পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সীমান্তের ১৩ পয়েন্ট দিয়ে ঢুকছে রোহিঙ্গারা, কাঁদছে মানবতা

ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের কারণে প্রাণ ভয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্তে দলে দলে জড়ো হয়েছে রোহিঙ্গারা। তারা ছোট ছোট দলে ভাগ হয়ে বিজিবির নজরদারির ফাঁকফোকড় দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তারা জানান, রাতের অন্ধকারে গা-ঢাকা দিয়ে কয়েকটি সীমাান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে।

রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়টি নাকচ করে দিয়ে বিজিবির দাবি, বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত এলাকার প্রতিটি পয়েন্টে তারা কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। ্এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশ রোধে তারা সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

এখন পর্যন্ত কোন রোহিঙ্গাদের কোনো দলকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেয়া হয়নি বলে দাবি করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ। তিনি বলেন, বিজিবির সদস্যরা সীমান্তে কঠোর অবস্থান নেওয়ায় রোহিঙ্গারা ঢুকতে পারছে না। দিনরাত সীমান্তের প্রতিটি প্রতিটি পয়েন্টে টহল বলবৎ রাখা হয়েছে। এরমধ্যে রোহিঙ্গাদের একাধিক দল অনুপ্রবেশের চেষ্টা করলে তাদে ফেরত পাঠানে হয়েছে।

বিজিবির এই দাবি প্রত্যাখান করে স্থানীয়রা জানান, প্রতিদিনই রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে দেশে ঢুকে পড়ছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের উনচিপ্রাং, ওয়াব্রাং, জাদিমুরা, হোয়াইক্যং, দমদময়িা, নোয়াপাড়া, ঝমিংখালী, সাবরাং, হ্নীলা, নাজরিপাড়া, শাহপরীর দ্বীপ, খারাংখালী এবং লদো সীমান্তবতী পয়েন্ট দিয়ে কিছু রোহিঙ্গাদের রাতের আধাঁরে বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে অনুপ্রবেশ করছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি পরিবারের লোকজন পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে নৌকা যোগে টেকনাফে অনুপ্রবেশ করে।

মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গারা টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের জেলার নানাস্থান থেকে ধরে এনে ক্যাম্পে ঢুকাচ্ছে।

সম্প্রতি মায়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করা কুতুপালং অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু তৈয়ব নামের এক রোহিঙ্গা জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে সোমবার ভোর রাত থেকে প্রায় ১ হাজার রোহিঙ্গা সপরিবারে বাংলাদেশে প্রবেশ করেছে। এসব রোহিঙ্গাদের বেশিরভাগই কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে। রোহিঙ্গা আবু তৈয়বের সঙ্গে অনুপ্রবেশকারী তার পরিবারের ১১ দস্যকে সাথে দেখা হয়।

কুতুপালং ক্যাম্পে অাশ্রয় নেওয়া মো. ফয়সাল নামের এক অনুপ্রবেশকারী রোহিঙ্গা জানায়, তারা মংডু কেয়ারী পাড়া গ্রামের বাসিন্দা। মিয়ানমার সেনা সদস্যরা তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ায় ৪০ দিন যাবত বিভিন্ন বন জঙ্গলে অবস্থান নেওয়ার পর প্রায় ৬ মাইল পাহাড়ী পথ অতিক্রম করে উনচিপ্রাং সীমান্ত দিয়ে কুতুপালং বস্তিতে আশ্রয় নিয়েছে।

কিভাবে সীমান্ত পার হলেন জানতে চাওয়া হলে ওই রোহিঙ্গা জানান, তারা দালালদের মাধ্যমে নৌকা ভাড়া করে টাকা দিয়ে নাফনদী পার হয়ে কুতুপালং পৌঁছায়। তার পরিবারের অন্য সদস্যরা হচ্ছেন- স্ত্রী আরেফা বেগম (২৫), মেয়ে নুর কেয়াস (১০), ফায়সাল (০৮), নইমা(৭), কবুরা (৫) কাবিনা আকতার (২), মা সবে মেরাজ (৫৫), ভাই জহিরুল ইসলাম (২৫), মোহাম্মদ রফিক (১৮) ও বোন সমুদা খাতুন (১৯)।

