অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ব্যক্তির দায় প্রতিষ্ঠান নেবে না: সাঈদ খোকন

হকার উচ্ছেদের সময় গুলিবর্ষণকারী ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। সারাক্ষণ নগর ভবনেই ঘোরাফেরা করেন তিনি। অভিযোগ উঠেছে, গুলি চালানোর পাশাপাশি বৃহস্পতিবার লাঠিসোটা বহনকারী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মীদের নিয়ে হকারদের মালামাল তছনছ করার ঘটনারও নায়ক তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। শনিবার দুপুরে গুলিস্তানের নগর ভবন থেকে তোলাঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। শনিবার দুপুরে গুলিস্তানের নগর ভবন থেকে তোলা
সিটি করপোরেশনের কর্মকর্তাদের মতে, তার (সাব্বির) ‘ঘনিষ্ঠ’ কর্তৃপক্ষকে খুশি করার জন্যই তিনি প্রকাশ্যে গুলিবর্ষণ করে হকারদের ওপর হামলায় নেতৃত্ব দেন। কিন্তু তাকে নিয়ে বির্তক শুরু হওয়ায় এখন তার দায়িত্ব কেউ নিতে চাইছে না, এমনকি মেয়রও নন।

গুলিস্তানের ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে শনিবার দুপুরে মেয়র ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে প্রায় দেড় ঘণ্টা সভা করেন। ওই সভায় সাংবাদিকরা ছাত্রলীগ নেতা সাব্বিরের পিস্তল প্রদর্শনের ঘটনা সম্পর্কে জানতে চাইলে মেয়র বলেন, ‘গুলিস্তানে তাৎক্ষণিকভাবে কিছু লোক উচ্ছ্বাসের বশবর্তী হয়ে অনাকাঙ্ক্ষিত বিতর্ক সৃষ্টি করেছে। এটা আমরা সমর্থন করি না। এ ঘটনা একটা মহতি উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করেছে। এ বিষয়ে পুলিশকে বলা আছে, তারা নিজস্ব গতিতে কাজ করছে।’

মেয়র আরও বলেন, ‘আমি সবাইকে বারবার বলছি আইনি কাঠামোতে থেকে যেন সব কিছু করা হয়। এরপরও যদি কেউ কিছু করেন, তাহলে ওই ব্যক্তির দায় প্রতিষ্ঠান নেবে না।’

ঢাকার পরিবর্তন দৃশ্যমান হচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, ‘এটা কারও গাত্রদাহের কারণ হতে পারে। বৃহস্পতিবার নগরভবনে এসে হকারদের বিশৃঙ্খলা সৃষ্টি এবং মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় বোঝা যায়, কোনও ষড়যন্ত্র হয়েছে।’

উচ্ছেদের সময় হকারদের দোকান ভাঙচুর করছে ছাত্রলীগউচ্ছেদের সময় হকারদের দোকান ভাঙচুর করছে ছাত্রলীগ
গুলিস্তানে পাতাল সড়ক নির্মাণ করা হয়েছে পথচারীদের চলাচলের জন্য উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু সেখানকার দোকান মালিকরা তাদের মালামাল রাস্তার ওপর রেখে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করে। এ কারণে বৃহস্পতিবার সেখানে আমাদের ম্যাজিস্ট্রেট যান। তারা জরিমানা করার সময় লাঞ্ছিত হন। পরে তারা নগরভবনে ফিরে আসেন। এরপর কিছু হকার নামধারী লোক নগরভবনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর চড়াও হন। এটা অনাকাঙ্ক্ষিত এবং দুঃসাহসিক কাজ। এ ধরনের ঘটনা যদি ভবিষ্যতে হয় তবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শনিবারের সভায় গুলিস্তানের আড়াই হাজার হকারকে মহানগর নাট্যমঞ্চের খালি জায়গায় অস্থায়ীভাবে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মেয়র। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর আবু আহমেদ মান্নাফী, শহীদুল্লাহ মিনু, ফরিদ উদ্দিন আহমেদ রতন, হাসিবুর রহমান মানিক, হেলেন আক্তার প্রমুখ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গুলিস্তানের ফুটপাত ও সড়ক থেকে হকারদের উচ্ছেদ করে ডিএসসিসি। এই উচ্ছেদ কাজে লাঠিসোটা বহনকারী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মীরা সিটি করপোরেশনকে সহায়তা দেয়। এ সময় ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং ওয়ারি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমানের হাতে পিস্তল দেখা যায়।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

