অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আসামে অস্ত্র কারখানা, বিপুল আগ্নেয়াস্ত্রসহ আটক ৫

কলকাতা: গোপন সূত্রে খবর ছিল যে দীর্ঘদিন ধরে এলাকার একটি বাড়িতে সন্দেহজনক লোকেদের আনাগোনা বাড়ছে। সেখানে খুবই গোলমাল কাজকর্ম চলছে বলেও পুলিশের কাছে খবর যায়। এরপরই বন্দর এলাকার পুলিশ নজর রাখতে শুরু করে ওই বাড়ির উপর।

অবশেষে, মঙ্গলবার রাতে বাড়িটিতে তল্লাশি চালিয়ে সকলের চক্ষু চড়কগাছ। রবীন্দ্রনগর থানা এলাকার কানখুলির এই বাড়িতে রীতিমতো গজিয়ে উঠেছে বেআইনি আগ্নেয়াস্ত্র কারখানা। খবর ভারতীয় গণমাধ্যমের।

খবরে বলা হয়, ওয়ান শাটার পিস্তল থেকে শুরু করে সিঙ্গল ব্যারেলের পাইপ গান, বিস্ফোরক, ৯ এমএম পিস্তল— কী নেই সেখানে! মোট ১০১ টি বেআইনি রেডিমেড আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। মেলে ৯কিলো বিস্ফোরক।

ঘটনাস্থল থেকেই বাড়ির মালিক আফতাব হোসেনসহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে ৩ জনের বাড়ি মুঙ্গেরে, একজনের বাড়ি ভাগলপুরে। আরও একজনের বাড়ি ক্যানিং-এর বাসন্তীতে।

দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার সাংবাদিক সম্মেলনে জানান, মুঙ্গের থেকে আগতরা সকলেই শ্রমিক। তারা সকলে আগ্নেয়াস্ত্র তৈরি করত। আর এই আগ্নেয়াস্ত্র বিক্রির দায়িত্ব ছিল বাসন্তীর বাসিন্দা মহম্মদ সেলিমের উপরে। আফতাব ছিল এই বেআইনি আগ্নেয়াস্ত্র কারখানার পাণ্ডা।

দুই ২৪ পরগনাসহ হাওড়া, কলকাতায় এই বেআইনি কারখানা থেকে আগ্নেয়াস্ত্র পাচার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। বিহারেও কিছু আগ্নেয়াস্ত্র পাচার হয়েছে বলে দাবি। এর পাশাপাশি অন্য কোনো রাজ্যে আগ্নেয়াস্ত্র পাচার হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ৯৫টি ওয়ান শাটার রিভলবার, ৪টি পাইপগান এবং ২টি নাইন এমএম পিস্তল রয়েছে। গত ২ মাস ধরে এই বেআইনি কারখানা থেকে আগ্নেয়াস্ত্র পাচার করা হয়েছে বলেও জানা গিয়েছে। বেআইনি এই অস্ত্র কারখানা থেকে মিলেছে লেদ মেশিন থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র এবং বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

আসামে অস্ত্র কারখানা, বিপুল আগ্নেয়াস্ত্রসহ আটক ৫

আপডেট টাইম : ০৩:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০১৬

কলকাতা: গোপন সূত্রে খবর ছিল যে দীর্ঘদিন ধরে এলাকার একটি বাড়িতে সন্দেহজনক লোকেদের আনাগোনা বাড়ছে। সেখানে খুবই গোলমাল কাজকর্ম চলছে বলেও পুলিশের কাছে খবর যায়। এরপরই বন্দর এলাকার পুলিশ নজর রাখতে শুরু করে ওই বাড়ির উপর।

অবশেষে, মঙ্গলবার রাতে বাড়িটিতে তল্লাশি চালিয়ে সকলের চক্ষু চড়কগাছ। রবীন্দ্রনগর থানা এলাকার কানখুলির এই বাড়িতে রীতিমতো গজিয়ে উঠেছে বেআইনি আগ্নেয়াস্ত্র কারখানা। খবর ভারতীয় গণমাধ্যমের।

খবরে বলা হয়, ওয়ান শাটার পিস্তল থেকে শুরু করে সিঙ্গল ব্যারেলের পাইপ গান, বিস্ফোরক, ৯ এমএম পিস্তল— কী নেই সেখানে! মোট ১০১ টি বেআইনি রেডিমেড আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। মেলে ৯কিলো বিস্ফোরক।

ঘটনাস্থল থেকেই বাড়ির মালিক আফতাব হোসেনসহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে ৩ জনের বাড়ি মুঙ্গেরে, একজনের বাড়ি ভাগলপুরে। আরও একজনের বাড়ি ক্যানিং-এর বাসন্তীতে।

দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার সাংবাদিক সম্মেলনে জানান, মুঙ্গের থেকে আগতরা সকলেই শ্রমিক। তারা সকলে আগ্নেয়াস্ত্র তৈরি করত। আর এই আগ্নেয়াস্ত্র বিক্রির দায়িত্ব ছিল বাসন্তীর বাসিন্দা মহম্মদ সেলিমের উপরে। আফতাব ছিল এই বেআইনি আগ্নেয়াস্ত্র কারখানার পাণ্ডা।

দুই ২৪ পরগনাসহ হাওড়া, কলকাতায় এই বেআইনি কারখানা থেকে আগ্নেয়াস্ত্র পাচার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। বিহারেও কিছু আগ্নেয়াস্ত্র পাচার হয়েছে বলে দাবি। এর পাশাপাশি অন্য কোনো রাজ্যে আগ্নেয়াস্ত্র পাচার হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ৯৫টি ওয়ান শাটার রিভলবার, ৪টি পাইপগান এবং ২টি নাইন এমএম পিস্তল রয়েছে। গত ২ মাস ধরে এই বেআইনি কারখানা থেকে আগ্নেয়াস্ত্র পাচার করা হয়েছে বলেও জানা গিয়েছে। বেআইনি এই অস্ত্র কারখানা থেকে মিলেছে লেদ মেশিন থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র এবং বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।