এসময় আরো বেশ কয়েকজন অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মধ্যে কামাল আহমদ (৪৫) নামের এক রোহিঙ্গা নাগরিক জানান, তারা একসাথে ২০ পরিবারের শতাধিক রোহিঙ্গা উনচিপ্রাং সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছে।

সুত্রে জানা গেছে, স্থানীয় দালালরা রাতের আধাঁরে রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ১০ হাজার টাকার বিনিময়ে সীমান্তে অনুপ্রবেশ করাচ্ছে। টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী ও নাইট্যংপাড়া ঘাট নিয়ন্ত্রণ করেন, নুরুল আলম বেয়াইয়ের ছেলে ফরিদ উল্লাহ, এনায়েত উল্লাহ, কবির মেম্বার, মো: ইসলাম, শাহপরীরদ্বীপের লম্বা সেলিম, জাদিমুরার আবদুল আমিন, মোহাম্মদ শফি, নুরুল ইসলাম ও মোহাম্মদ হাসান রোহিঙ্গাদের নিয়ে আসছে।

জাদিমুরা দিয়ে স্থানীয় রোহিঙ্গা হাফেজ আমানুল্লাহ, নুর কামাল, মোহাম্মদ তৈয়ব, আবুল হাসিম, কামাল হোছেন, মোহাম্মদ আলী ও মাহবুবুর রহমান রোহিঙ্গাদের রাতের আঁধারে এপাড়ে নিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় মোহাম্মদ হাসিম ও মোহাম্মদ ইয়াছিন জানান, শুক্রবার সকালে নাফ নদী পার হয়ে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়ার জাইল্ল্যার ঘাট দিয়ে প্রায় ২০ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এরমধ্যে বেশ কিছু শিশুও ছিল। বাংলাদেশে প্রবেশ করার পর বিজিবি ও অাইনশৃঙ্খলাবাহিনীর ধাওয়ায় পালাতে গিয়ে তাদের অনেকেই হারিয়ে গেছে। বাবা-মা জানেন না, কোথায় আছে তাদের সন্তান। বেঁচে আছে নাকি মরে গেছে।

অনুসন্ধানে জানা গেছে, টেকনাফ সীমান্তের তুলনামূলক দুর্গম মোট ১৩ টি পয়েন্ট দিয়ে গভীর রাতে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয় বাংলাদেশে প্রবেশ করছে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গারা।

রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির তৎপরতাও চোখে পড়ার মতো। সোমবার রাত ১২ টার পর থেকে মঙ্গলবার সকাল ৭ টা পর্যন্ত টেকনাফ সীমান্তে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে ৮৮ জনসহ ২০ টি নৌকা ভর্তি রোহিঙ্গারা অনুপ্রবেশ চেষ্টা চালায়। বিজিবির টহলদলের সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের ফেরত পাঠিয়েছে।

এর আগে শুক্রবার ভোরে সীমান্তে দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৭৮জন রোহিঙ্গাকে আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানান টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ। তিনি বলেনন, সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির প্রতিটি সদস্য কড়া নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্যমতো কাজ করছে। গত গত তিনদিন টেকনাফ উপজেলার তিনটি পয়েন্টে দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৭৮জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের মানবিক সহযোগিতা দিয়ে স্ব স্ব পয়েন্ট দিয়ে সকালে মিয়ানমারে ফেরত পাঠনো হয়েছে। এদের মধ্যে ৩১ শিশু, ৩০ নারী ও ১৭ পুরুষ ছিল।

অনুপ্রবেশের চেষ্টা করা রোহিঙ্গাদের দলে নারী ও শিশুদের সংখ্যায় বেশি বলে কর্নেল জাহিদ জানান।

