পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

জঙ্গলে রাত কাটাচ্ছে রোহিঙ্গারা

ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সেনাবাহিনীর দমন-পীড়নে অঞ্চলটির মাইলের পর মাইল এলাকা এখন জনশূন্য। সেনাবাহিনীর হাত থেকে জীবন বাঁচাতে এখন জঙ্গলে রাত কাটাচ্ছেন সীমান্তবর্তী মংডু শহর ও এর আশপাশের অনেক মানুষ। অনেকেই নদীপথে দেশ ছাড়ার চেষ্টা করছেন। তবে বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি থাকায় এদের বেশির ভাগেরই এখন আশ্রয় হয়েছে জঙ্গলে। মিয়ানমার অবজারভার।

গত ৯ অক্টোবর মিয়ানমার সীমান্তে পুলিশের ফাঁড়িতে অজ্ঞাত ব্যক্তিদের হামলার সূত্র ধরে অঞ্চলটিতে সেনা অভিযান শুরু করে মিয়ানমার সরকার। অস্ত্র উদ্ধার অভিযানের নামে সেনাবাহিনী রোহিঙ্গা মুসলমানদের নিধন শুরু করে। গত কয়েক সপ্তাহে কয়েক শ’ লোক নিহত হয়েছে। ধর্ষণ, লুটপাট, ভাঙচুর ও শিশুদের আগুনে নিক্ষেপের মতো ঘটনা ঘটাচ্ছে মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনী। প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছে রোহিঙ্গারা। পুরো এলাকা সেনাবাহিনী অবরোধ করে রাখায় সেখানে কোন ধরনের ত্রাণ বা চিকিৎসাসামগ্রী প্রবেশ করতে পারছে না। না খেয়ে জঙ্গলে মানবেতর দিন কাটাচ্ছে রোহিঙ্গারা। নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন অনেকে। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আসা মাত্রই ফেরত পাঠাচ্ছে (পুশব্যাক) তাদের। জঙ্গলে চিকিৎসার অভাবে ৯টি নবজাতকের মৃত্যুর খবর দিয়েছে মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম।

মিয়ানমার অবজারভারের খবরে বলা হয়েছে, সাউ রা গাজি বিল, বর গাজি বিল, রা বাই লা ও সা লি ফ্রাং গ্রাম এখন পুরোপুরি জনশূন্য। সোমবার সাউ রা গাজি গ্রামে কালা বানু নামের এক নারীর মাথাবিহীন লাশ পাওয়া গেছে রাস্তার পাশে। হেলিকপ্টার নিয়ে হামলার দিন তার মৃত্যু হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। এই গ্রামগুলোতে গত সপ্তাহে হেলিকপ্টার গানশিপ ও রকেট লঞ্চার দিয়ে হামলা চালায় সেনাবাহিনী। এখানে এক দিনেই মৃত্যু হয় প্রায় ২০০ রোহিঙ্গা মুসলমানের। এ ছাড়া সেনা অভিযানের প্রথম দিকে ধ্বংসস্তূপে পরিণত হওয়া কে রি প্রাং ও কাওয়া বিল এলাকাও এখন অনেকটাই জনশূন্য। দেশ ছেড়ে পালাতে গেলেও তাদের ওপর গুলি করছে নিরাপত্তা বাহিনী। সীমান্ত পার হওয়ার সময় অনেককেই গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। নদীতে স্পিডবোট নিয়ে নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে।

