অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

তোপের মুখে গয়েশ্বর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এবারো তোপের মুখে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মনোনীত প্রার্থীর পরাজয়ের কারণ অনুসন্ধানে আয়োজিত বৈঠকে তিনি এ তোপের মুখে পড়েন বলে জানা গেছে। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রভাবশালী তিন নেতাসহ সিটি কর্পোরেশন নির্বাচনের বিভিন্ন দায়িত্ব থাকা নেতা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।

অপরদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামন, সহ-সভাপতি শাহ আলম, সাবেক এমপি গিয়াসউদ্দিন, আবুল কালাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, নাসিক নির্বাচনে দলের পরাজিত প্রার্থী সাখাওয়াত হোসেন খানসহ অনেকে।

বৈঠকে উপস্থিত এক নেতা জানান, নরায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মূল সমন্বয়কারী হিসেবে গয়েশ্বর চন্দ্র রায় দায়িত্বে ছিলেন। কিন্তু তিনি তার কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করেননি বলেই তার ওপর ক্ষোভ প্রকাশ করেন ওইসব নেতা। তারা বলেন, নির্বাচনে সবাইকে সমন্বয় না করে তিনি খবরদারির ভূমিকায় ছিলেন। যাকে ইচ্ছা বকাঝকা করতেন, হুমকি দিতেন। এমনকি নির্বাচনী এলাকায় তেমন সময়ও দিতেন না। যতটুকু সময় তিনি জেলায় অবস্থান করতেন ততক্ষণ তিনি একটি বলয়ের মাঝেই নিজেকে সীমাবদ্ধ রাখতেন। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তিনি কোনো বৈঠক করেননি। এ ছাড়া দলের প্রার্থী বাছাইয়েও তার ভূমিকা নিয়েও সমালোচনামুখর হয়ে ওঠেন নারায়ণগঞ্জ জেলার প্রভাশালী তিন নেতা।

বিএনপি সূত্র জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলের প্রার্থীর অভাবনীয় ভরাডুবির কারণ অনুসন্ধানে চেয়ারপার্সন খালেদা জিয়া মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে দায়িত্ব প্রদান করেন। এর অংশ হিসেবে তিনি মঙ্গলবার এ নিয়ে বৈঠকও আহ্বান করেন। কিন্তু ওইদিন ক্ষমতাসীন দলের একটি রাজনৈতিক কর্মসূচি থাকায় তা বাতিল করে বুধবার বৈঠকের দিনক্ষণ নির্ধারণ করেন।

বৈঠকে গয়েশ্বর চন্দ্র রায়ের একটি বক্তব্যের জের ধরে জেলার নেতারা ক্ষোভ প্রকাশ করেন। গয়েশ্বর চন্দ্র রায় নাসিক নির্বাচনে ভরাডুবির পর জেলার কমিটিতে রদবদলের হুমকি দিয়েছিলেন। এর প্রেক্ষিতে জেলার নেতারা এক ধরনের কৈফিয়ত জানতে চান। এ সময়ে গয়েশ্বর অনেকটা নরম সুরে আগের বক্তব্য থেকে পিছুটান দিয়ে নবীন-প্রবীণের সমন্বয়ে জেলা ও মহানগর কমিটির পক্ষে নিজের মত প্রকাশ করেন। এর পর নাসিক নির্বাচন নিয়ে নানাবিধ আলোচনা করেন নেতারা। নাসিক নির্বাচন নিয়ে সাখাওয়াত হোসেন খান জেলার প্রভাবশালী নেতাদের দিকে ইঙ্গিত করে বলেন, নির্বাচনে তৃণমূল নেতাকর্মীরা আমার সঙ্গে থাকলেও দায়িত্বশীল নেতারা ছিলেন না।