তিনি আরো জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিজিবির সচেতনতামূলক সভা করা হচ্ছে এবং স্থানীয় জেলেদের নাফ নদীর শূন্যরেখা অতিক্রম না করে দেশের অভ্যন্তরে মাছ ধরার পাশাপাশি রাতের বেলায় মাছ না ধরতে নির্দেশ দেওয়া হয়েছে। যেকোন এলাকা দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ চেষ্টা দেখলে সঙ্গে সঙ্গে বিজিবিকে অবহিত করার জন্য বলা হচ্ছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ করার কথা আমিও শুনেছি। তবে আমাদের এলাকায় এদের কাউকে দেখছি না। এর বাইরে আর কিছু জানি না।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. শফিউল আলম জানান, সীমান্ত এলাকার রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডকে সতর্ক রাখা হয়েছে। অনুপ্রবেশের সময় প্রতিদিন রোহিঙ্গা ধরাও পড়ছে।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, দালাল চক্রের মাধ্যমে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে। বিশেষ করে উনচিপ্রাং এলাকায় বিজিবি’র চৌকি না থাকার কারণে রোহিঙ্গারা এ পথটি নিরাপদ মনে করে উনচিপ্রাং দিয়ে অনুপ্রবেশ করছে। তিনি দালালদের চিহ্নিত করে জানানোর জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

কোস্টগার্ড টেকনাফ ষ্টেশনের লে. কমান্ডার নাফিউর রহমান বলেন, নাফনদী সীমান্ত এলাকায় আমাদের টহল জোরদার রয়েছে। যাতে করে মিয়ানমারে নাগরিকরা অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, সীমান্ত জুড়ে বিজিবির সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। বিজিবির একার পক্ষে ৬৩কিলোমিটার জলপথের শতভাগ নিরাপত্তা দেওয়া সম্ভব নই। যেসব বিজিবির টহল দিতে পারছে না সেসব পয়েন্ট দিয়ে এলাকায় কিছু স্থানীয় দালালরা রোহিঙ্গাদের কাছ থেকে টাকা নিয়ে বাংলাদেশে ঢুকাচেছ বলে খবর পাওয়া গেছে। রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহযোগিতাকারী দালালদের চিহ্নি করে আটক করা হবে।

তিনি বলেন, টেকনাফের বিভিন্ন গ্রামে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। সন্ধান পাওয়া গেলে তাদের আটক করে স্বদেশে ফেরত পাঠানো হবে। কোনো ভাবে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার সুযোগ নেই।

নব্বুইয়ের দশক থেকে মিয়ানমারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সময় সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা ঘটে চলেছে। দেশটিতে সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বী রোহিঙ্গাদের ওপর দমন-নিপীড়ন ও হত্যাযজ্ঞ বাড়লেই তারা দলে দলে টেকনাফ সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।

১৯৯১ সালে মিয়ানমারের নাসাকা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে প্রায় আড়াই লাখ রোহিঙ্গা শরণার্থী টেকনাফ সীমান্ত হয়ে কক্সবাজারে অনুপ্রবেশ করেন। ২০০৫ সাল পর্যন্ত ২ লাখ ৩০ হাজার রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠানো হলেও তাদের অনেকেই নানা কৌশলে আবার বাংলাদেশে অনুপ্রবেশ করে। এদের একটা অংশ দেশের মূল জনস্রোতে মিশে গেছে। তবে প্রশাসনের তৎপরতায় অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সিংহভাগেরই জায়গা উদ্বাস্তু ক্যাম্পে।

বর্তমানে উখিয়া-টেকনাফের দুটি শরণার্থী শিবিরের পাশাপাশি দুটি বস্তি এবং কক্সবাজার জেলাসহ বিভিন্ন এলাকায় ৫ লাখ রোহিঙ্গা অবৈধভাবে বসবাস করছেন। অনেকে অবৈধভাবে বাংলাদেশের ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। আবার অনেকে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরব, আরব আমিরাত, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন। দেশের বাইরে এরা কোনো অপকর্মে জড়ালে তার দায়-দায়িত্ব বহন করতে হয় বাংলাদেশ সরকারের।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