ধর্ষণ, গ্রেফতার ও লুটপাট : গত সোমবারও এলাকার যেসব বাড়িতে এখনো রোহিঙ্গারা আছে সেগুলোতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অবৈধ অভিবাসী অনুসন্ধানের নামে তারা অনেককে গ্রেফতার করেছে। এ দিন গ্রেফতারকৃতদের সংখ্যা ১৫ জন বলে জানা গেছে। তবে সেনাবাহিনী কর্তৃক পুরোপুরি অবরুদ্ধ এলাকাটিতে সাংবাদিক, পর্যবেক্ষকসহ কোনো বহিরাগতকে প্রবেশ করতে না দেয়ায় গ্রেফতার ও নির্যাতনের সঠিক সংখ্যা জানা যাচ্ছে না। মুসলমানদের বেশ কিছু দোকানের তালা ভেঙে লুটপাট করা হয়েছে। নিরীহ গবাদি পশুর পাল লক্ষ্য করেও নির্বিচারে গুলি চালিয়েছে সেনারা। অবশিষ্ট বাড়িগুলোতেও এ দিন আগুন ধরিয়ে দেয় সেনাবাহিনী। অনেক নারী ও তরুণীকে তুলে নিয়েছে বাড়ি থেকে। পরে যাদের অনেকেরই লাশ পাওয়া গেছে মাঠে কিংবা রাস্তার পাশে। সোমবার একসাথে ছয়জনকে তুলে নেয়ার খবর পাওয়া গেছে। তথাকথিত বিদ্রোহীদের সাথে সম্পর্কের অভিযোগে অনেক নারী ও তরুণীকে বাড়ি থেকে তুলে নেয়া হয়েছে। এ ছাড়া গত অক্টোবরে সেনা অভিযান শুরুর পর সেনাবাহিনীর ধর্ষণের শিকার হয়ে গর্ভবর্তী হয়েছেন এমন সাতজনকে শনাক্ত করেছে স্থানীয় সংবাদমাধ্যম।

রোববারও এলাকার একটি মসজিদে প্রবেশ করে সেনাবাহিনী মালামাল লুটপাট করেছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, এ সময় মিয়ানমার সেনাবাহিনীর সদ্যরা পবিত্র কুরআনসহ বিভিন্ন ধর্মীয় বই যত্রতত্র ছুড়ে ফেলে। সেনাসদস্যরা চলে যাওয়ার পর স্থানীয়রা মসজিদের আশপাশে কুরআনের বেশ কিছু পৃষ্ঠা পড়ে থাকতে দেখেছেন।

না দেখার ভান করছে সু চি সরকার : রোহিঙ্গাদের ওপর বর্বরতার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের মধ্যেও চুপ থাকার নীতি গ্রহণ করেছে মিয়ানমার সরকার। নিউ ইয়র্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ১৭ নভেম্বর জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রোহিঙ্গাদের ওপর পরিচালিত নিষ্ঠুরতা নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মিয়ানমারকে আমন্ত্রণ জানানো হয়নি। এতে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিরা রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিমত ব্যক্ত করেছেন। বৈঠকে উপস্থিত মালয়েশিয়ার প্রতিনিধি সেনা অভিযানের নামে বেসামরিক নারী ও শিশুদের ওপর চরম নিষ্ঠুরতা দেখানো হচ্ছে বলে উল্লেøখ করেন। যুক্তরাজ্য রোহিঙ্গাদের ওপর দমন-পীড়নের তীব্র নিন্দা জানিয়েছে। এ ছাড়াও নিউজিল্যান্ড, রাশিয়া, জাপান, ফ্রান্স, মিসর ও সেনেগালের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত থেকে নিষ্ঠুরতার নিন্দা জানিয়েছেন।

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিষ্ঠুর আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসঙ্ঘের সাবেক মহাসচিব কফি আনান। সম্প্রতি জাতিসঙ্ঘ উদ্বাস্তু সংস্থা এক বিবৃতিতে রাখাইন রাজ্যের ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে।

তবে সেনাবাহিনী কর্তৃক হত্যাযজ্ঞে পুরোপুরি চুপ রয়েছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন সরকার। স্থানীয় ও বিশ্ব সম্প্রদায় রাখাইনের ঘটনার বিষয়ে উদ্বেগ আশঙ্কা ও প্রকাশ করলেও দেশটির সরকার বিষয়টি দেখেও না দেখার ভান করছে। এখন পর্যন্ত সেনাবাহিনীর বিরুদ্ধে ওঠা অরাজকতার অভিযোগ সম্পর্কে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কোনো তদন্ত বা ঘটনা যাচাই করে দেখারও আশ্বাস দেয়া হয়নি সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি পার্টির সরকারের পক্ষ থেকে।

রোহিঙ্গা কমিউনিটির পক্ষ থেকে বিষয়টিতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। দেশে ও দেশের বাইরে থেকে অনেকে এ বিষয়ে সোস্যাল মিডিয়ায় প্রচারণা চালাচ্ছেন।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