ব্যক্তির দায় প্রতিষ্ঠান নেবে না: সাঈদ খোকন

আপডেট টাইম : ০৪:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০১৬

হকার উচ্ছেদের সময় গুলিবর্ষণকারী ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। সারাক্ষণ নগর ভবনেই ঘোরাফেরা করেন তিনি। অভিযোগ উঠেছে, গুলি চালানোর পাশাপাশি বৃহস্পতিবার লাঠিসোটা বহনকারী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মীদের নিয়ে হকারদের মালামাল তছনছ করার ঘটনারও নায়ক তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। শনিবার দুপুরে গুলিস্তানের নগর ভবন থেকে তোলাঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। শনিবার দুপুরে গুলিস্তানের নগর ভবন থেকে তোলা
সিটি করপোরেশনের কর্মকর্তাদের মতে, তার (সাব্বির) ‘ঘনিষ্ঠ’ কর্তৃপক্ষকে খুশি করার জন্যই তিনি প্রকাশ্যে গুলিবর্ষণ করে হকারদের ওপর হামলায় নেতৃত্ব দেন। কিন্তু তাকে নিয়ে বির্তক শুরু হওয়ায় এখন তার দায়িত্ব কেউ নিতে চাইছে না, এমনকি মেয়রও নন।

গুলিস্তানের ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে শনিবার দুপুরে মেয়র ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে প্রায় দেড় ঘণ্টা সভা করেন। ওই সভায় সাংবাদিকরা ছাত্রলীগ নেতা সাব্বিরের পিস্তল প্রদর্শনের ঘটনা সম্পর্কে জানতে চাইলে মেয়র বলেন, ‘গুলিস্তানে তাৎক্ষণিকভাবে কিছু লোক উচ্ছ্বাসের বশবর্তী হয়ে অনাকাঙ্ক্ষিত বিতর্ক সৃষ্টি করেছে। এটা আমরা সমর্থন করি না। এ ঘটনা একটা মহতি উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করেছে। এ বিষয়ে পুলিশকে বলা আছে, তারা নিজস্ব গতিতে কাজ করছে।’

মেয়র আরও বলেন, ‘আমি সবাইকে বারবার বলছি আইনি কাঠামোতে থেকে যেন সব কিছু করা হয়। এরপরও যদি কেউ কিছু করেন, তাহলে ওই ব্যক্তির দায় প্রতিষ্ঠান নেবে না।’

ঢাকার পরিবর্তন দৃশ্যমান হচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, ‘এটা কারও গাত্রদাহের কারণ হতে পারে। বৃহস্পতিবার নগরভবনে এসে হকারদের বিশৃঙ্খলা সৃষ্টি এবং মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় বোঝা যায়, কোনও ষড়যন্ত্র হয়েছে।’

উচ্ছেদের সময় হকারদের দোকান ভাঙচুর করছে ছাত্রলীগউচ্ছেদের সময় হকারদের দোকান ভাঙচুর করছে ছাত্রলীগ
গুলিস্তানে পাতাল সড়ক নির্মাণ করা হয়েছে পথচারীদের চলাচলের জন্য উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু সেখানকার দোকান মালিকরা তাদের মালামাল রাস্তার ওপর রেখে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করে। এ কারণে বৃহস্পতিবার সেখানে আমাদের ম্যাজিস্ট্রেট যান। তারা জরিমানা করার সময় লাঞ্ছিত হন। পরে তারা নগরভবনে ফিরে আসেন। এরপর কিছু হকার নামধারী লোক নগরভবনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর চড়াও হন। এটা অনাকাঙ্ক্ষিত এবং দুঃসাহসিক কাজ। এ ধরনের ঘটনা যদি ভবিষ্যতে হয় তবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শনিবারের সভায় গুলিস্তানের আড়াই হাজার হকারকে মহানগর নাট্যমঞ্চের খালি জায়গায় অস্থায়ীভাবে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মেয়র। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর আবু আহমেদ মান্নাফী, শহীদুল্লাহ মিনু, ফরিদ উদ্দিন আহমেদ রতন, হাসিবুর রহমান মানিক, হেলেন আক্তার প্রমুখ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গুলিস্তানের ফুটপাত ও সড়ক থেকে হকারদের উচ্ছেদ করে ডিএসসিসি। এই উচ্ছেদ কাজে লাঠিসোটা বহনকারী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মীরা সিটি করপোরেশনকে সহায়তা দেয়। এ সময় ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং ওয়ারি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমানের হাতে পিস্তল দেখা যায়।