সীমান্তের ১৩ পয়েন্ট দিয়ে ঢুকছে রোহিঙ্গারা, কাঁদছে মানবতা

আপডেট টাইম : ০৩:১৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০১৬

ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের কারণে প্রাণ ভয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্তে দলে দলে জড়ো হয়েছে রোহিঙ্গারা। তারা ছোট ছোট দলে ভাগ হয়ে বিজিবির নজরদারির ফাঁকফোকড় দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তারা জানান, রাতের অন্ধকারে গা-ঢাকা দিয়ে কয়েকটি সীমাান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে।

রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়টি নাকচ করে দিয়ে বিজিবির দাবি, বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত এলাকার প্রতিটি পয়েন্টে তারা কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। ্এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশ রোধে তারা সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

এখন পর্যন্ত কোন রোহিঙ্গাদের কোনো দলকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেয়া হয়নি বলে দাবি করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ। তিনি বলেন, বিজিবির সদস্যরা সীমান্তে কঠোর অবস্থান নেওয়ায় রোহিঙ্গারা ঢুকতে পারছে না। দিনরাত সীমান্তের প্রতিটি প্রতিটি পয়েন্টে টহল বলবৎ রাখা হয়েছে। এরমধ্যে রোহিঙ্গাদের একাধিক দল অনুপ্রবেশের চেষ্টা করলে তাদে ফেরত পাঠানে হয়েছে।

বিজিবির এই দাবি প্রত্যাখান করে স্থানীয়রা জানান, প্রতিদিনই রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে দেশে ঢুকে পড়ছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের উনচিপ্রাং, ওয়াব্রাং, জাদিমুরা, হোয়াইক্যং, দমদময়িা, নোয়াপাড়া, ঝমিংখালী, সাবরাং, হ্নীলা, নাজরিপাড়া, শাহপরীর দ্বীপ, খারাংখালী এবং লদো সীমান্তবতী পয়েন্ট দিয়ে কিছু রোহিঙ্গাদের রাতের আধাঁরে বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে অনুপ্রবেশ করছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি পরিবারের লোকজন পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে নৌকা যোগে টেকনাফে অনুপ্রবেশ করে।

মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গারা টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের জেলার নানাস্থান থেকে ধরে এনে ক্যাম্পে ঢুকাচ্ছে।

সম্প্রতি মায়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করা কুতুপালং অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু তৈয়ব নামের এক রোহিঙ্গা জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে সোমবার ভোর রাত থেকে প্রায় ১ হাজার রোহিঙ্গা সপরিবারে বাংলাদেশে প্রবেশ করেছে। এসব রোহিঙ্গাদের বেশিরভাগই কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে। রোহিঙ্গা আবু তৈয়বের সঙ্গে অনুপ্রবেশকারী তার পরিবারের ১১ দস্যকে সাথে দেখা হয়।

কুতুপালং ক্যাম্পে অাশ্রয় নেওয়া মো. ফয়সাল নামের এক অনুপ্রবেশকারী রোহিঙ্গা জানায়, তারা মংডু কেয়ারী পাড়া গ্রামের বাসিন্দা। মিয়ানমার সেনা সদস্যরা তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ায় ৪০ দিন যাবত বিভিন্ন বন জঙ্গলে অবস্থান নেওয়ার পর প্রায় ৬ মাইল পাহাড়ী পথ অতিক্রম করে উনচিপ্রাং সীমান্ত দিয়ে কুতুপালং বস্তিতে আশ্রয় নিয়েছে।

কিভাবে সীমান্ত পার হলেন জানতে চাওয়া হলে ওই রোহিঙ্গা জানান, তারা দালালদের মাধ্যমে নৌকা ভাড়া করে টাকা দিয়ে নাফনদী পার হয়ে কুতুপালং পৌঁছায়। তার পরিবারের অন্য সদস্যরা হচ্ছেন- স্ত্রী আরেফা বেগম (২৫), মেয়ে নুর কেয়াস (১০), ফায়সাল (০৮), নইমা(৭), কবুরা (৫) কাবিনা আকতার (২), মা সবে মেরাজ (৫৫), ভাই জহিরুল ইসলাম (২৫), মোহাম্মদ রফিক (১৮) ও বোন সমুদা খাতুন (১৯)।