জঙ্গলে রাত কাটাচ্ছে রোহিঙ্গারা

আপডেট টাইম : ০৩:২১:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০১৬

ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সেনাবাহিনীর দমন-পীড়নে অঞ্চলটির মাইলের পর মাইল এলাকা এখন জনশূন্য। সেনাবাহিনীর হাত থেকে জীবন বাঁচাতে এখন জঙ্গলে রাত কাটাচ্ছেন সীমান্তবর্তী মংডু শহর ও এর আশপাশের অনেক মানুষ। অনেকেই নদীপথে দেশ ছাড়ার চেষ্টা করছেন। তবে বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি থাকায় এদের বেশির ভাগেরই এখন আশ্রয় হয়েছে জঙ্গলে। মিয়ানমার অবজারভার।

গত ৯ অক্টোবর মিয়ানমার সীমান্তে পুলিশের ফাঁড়িতে অজ্ঞাত ব্যক্তিদের হামলার সূত্র ধরে অঞ্চলটিতে সেনা অভিযান শুরু করে মিয়ানমার সরকার। অস্ত্র উদ্ধার অভিযানের নামে সেনাবাহিনী রোহিঙ্গা মুসলমানদের নিধন শুরু করে। গত কয়েক সপ্তাহে কয়েক শ’ লোক নিহত হয়েছে। ধর্ষণ, লুটপাট, ভাঙচুর ও শিশুদের আগুনে নিক্ষেপের মতো ঘটনা ঘটাচ্ছে মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনী। প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছে রোহিঙ্গারা। পুরো এলাকা সেনাবাহিনী অবরোধ করে রাখায় সেখানে কোন ধরনের ত্রাণ বা চিকিৎসাসামগ্রী প্রবেশ করতে পারছে না। না খেয়ে জঙ্গলে মানবেতর দিন কাটাচ্ছে রোহিঙ্গারা। নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন অনেকে। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আসা মাত্রই ফেরত পাঠাচ্ছে (পুশব্যাক) তাদের। জঙ্গলে চিকিৎসার অভাবে ৯টি নবজাতকের মৃত্যুর খবর দিয়েছে মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম।

মিয়ানমার অবজারভারের খবরে বলা হয়েছে, সাউ রা গাজি বিল, বর গাজি বিল, রা বাই লা ও সা লি ফ্রাং গ্রাম এখন পুরোপুরি জনশূন্য। সোমবার সাউ রা গাজি গ্রামে কালা বানু নামের এক নারীর মাথাবিহীন লাশ পাওয়া গেছে রাস্তার পাশে। হেলিকপ্টার নিয়ে হামলার দিন তার মৃত্যু হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। এই গ্রামগুলোতে গত সপ্তাহে হেলিকপ্টার গানশিপ ও রকেট লঞ্চার দিয়ে হামলা চালায় সেনাবাহিনী। এখানে এক দিনেই মৃত্যু হয় প্রায় ২০০ রোহিঙ্গা মুসলমানের। এ ছাড়া সেনা অভিযানের প্রথম দিকে ধ্বংসস্তূপে পরিণত হওয়া কে রি প্রাং ও কাওয়া বিল এলাকাও এখন অনেকটাই জনশূন্য। দেশ ছেড়ে পালাতে গেলেও তাদের ওপর গুলি করছে নিরাপত্তা বাহিনী। সীমান্ত পার হওয়ার সময় অনেককেই গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। নদীতে স্পিডবোট নিয়ে নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে।

