পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

আমতলী ও তালতলীর কৃষকদের ভাগ্যবদল

বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী -তালতলীসহ উপকূলীয় এলাকায় এক সময় যে জমি আবাদবিহীন পড়ে থাকত, সে জমিতে এখন সবুজ আর হলুদের সমারহ। আমতলী ও তালতলীর বেশিরভাগ জমিতে বছরে ১ বা ২টি ফসল আবাদ হয়ে থাকে। ফসলের বিন্যাসে এক ফসলী জমি এখন তিন ফসলী জমিতে পরিণত হয়েছে। এতে কৃষকের জমির গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। জমির মূল্য বেড়েছে।

কৃষকের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটেছে। তাদের ভাগ্য বদলে গেছে। সঠিক ফসল বিন্যাসে এখন সেই সব জমি থেকে কৃষক বছরে ৩টি ফসল ফলাচ্ছেন। আমতলী উপজেলার পূর্বচিলার কৃষক কামাল পাশা বলেন, আমন মৌসুমে আমার রোপা আমন জাতের ধান আবাদ করে হেক্টরে সাড়ে ৪ টন ফলন পেয়ে লাভবান হয়েছি। এরপর সূর্যমূখী ,তরমুজ আবাদ করব। হলদিয়ার কৃষক মো. নান্নু প্যাদা , চন্দ্রার কৃষক মস্তফা বলেন, আগে আমরা আমন ধান ও ইরি ধান আবাদ করতাম।

ইরি ধান আবাদে সেচ, সার ও কীটনাশক খরচ বৃদ্ধি পেয়েছে। বাজারে ধানের দাম কম। এ কারণে ইরি চাষ করে লাভ হচ্ছিল না। এ অবস্থায় আমরা জমি চাষাবাদ নিয়ে লোকসানের দুঃশ্চিন্তায় ভুগছিলাম। আমাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও ফসলের নিবিড়তা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি নিয়ে কৃষি গবেষণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তাদের পরামর্শে এখন আমরা একই জমিতে আমন –ইরি, সূর্যমুখী , তরমুজ চাষ করছি। কোন কোন কৃষক সরিষা-মুগডাল-রোপা আমন, ছোলা-বোনা আমন/ছোলা রোপা আমনের আবাদ করছেন। নতুন চাষ পদ্ধতিতে আমরা অধিক ফসল ঘরে তুলে লাভের মুখ দেখছি।

পশ্চাদপদ আমতলী ও তালতলীর এক ফসলী জমি ৩ ফসলী জমিতে পরিণত হয়েছে। কৃষকের জমির গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। জমির মূল্য বেড়েছে। কৃষকের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটেছে। আমতলী উপজেলা কৃর্ষি কর্মকর্তা এস এম বদরুল আলম বলেন, জলবায়ূ পরিবর্তনের ফলে চাষাবাদের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। ইরি বোরো আবাদে প্রচুর সেচের দরকার হয়। দিন দিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে।

পানির অবচয় রোধ করে জমির উর্বরশক্তি ঠিক রেখে পরিবেশে বান্ধব চাষাবাদের জন্য আমরা নতুন ফসল বিন্যাস করেছি। আমাদের ফসল বিন্যাস পদ্ধতিতে একই জমিতে বছরে ৩টি ফসল ফলাতে সময় লাগছে ২শ’ ৯০ থেকে ২৯৫ দিন। বছরে ৬৫ দিন জমি বিরাম পাচ্ছে। এ পদ্ধতিতে ৩ ফসল চাষাবাদ করে কৃষক বাড়তি ফসল ঘরে তুলে লাভবান হচ্ছেন। ডাল, তৈলবীজ, ধানসহ সব ধরনের ফসল উৎপাদন করে কৃষক স্বয়ম্ভরতা অর্জন করছেন। এতে তাদের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন ঘটতে শুরু করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

আমতলী ও তালতলীর কৃষকদের ভাগ্যবদল

আপডেট টাইম : ০৫:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬

বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী -তালতলীসহ উপকূলীয় এলাকায় এক সময় যে জমি আবাদবিহীন পড়ে থাকত, সে জমিতে এখন সবুজ আর হলুদের সমারহ। আমতলী ও তালতলীর বেশিরভাগ জমিতে বছরে ১ বা ২টি ফসল আবাদ হয়ে থাকে। ফসলের বিন্যাসে এক ফসলী জমি এখন তিন ফসলী জমিতে পরিণত হয়েছে। এতে কৃষকের জমির গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। জমির মূল্য বেড়েছে।

কৃষকের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটেছে। তাদের ভাগ্য বদলে গেছে। সঠিক ফসল বিন্যাসে এখন সেই সব জমি থেকে কৃষক বছরে ৩টি ফসল ফলাচ্ছেন। আমতলী উপজেলার পূর্বচিলার কৃষক কামাল পাশা বলেন, আমন মৌসুমে আমার রোপা আমন জাতের ধান আবাদ করে হেক্টরে সাড়ে ৪ টন ফলন পেয়ে লাভবান হয়েছি। এরপর সূর্যমূখী ,তরমুজ আবাদ করব। হলদিয়ার কৃষক মো. নান্নু প্যাদা , চন্দ্রার কৃষক মস্তফা বলেন, আগে আমরা আমন ধান ও ইরি ধান আবাদ করতাম।

ইরি ধান আবাদে সেচ, সার ও কীটনাশক খরচ বৃদ্ধি পেয়েছে। বাজারে ধানের দাম কম। এ কারণে ইরি চাষ করে লাভ হচ্ছিল না। এ অবস্থায় আমরা জমি চাষাবাদ নিয়ে লোকসানের দুঃশ্চিন্তায় ভুগছিলাম। আমাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও ফসলের নিবিড়তা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি নিয়ে কৃষি গবেষণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তাদের পরামর্শে এখন আমরা একই জমিতে আমন –ইরি, সূর্যমুখী , তরমুজ চাষ করছি। কোন কোন কৃষক সরিষা-মুগডাল-রোপা আমন, ছোলা-বোনা আমন/ছোলা রোপা আমনের আবাদ করছেন। নতুন চাষ পদ্ধতিতে আমরা অধিক ফসল ঘরে তুলে লাভের মুখ দেখছি।

পশ্চাদপদ আমতলী ও তালতলীর এক ফসলী জমি ৩ ফসলী জমিতে পরিণত হয়েছে। কৃষকের জমির গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। জমির মূল্য বেড়েছে। কৃষকের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটেছে। আমতলী উপজেলা কৃর্ষি কর্মকর্তা এস এম বদরুল আলম বলেন, জলবায়ূ পরিবর্তনের ফলে চাষাবাদের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। ইরি বোরো আবাদে প্রচুর সেচের দরকার হয়। দিন দিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে।

পানির অবচয় রোধ করে জমির উর্বরশক্তি ঠিক রেখে পরিবেশে বান্ধব চাষাবাদের জন্য আমরা নতুন ফসল বিন্যাস করেছি। আমাদের ফসল বিন্যাস পদ্ধতিতে একই জমিতে বছরে ৩টি ফসল ফলাতে সময় লাগছে ২শ’ ৯০ থেকে ২৯৫ দিন। বছরে ৬৫ দিন জমি বিরাম পাচ্ছে। এ পদ্ধতিতে ৩ ফসল চাষাবাদ করে কৃষক বাড়তি ফসল ঘরে তুলে লাভবান হচ্ছেন। ডাল, তৈলবীজ, ধানসহ সব ধরনের ফসল উৎপাদন করে কৃষক স্বয়ম্ভরতা অর্জন করছেন। এতে তাদের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন ঘটতে শুরু করেছে।