই প্রবাসীর মৃত্যুর খবর তাদের গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে শোকের মাতম চলছে। তাদের লাশগুলোই এখন স্বজনদের একমাত্র চাওয়া। আহত আবদুর নূরসহ অন্য ৫ জনের গ্রামের বাড়িও একই জেলায়। সূত্র মতে, গত ৬ই আগস্ট (শনিবার) স্থানীয় সময় দুপুরে বাহরাইনের উত্তরের প্রাচীনতম জনপদ বুরিতে ওই দুর্ঘটনাটি ঘটে। সেখানে বাংলাদেশি শ্রমিকদের একটি বাসায় রান্না ঘরের গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়।

মুহূর্তের মধ্যেই আগুন বিভিন্ন রুমে ছড়িয়ে পড়ে। ওই সময় বাসায় থাকা বাংলাদেশিরা তাড়াহুড়ো করে বেরিয়ে এলেও ৭ জন অগ্নিদগ্ধ হন। আগুনের লেলিহান শিখায় তাদের শরীরের বেশির ভাগ জলসে যায়। খবর পেয়ে অগ্নিনির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাদের সালমানিয়া হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার উত্তর সাগরনাল গ্রামের মৃত সিদ্দিক মিয়ার কনিষ্ঠ পুত্র সাজ্জাদ আলী চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ভোরে মৃত্যুবরণ করেন। আহত মাসুক মিয়া গতকাল সকালে মারা যাান।

অপর ৫ বাংলাদেশির মধ্যে নিহত সাজ্জাদের এক সহোদর রয়েছেন। তার নাম আবদুুল নূর। তিনিসহ বাকিরা সালমানিয়া হাসপাতালে এখনও চিকিৎসাধীন বলে জানিয়েছেন বাহরাইন প্রবাসী সাংবাদিক এ বিএম বুলবুল আহমদ। তার সরবরাহ করা তথ্য মতে, নিহত সাজ্জাদ ৬ ভাই এক বোনের মধ্যে সবার ছোট। সাজ্জাদ ৬ বছর ধরে দেশটিতে রয়েছেন। প্রায় দু’বছর আগে ছুটিতে গিয়ে তিনি বিয়ে করেন। ৭ মাস বয়সী তার এক শিশু সন্তান রয়েছে। ৬ মাস পর তার ফের ছুটিতে যাওয়ার কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ও মধ্য এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মাসুদুর রহমান দুর্ঘটনার বিষয়ে গতকাল সন্ধ্যায় মানবজমিনকে বলেন, মানামাস্থ বাংলাদেশ দূতাবাস বিষয়টি দেখভাল করছে। এ ঘটনায় একজন নিহত হওয়ার তথ্য ঢাকা পেয়েছে বলে জানান তিনি। দূতাবাসের শ্রম সচিব মহিদুল ইসলাম হাসপাতালের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন এবং ঢাকাকে নিয়মিত রিপোর্ট করছেন। এদিকে স্থানীয় সূত্রও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতার কথা স্বীকার করেছে। জানিয়েছে, দূতাবাস কর্মকর্তারা হতাহতদের দেখতে সালমানিয়া হাসপাতালে যান এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। হতাহত শ্রমিকদের নিয়োগকর্তার সঙ্গেও দূতাবাসের যোগাযোগ রয়েছে। নিহতদের লাশ আইনানুগ সকল ব্যবস্থা শেষে দ্রুত দেশে পাঠানো আয়োজন চলছে। বাহরাইনস্থ জালালাবাদ এসোসিয়েশন দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। সংগঠনের নেতারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। নিহত বাংলাদেশির লাশ দেশে পাঠানোসহ আহতদের চিকিৎসায় তাদের ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে।

বাহরাইনে দুই প্রবাসী নিহত হওয়ার খবরে জেলার জুড়ি উপজেলার দুটি ইউনিয়ন জুড়ে চলছে বোবা কান্না। একে একে প্রতিবেশিরা ভীড় করছেন নিহতদের বাড়িতে। উদ্দেশ্য স্বজন হারানো ওই পরিবার পরিজনকে শান্তনা দেওয়া। বাড়িতে চলছে শোকের মাতম। দূর থেকেই শোনা যাচ্ছে তাদের কান্না আর গুংরানো আওয়াজ। তাদের কান্নায় আকাশ বাতাশ ভারী হয়ে উঠছে। আত্নীয় স্বজন প্রতিবেশীরা কেউ দিতে পারছেন না তাদের প্রিয়জন হারানোর শোক সইবার শান্তনা।

