পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

‘আমাকে দুই জায়গায় মেলাবেন না’

রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিএ কার্যালয়। সিএসজি স্টেশন মালিকদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বৈঠক। আলোচ্য বিষয়, সিএনজি স্টেশনে ধর্মঘট। কর্মসূচি থেকে সরে আসতে সরকারের অনুরোধের পর তা মেনেও নেন ধর্মঘট আহ্বানকারীরা।
বিকাল সাড়ে তিনটায় ওই বৈঠকে আসার কিছুক্ষণ আগে ওবায়দুল কাদেরের সই করা কেন্দ্রীয় কমিটির নামের তালিকা গণমাধ্যমে পাঠান। তাই এই বৈঠক শেষে গণমাধ্যমকর্মীরা সিএনজি স্টেশনের ধর্মঘট প্রসঙ্গ ছাড়াও জানতে চান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি নিয়ে। কিন্তু মন্ত্রী এ বিষয়ে চুপ। বলেন, এখানে এসেছেন মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে, দলের দায়িত্ব নিয়ে নয়।
ওবায়দুল কাদের একাধারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বেও তিনি। একই দিন দলের কর্মসূচি যেমন থাকে, তেমনি থাকে মন্ত্রণালয়ের কাজও। দলে সাধারণ সম্পাদক পদ পাওয়ার পর তিনি বলেওছিলেন, সড়ক দেখতে গিয়ে দল দেখবেন তিনি।
কিন্তু কার্যক্ষেত্রে এসে ওবায়দুল কাদের জানালেন, দুই দায়িত্বকে আলাদা হিসেবে দেখবেন তিনি। যখন দলের কাজ করবেন, তখন রাজনীতি নিয়ে কথা বলবেন, আবার যখন মন্ত্রণালয়ের কাজ করবেন- তখন রাজনীতি প্রসঙ্গ দূরে থাকবে।
সিএনজি ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে বৈঠক শেষে একজন সংবাদকর্মী বলেন, ‘আজ তো আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা হলো। আপনার বিবেচনায় কেমন হলো কমিটি।’
জবাবে ওবায়দুল কাদের এ বিষয়ে কিছুই বললেন না। বলেন, ‘আমাকে দুই জায়গায় মিলিয়ে ফেলবেন না। আপনারা প্রাসঙ্গিক প্রশ্ন করুন।’
তারপরও কিছু বলুন- আরও একজন সাংবাদিক অনুরোধ করলে ওবায়দুল কাদের বলেন, ‘সেটা এখানে বলবো না, পার্টি অফিসে বলবো।’
এ সময় আরও একজন সাংবাদিক বলেন, ‘পার্টি অফিসে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখানেই আপনাকে পেলাম। আজ না হয় কিছু বললেন।’ তবু মন গললো না সড়ক মন্ত্রীর। বলেন, ‘না এখন (আওয়ামী লীগের) সেক্রেটারি হিসেবে কিছু বলবো না। আমি আপনাদেরকে আনুরোধ করবো, আমি যতক্ষণ দায়িত্বে অছি প্রাসঙ্গিক থাকবেন, প্রসঙ্গ অতিক্রম করবেন না।’
‘আমাকে তো দুই জায়গাই প্রশ্ন করতে পারেন, আমি কখনও আওয়ামী লীগ করতে গিয়ে রাস্তা দেখবো, রাস্তা দেখতে গিয়ে আওয়ামী লীগ করবো। কিন্তু প্রসঙ্গ অতিক্রম করবেন না’ -বলেন ওবায়দুল কাদের। এরপর সাংবাদিকরা ধন্যবাদ দিয়ে এ বিষয়ে আর প্রশ্ন করেননি।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

‘আমাকে দুই জায়গায় মেলাবেন না’

আপডেট টাইম : ০৪:৪৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০১৬

রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিএ কার্যালয়। সিএসজি স্টেশন মালিকদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বৈঠক। আলোচ্য বিষয়, সিএনজি স্টেশনে ধর্মঘট। কর্মসূচি থেকে সরে আসতে সরকারের অনুরোধের পর তা মেনেও নেন ধর্মঘট আহ্বানকারীরা।
বিকাল সাড়ে তিনটায় ওই বৈঠকে আসার কিছুক্ষণ আগে ওবায়দুল কাদেরের সই করা কেন্দ্রীয় কমিটির নামের তালিকা গণমাধ্যমে পাঠান। তাই এই বৈঠক শেষে গণমাধ্যমকর্মীরা সিএনজি স্টেশনের ধর্মঘট প্রসঙ্গ ছাড়াও জানতে চান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি নিয়ে। কিন্তু মন্ত্রী এ বিষয়ে চুপ। বলেন, এখানে এসেছেন মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে, দলের দায়িত্ব নিয়ে নয়।
ওবায়দুল কাদের একাধারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বেও তিনি। একই দিন দলের কর্মসূচি যেমন থাকে, তেমনি থাকে মন্ত্রণালয়ের কাজও। দলে সাধারণ সম্পাদক পদ পাওয়ার পর তিনি বলেওছিলেন, সড়ক দেখতে গিয়ে দল দেখবেন তিনি।
কিন্তু কার্যক্ষেত্রে এসে ওবায়দুল কাদের জানালেন, দুই দায়িত্বকে আলাদা হিসেবে দেখবেন তিনি। যখন দলের কাজ করবেন, তখন রাজনীতি নিয়ে কথা বলবেন, আবার যখন মন্ত্রণালয়ের কাজ করবেন- তখন রাজনীতি প্রসঙ্গ দূরে থাকবে।
সিএনজি ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে বৈঠক শেষে একজন সংবাদকর্মী বলেন, ‘আজ তো আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা হলো। আপনার বিবেচনায় কেমন হলো কমিটি।’
জবাবে ওবায়দুল কাদের এ বিষয়ে কিছুই বললেন না। বলেন, ‘আমাকে দুই জায়গায় মিলিয়ে ফেলবেন না। আপনারা প্রাসঙ্গিক প্রশ্ন করুন।’
তারপরও কিছু বলুন- আরও একজন সাংবাদিক অনুরোধ করলে ওবায়দুল কাদের বলেন, ‘সেটা এখানে বলবো না, পার্টি অফিসে বলবো।’
এ সময় আরও একজন সাংবাদিক বলেন, ‘পার্টি অফিসে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখানেই আপনাকে পেলাম। আজ না হয় কিছু বললেন।’ তবু মন গললো না সড়ক মন্ত্রীর। বলেন, ‘না এখন (আওয়ামী লীগের) সেক্রেটারি হিসেবে কিছু বলবো না। আমি আপনাদেরকে আনুরোধ করবো, আমি যতক্ষণ দায়িত্বে অছি প্রাসঙ্গিক থাকবেন, প্রসঙ্গ অতিক্রম করবেন না।’
‘আমাকে তো দুই জায়গাই প্রশ্ন করতে পারেন, আমি কখনও আওয়ামী লীগ করতে গিয়ে রাস্তা দেখবো, রাস্তা দেখতে গিয়ে আওয়ামী লীগ করবো। কিন্তু প্রসঙ্গ অতিক্রম করবেন না’ -বলেন ওবায়দুল কাদের। এরপর সাংবাদিকরা ধন্যবাদ দিয়ে এ বিষয়ে আর প্রশ্ন করেননি।