এসময় আরো বেশ কয়েকজন অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মধ্যে কামাল আহমদ (৪৫) নামের এক রোহিঙ্গা নাগরিক জানান, তারা একসাথে ২০ পরিবারের শতাধিক রোহিঙ্গা উনচিপ্রাং সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছে।

সুত্রে জানা গেছে, স্থানীয় দালালরা রাতের আধাঁরে রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ১০ হাজার টাকার বিনিময়ে সীমান্তে অনুপ্রবেশ করাচ্ছে। টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী ও নাইট্যংপাড়া ঘাট নিয়ন্ত্রণ করেন, নুরুল আলম বেয়াইয়ের ছেলে ফরিদ উল্লাহ, এনায়েত উল্লাহ, কবির মেম্বার, মো: ইসলাম, শাহপরীরদ্বীপের লম্বা সেলিম, জাদিমুরার আবদুল আমিন, মোহাম্মদ শফি, নুরুল ইসলাম ও মোহাম্মদ হাসান রোহিঙ্গাদের নিয়ে আসছে।

জাদিমুরা দিয়ে স্থানীয় রোহিঙ্গা হাফেজ আমানুল্লাহ, নুর কামাল, মোহাম্মদ তৈয়ব, আবুল হাসিম, কামাল হোছেন, মোহাম্মদ আলী ও মাহবুবুর রহমান রোহিঙ্গাদের রাতের আঁধারে এপাড়ে নিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় মোহাম্মদ হাসিম ও মোহাম্মদ ইয়াছিন জানান, শুক্রবার সকালে নাফ নদী পার হয়ে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়ার জাইল্ল্যার ঘাট দিয়ে প্রায় ২০ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এরমধ্যে বেশ কিছু শিশুও ছিল। বাংলাদেশে প্রবেশ করার পর বিজিবি ও অাইনশৃঙ্খলাবাহিনীর ধাওয়ায় পালাতে গিয়ে তাদের অনেকেই হারিয়ে গেছে। বাবা-মা জানেন না, কোথায় আছে তাদের সন্তান। বেঁচে আছে নাকি মরে গেছে।

অনুসন্ধানে জানা গেছে, টেকনাফ সীমান্তের তুলনামূলক দুর্গম মোট ১৩ টি পয়েন্ট দিয়ে গভীর রাতে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয় বাংলাদেশে প্রবেশ করছে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গারা।

রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির তৎপরতাও চোখে পড়ার মতো। সোমবার রাত ১২ টার পর থেকে মঙ্গলবার সকাল ৭ টা পর্যন্ত টেকনাফ সীমান্তে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে ৮৮ জনসহ ২০ টি নৌকা ভর্তি রোহিঙ্গারা অনুপ্রবেশ চেষ্টা চালায়। বিজিবির টহলদলের সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের ফেরত পাঠিয়েছে।

এর আগে শুক্রবার ভোরে সীমান্তে দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৭৮জন রোহিঙ্গাকে আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানান টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ। তিনি বলেনন, সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির প্রতিটি সদস্য কড়া নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্যমতো কাজ করছে। গত গত তিনদিন টেকনাফ উপজেলার তিনটি পয়েন্টে দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৭৮জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের মানবিক সহযোগিতা দিয়ে স্ব স্ব পয়েন্ট দিয়ে সকালে মিয়ানমারে ফেরত পাঠনো হয়েছে। এদের মধ্যে ৩১ শিশু, ৩০ নারী ও ১৭ পুরুষ ছিল।

অনুপ্রবেশের চেষ্টা করা রোহিঙ্গাদের দলে নারী ও শিশুদের সংখ্যায় বেশি বলে কর্নেল জাহিদ জানান।