তাদের কান্না আর আহাজারি দেখে অন্যরাও চোখের পানি ধরে রাখতে পারছেন না। এমন শোকের খবর লোক মুখে জানাজানি হওয়াতে আশপাশ গ্রামের লোকজনও ছুটে আসছেন তাদের শোকের সারথী হয়ে একটু শান্তনা দিতে। স্থানীয় বাসিন্ধা ও পারিবারিক সুত্রে জানা যায় আব্দুন নূর ও সাজ্জাদ আলী জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার পুত্র। গত শনিবার দুপুরে বাহরাইনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে তারা দুই ভাইসহ ৭ জন বাংলাদেশী গুরুতর আহত হন। সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ মারা যান। গতকাল মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একই উপজেলার গোয়াল বাড়ী ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের মৃত হাজী আলাউদ্দিনের ছেলে মাসুক আহমদ। তার বাড়িতেও চলছে শোকের মাতম।

আহত অন্যরা হল দক্ষিণ সাগরনাল গ্রামের শামীম আহমদ, ফুলতলা ইউনিয়নের বিরইন তলা গ্রামের সজল মিয়া ও কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের ২ জন প্রবাসী রয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। আহতদের স্বজনরাও উদ্বিগ্ন। তাদের সুস্ততার জন্য দোয়া কামনা করা হয়েছে। এদিকে নিহতদের লাশ কবে দেশে আসবে এনিয়ে তাদের পরিবার ও স্বজনরা দুশ্চিন্তায় রয়েছেন। নিহতদের স্বজনরা সরকারের কাছে লাশ সহজে ও দ্রুত দেশে ফিরে আনার আকুল আবেদন জানান।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

বাহরাইনে সিলিন্ডার বিস্ফোরণ ২ বাংলাদেশি নিহত, আহত ৫

আপডেট টাইম : ১২:০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০১৬

ডেস্ক :বাহরাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ বাংলাদেশি নিহত এবং ৫ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় একাধিক সূত্র এবং ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। নিহত সাজ্জাদ আলী ও মাসুকের বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায়। দুই প্রবাসীর মৃত্যুর খবর তাদের গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে শোকের মাতম চলছে। তাদের লাশগুলোই এখন স্বজনদের একমাত্র চাওয়া। আহত আবদুর নূরসহ অন্য ৫ জনের গ্রামের বাড়িও একই জেলায়। সূত্র মতে, গত ৬ই আগস্ট (শনিবার) স্থানীয় সময় দুপুরে বাহরাইনের উত্তরের প্রাচীনতম জনপদ বুরিতে ওই দুর্ঘটনাটি ঘটে। সেখানে বাংলাদেশি শ্রমিকদের একটি বাসায় রান্না ঘরের গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়।

মুহূর্তের মধ্যেই আগুন বিভিন্ন রুমে ছড়িয়ে পড়ে। ওই সময় বাসায় থাকা বাংলাদেশিরা তাড়াহুড়ো করে বেরিয়ে এলেও ৭ জন অগ্নিদগ্ধ হন। আগুনের লেলিহান শিখায় তাদের শরীরের বেশির ভাগ জলসে যায়। খবর পেয়ে অগ্নিনির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাদের সালমানিয়া হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার উত্তর সাগরনাল গ্রামের মৃত সিদ্দিক মিয়ার কনিষ্ঠ পুত্র সাজ্জাদ আলী চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ভোরে মৃত্যুবরণ করেন। আহত মাসুক মিয়া গতকাল সকালে মারা যাান।

