অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ঢাবির ‘ক’ ইউনিটের পরীক্ষায় জালিয়াতি, ১৩ জনের জেল

ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করায় ১৩ জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলাকলীন মোবাইল ফোনসহ বিভিন্ন ধরণের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার দায়ে ওই ১৩ জনকে দুই বছর করে কারাদন্ড দেন ঢাকার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবীন্দ্র চাকমা।

রবীন্দ্র চাকমা জানান, সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করায় ১৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে দুই বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে ১০ জন ছাত্র ও ৩ জন ছাত্রী।

ভ্রাম্যমাণ আদালতের অধীনে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন-১৯৮০-এর ৯(খ) ধারায় ওই ১৩ জনকে দুই বছরে করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী জানান, শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলাকলীন সময়ে মোবাইল ফোনসহ বিভিন্ন ধরণের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার দায়ে ওই ১৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের দুই বছর করে কারাদণ্ড দেন।

ঢাবির ক-ইউনিটে ১৭৪৫টি আসনের জন্য মোট ৯০ হাজার ৪২৭ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৮৭টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

ঢাবির ‘ক’ ইউনিটের পরীক্ষায় জালিয়াতি, ১৩ জনের জেল

আপডেট টাইম : ০৪:৪৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০১৬

ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করায় ১৩ জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলাকলীন মোবাইল ফোনসহ বিভিন্ন ধরণের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার দায়ে ওই ১৩ জনকে দুই বছর করে কারাদন্ড দেন ঢাকার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবীন্দ্র চাকমা।

রবীন্দ্র চাকমা জানান, সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করায় ১৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে দুই বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে ১০ জন ছাত্র ও ৩ জন ছাত্রী।

ভ্রাম্যমাণ আদালতের অধীনে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন-১৯৮০-এর ৯(খ) ধারায় ওই ১৩ জনকে দুই বছরে করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী জানান, শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলাকলীন সময়ে মোবাইল ফোনসহ বিভিন্ন ধরণের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার দায়ে ওই ১৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের দুই বছর করে কারাদণ্ড দেন।

ঢাবির ক-ইউনিটে ১৭৪৫টি আসনের জন্য মোট ৯০ হাজার ৪২৭ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৮৭টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।