ধর্ষণ, গ্রেফতার ও লুটপাট : গত সোমবারও এলাকার যেসব বাড়িতে এখনো রোহিঙ্গারা আছে সেগুলোতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অবৈধ অভিবাসী অনুসন্ধানের নামে তারা অনেককে গ্রেফতার করেছে। এ দিন গ্রেফতারকৃতদের সংখ্যা ১৫ জন বলে জানা গেছে। তবে সেনাবাহিনী কর্তৃক পুরোপুরি অবরুদ্ধ এলাকাটিতে সাংবাদিক, পর্যবেক্ষকসহ কোনো বহিরাগতকে প্রবেশ করতে না দেয়ায় গ্রেফতার ও নির্যাতনের সঠিক সংখ্যা জানা যাচ্ছে না। মুসলমানদের বেশ কিছু দোকানের তালা ভেঙে লুটপাট করা হয়েছে। নিরীহ গবাদি পশুর পাল লক্ষ্য করেও নির্বিচারে গুলি চালিয়েছে সেনারা। অবশিষ্ট বাড়িগুলোতেও এ দিন আগুন ধরিয়ে দেয় সেনাবাহিনী। অনেক নারী ও তরুণীকে তুলে নিয়েছে বাড়ি থেকে। পরে যাদের অনেকেরই লাশ পাওয়া গেছে মাঠে কিংবা রাস্তার পাশে। সোমবার একসাথে ছয়জনকে তুলে নেয়ার খবর পাওয়া গেছে। তথাকথিত বিদ্রোহীদের সাথে সম্পর্কের অভিযোগে অনেক নারী ও তরুণীকে বাড়ি থেকে তুলে নেয়া হয়েছে। এ ছাড়া গত অক্টোবরে সেনা অভিযান শুরুর পর সেনাবাহিনীর ধর্ষণের শিকার হয়ে গর্ভবর্তী হয়েছেন এমন সাতজনকে শনাক্ত করেছে স্থানীয় সংবাদমাধ্যম।

রোববারও এলাকার একটি মসজিদে প্রবেশ করে সেনাবাহিনী মালামাল লুটপাট করেছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, এ সময় মিয়ানমার সেনাবাহিনীর সদ্যরা পবিত্র কুরআনসহ বিভিন্ন ধর্মীয় বই যত্রতত্র ছুড়ে ফেলে। সেনাসদস্যরা চলে যাওয়ার পর স্থানীয়রা মসজিদের আশপাশে কুরআনের বেশ কিছু পৃষ্ঠা পড়ে থাকতে দেখেছেন।

না দেখার ভান করছে সু চি সরকার : রোহিঙ্গাদের ওপর বর্বরতার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের মধ্যেও চুপ থাকার নীতি গ্রহণ করেছে মিয়ানমার সরকার। নিউ ইয়র্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ১৭ নভেম্বর জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রোহিঙ্গাদের ওপর পরিচালিত নিষ্ঠুরতা নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মিয়ানমারকে আমন্ত্রণ জানানো হয়নি। এতে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিরা রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিমত ব্যক্ত করেছেন। বৈঠকে উপস্থিত মালয়েশিয়ার প্রতিনিধি সেনা অভিযানের নামে বেসামরিক নারী ও শিশুদের ওপর চরম নিষ্ঠুরতা দেখানো হচ্ছে বলে উল্লেøখ করেন। যুক্তরাজ্য রোহিঙ্গাদের ওপর দমন-পীড়নের তীব্র নিন্দা জানিয়েছে। এ ছাড়াও নিউজিল্যান্ড, রাশিয়া, জাপান, ফ্রান্স, মিসর ও সেনেগালের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত থেকে নিষ্ঠুরতার নিন্দা জানিয়েছেন।

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিষ্ঠুর আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসঙ্ঘের সাবেক মহাসচিব কফি আনান। সম্প্রতি জাতিসঙ্ঘ উদ্বাস্তু সংস্থা এক বিবৃতিতে রাখাইন রাজ্যের ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে।

তবে সেনাবাহিনী কর্তৃক হত্যাযজ্ঞে পুরোপুরি চুপ রয়েছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন সরকার। স্থানীয় ও বিশ্ব সম্প্রদায় রাখাইনের ঘটনার বিষয়ে উদ্বেগ আশঙ্কা ও প্রকাশ করলেও দেশটির সরকার বিষয়টি দেখেও না দেখার ভান করছে। এখন পর্যন্ত সেনাবাহিনীর বিরুদ্ধে ওঠা অরাজকতার অভিযোগ সম্পর্কে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কোনো তদন্ত বা ঘটনা যাচাই করে দেখারও আশ্বাস দেয়া হয়নি সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি পার্টির সরকারের পক্ষ থেকে।

রোহিঙ্গা কমিউনিটির পক্ষ থেকে বিষয়টিতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। দেশে ও দেশের বাইরে থেকে অনেকে এ বিষয়ে সোস্যাল মিডিয়ায় প্রচারণা চালাচ্ছেন।