অপর ৫ বাংলাদেশির মধ্যে নিহত সাজ্জাদের এক সহোদর রয়েছেন। তার নাম আবদুুল নূর। তিনিসহ বাকিরা সালমানিয়া হাসপাতালে এখনও চিকিৎসাধীন বলে জানিয়েছেন বাহরাইন প্রবাসী সাংবাদিক এ বিএম বুলবুল আহমদ। তার সরবরাহ করা তথ্য মতে, নিহত সাজ্জাদ ৬ ভাই এক বোনের মধ্যে সবার ছোট। সাজ্জাদ ৬ বছর ধরে দেশটিতে রয়েছেন। প্রায় দু’বছর আগে ছুটিতে গিয়ে তিনি বিয়ে করেন। ৭ মাস বয়সী তার এক শিশু সন্তান রয়েছে। ৬ মাস পর তার ফের ছুটিতে যাওয়ার কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ও মধ্য এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মাসুদুর রহমান দুর্ঘটনার বিষয়ে গতকাল সন্ধ্যায় মানবজমিনকে বলেন, মানামাস্থ বাংলাদেশ দূতাবাস বিষয়টি দেখভাল করছে। এ ঘটনায় একজন নিহত হওয়ার তথ্য ঢাকা পেয়েছে বলে জানান তিনি। দূতাবাসের শ্রম সচিব মহিদুল ইসলাম হাসপাতালের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন এবং ঢাকাকে নিয়মিত রিপোর্ট করছেন। এদিকে স্থানীয় সূত্রও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতার কথা স্বীকার করেছে। জানিয়েছে, দূতাবাস কর্মকর্তারা হতাহতদের দেখতে সালমানিয়া হাসপাতালে যান এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। হতাহত শ্রমিকদের নিয়োগকর্তার সঙ্গেও দূতাবাসের যোগাযোগ রয়েছে। নিহতদের লাশ আইনানুগ সকল ব্যবস্থা শেষে দ্রুত দেশে পাঠানো আয়োজন চলছে। বাহরাইনস্থ জালালাবাদ এসোসিয়েশন দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। সংগঠনের নেতারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। নিহত বাংলাদেশির লাশ দেশে পাঠানোসহ আহতদের চিকিৎসায় তাদের ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে।

বাহরাইনে দুই প্রবাসী নিহত হওয়ার খবরে জেলার জুড়ি উপজেলার দুটি ইউনিয়ন জুড়ে চলছে বোবা কান্না। একে একে প্রতিবেশিরা ভীড় করছেন নিহতদের বাড়িতে। উদ্দেশ্য স্বজন হারানো ওই পরিবার পরিজনকে শান্তনা দেওয়া। বাড়িতে চলছে শোকের মাতম। দূর থেকেই শোনা যাচ্ছে তাদের কান্না আর গুংরানো আওয়াজ। তাদের কান্নায় আকাশ বাতাশ ভারী হয়ে উঠছে। আত্নীয় স্বজন প্রতিবেশীরা কেউ দিতে পারছেন না তাদের প্রিয়জন হারানোর শোক সইবার শান্তনা।

তাদের কান্না আর আহাজারি দেখে অন্যরাও চোখের পানি ধরে রাখতে পারছেন না। এমন শোকের খবর লোক মুখে জানাজানি হওয়াতে আশপাশ গ্রামের লোকজনও ছুটে আসছেন তাদের শোকের সারথী হয়ে একটু শান্তনা দিতে। স্থানীয় বাসিন্ধা ও পারিবারিক সুত্রে জানা যায় আব্দুন নূর ও সাজ্জাদ আলী জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার পুত্র। গত শনিবার দুপুরে বাহরাইনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে তারা দুই ভাইসহ ৭ জন বাংলাদেশী গুরুতর আহত হন। সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ মারা যান। গতকাল মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একই উপজেলার গোয়াল বাড়ী ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের মৃত হাজী আলাউদ্দিনের ছেলে মাসুক আহমদ। তার বাড়িতেও চলছে শোকের মাতম।

আহত অন্যরা হল দক্ষিণ সাগরনাল গ্রামের শামীম আহমদ, ফুলতলা ইউনিয়নের বিরইন তলা গ্রামের সজল মিয়া ও কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের ২ জন প্রবাসী রয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। আহতদের স্বজনরাও উদ্বিগ্ন। তাদের সুস্ততার জন্য দোয়া কামনা করা হয়েছে। এদিকে নিহতদের লাশ কবে দেশে আসবে এনিয়ে তাদের পরিবার ও স্বজনরা দুশ্চিন্তায় রয়েছেন। নিহতদের স্বজনরা সরকারের কাছে লাশ সহজে ও দ্রুত দেশে ফিরে আনার আকুল আবেদন জানান।