তিনি আরো জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিজিবির সচেতনতামূলক সভা করা হচ্ছে এবং স্থানীয় জেলেদের নাফ নদীর শূন্যরেখা অতিক্রম না করে দেশের অভ্যন্তরে মাছ ধরার পাশাপাশি রাতের বেলায় মাছ না ধরতে নির্দেশ দেওয়া হয়েছে। যেকোন এলাকা দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ চেষ্টা দেখলে সঙ্গে সঙ্গে বিজিবিকে অবহিত করার জন্য বলা হচ্ছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ করার কথা আমিও শুনেছি। তবে আমাদের এলাকায় এদের কাউকে দেখছি না। এর বাইরে আর কিছু জানি না।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. শফিউল আলম জানান, সীমান্ত এলাকার রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডকে সতর্ক রাখা হয়েছে। অনুপ্রবেশের সময় প্রতিদিন রোহিঙ্গা ধরাও পড়ছে।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, দালাল চক্রের মাধ্যমে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে। বিশেষ করে উনচিপ্রাং এলাকায় বিজিবি’র চৌকি না থাকার কারণে রোহিঙ্গারা এ পথটি নিরাপদ মনে করে উনচিপ্রাং দিয়ে অনুপ্রবেশ করছে। তিনি দালালদের চিহ্নিত করে জানানোর জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

কোস্টগার্ড টেকনাফ ষ্টেশনের লে. কমান্ডার নাফিউর রহমান বলেন, নাফনদী সীমান্ত এলাকায় আমাদের টহল জোরদার রয়েছে। যাতে করে মিয়ানমারে নাগরিকরা অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, সীমান্ত জুড়ে বিজিবির সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। বিজিবির একার পক্ষে ৬৩কিলোমিটার জলপথের শতভাগ নিরাপত্তা দেওয়া সম্ভব নই। যেসব বিজিবির টহল দিতে পারছে না সেসব পয়েন্ট দিয়ে এলাকায় কিছু স্থানীয় দালালরা রোহিঙ্গাদের কাছ থেকে টাকা নিয়ে বাংলাদেশে ঢুকাচেছ বলে খবর পাওয়া গেছে। রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহযোগিতাকারী দালালদের চিহ্নি করে আটক করা হবে।

তিনি বলেন, টেকনাফের বিভিন্ন গ্রামে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। সন্ধান পাওয়া গেলে তাদের আটক করে স্বদেশে ফেরত পাঠানো হবে। কোনো ভাবে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার সুযোগ নেই।

নব্বুইয়ের দশক থেকে মিয়ানমারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সময় সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা ঘটে চলেছে। দেশটিতে সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বী রোহিঙ্গাদের ওপর দমন-নিপীড়ন ও হত্যাযজ্ঞ বাড়লেই তারা দলে দলে টেকনাফ সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।

১৯৯১ সালে মিয়ানমারের নাসাকা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে প্রায় আড়াই লাখ রোহিঙ্গা শরণার্থী টেকনাফ সীমান্ত হয়ে কক্সবাজারে অনুপ্রবেশ করেন। ২০০৫ সাল পর্যন্ত ২ লাখ ৩০ হাজার রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠানো হলেও তাদের অনেকেই নানা কৌশলে আবার বাংলাদেশে অনুপ্রবেশ করে। এদের একটা অংশ দেশের মূল জনস্রোতে মিশে গেছে। তবে প্রশাসনের তৎপরতায় অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সিংহভাগেরই জায়গা উদ্বাস্তু ক্যাম্পে।

বর্তমানে উখিয়া-টেকনাফের দুটি শরণার্থী শিবিরের পাশাপাশি দুটি বস্তি এবং কক্সবাজার জেলাসহ বিভিন্ন এলাকায় ৫ লাখ রোহিঙ্গা অবৈধভাবে বসবাস করছেন। অনেকে অবৈধভাবে বাংলাদেশের ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। আবার অনেকে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরব, আরব আমিরাত, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন। দেশের বাইরে এরা কোনো অপকর্মে জড়ালে তার দায়-দায়িত্ব বহন করতে হয় বাংলাদেশ সরকারের।