সাবেক এমপি আবুল কালাম বলেন, ২০১১ সালের নাসিক নির্বাচনে আমাকে প্রধান নির্বাচন সমন্বয়কারী বানানো হয়েছিল। কিন্তু এবার আমাকে শুধু বন্দরকেন্দ্রিক দায়িত্ব দেয়া হয়েছে। এর পরও সাখাওয়াত হোসেন আমাদের অতীত অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেননি। তিনি আমাদের কাছে আসেননি। অপরদিকে নির্বাচনের শুরু থেকেই আমাদের কয়েকজনের বিরুদ্ধে নানা অপবাদ দেয়া হয়েছে, চরিত্র হনন করার চেষ্টা করেছে, আমাদের ছোট করা হয়েছে, অপমান করা হয়েছে। এর পরও আমরা প্রার্থীর জন্য কাজ করেছি।

বন্দর উপজেলা চেয়ারম্যান আতউর রহমান মুকুল বলেন, আমাদের প্রার্থী স্থানীয় না হওয়ায় এবং রাজনৈতিকভাবে গ্রহণযোগ্যতা ছিল না বলেই পরাজিত হয়েছে। মাঠে পরিচিতি থাকলে অন্য কিছু হতে পারত।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

তোপের মুখে গয়েশ্বর

আপডেট টাইম : ০৬:৩৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এবারো তোপের মুখে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মনোনীত প্রার্থীর পরাজয়ের কারণ অনুসন্ধানে আয়োজিত বৈঠকে তিনি এ তোপের মুখে পড়েন বলে জানা গেছে। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রভাবশালী তিন নেতাসহ সিটি কর্পোরেশন নির্বাচনের বিভিন্ন দায়িত্ব থাকা নেতা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।

অপরদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামন, সহ-সভাপতি শাহ আলম, সাবেক এমপি গিয়াসউদ্দিন, আবুল কালাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, নাসিক নির্বাচনে দলের পরাজিত প্রার্থী সাখাওয়াত হোসেন খানসহ অনেকে।

বৈঠকে উপস্থিত এক নেতা জানান, নরায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মূল সমন্বয়কারী হিসেবে গয়েশ্বর চন্দ্র রায় দায়িত্বে ছিলেন। কিন্তু তিনি তার কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করেননি বলেই তার ওপর ক্ষোভ প্রকাশ করেন ওইসব নেতা। তারা বলেন, নির্বাচনে সবাইকে সমন্বয় না করে তিনি খবরদারির ভূমিকায় ছিলেন। যাকে ইচ্ছা বকাঝকা করতেন, হুমকি দিতেন। এমনকি নির্বাচনী এলাকায় তেমন সময়ও দিতেন না। যতটুকু সময় তিনি জেলায় অবস্থান করতেন ততক্ষণ তিনি একটি বলয়ের মাঝেই নিজেকে সীমাবদ্ধ রাখতেন। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তিনি কোনো বৈঠক করেননি। এ ছাড়া দলের প্রার্থী বাছাইয়েও তার ভূমিকা নিয়েও সমালোচনামুখর হয়ে ওঠেন নারায়ণগঞ্জ জেলার প্রভাশালী তিন নেতা।

বিএনপি সূত্র জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলের প্রার্থীর অভাবনীয় ভরাডুবির কারণ অনুসন্ধানে চেয়ারপার্সন খালেদা জিয়া মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে দায়িত্ব প্রদান করেন। এর অংশ হিসেবে তিনি মঙ্গলবার এ নিয়ে বৈঠকও আহ্বান করেন। কিন্তু ওইদিন ক্ষমতাসীন দলের একটি রাজনৈতিক কর্মসূচি থাকায় তা বাতিল করে বুধবার বৈঠকের দিনক্ষণ নির্ধারণ করেন।

বৈঠকে গয়েশ্বর চন্দ্র রায়ের একটি বক্তব্যের জের ধরে জেলার নেতারা ক্ষোভ প্রকাশ করেন। গয়েশ্বর চন্দ্র রায় নাসিক নির্বাচনে ভরাডুবির পর জেলার কমিটিতে রদবদলের হুমকি দিয়েছিলেন। এর প্রেক্ষিতে জেলার নেতারা এক ধরনের কৈফিয়ত জানতে চান। এ সময়ে গয়েশ্বর অনেকটা নরম সুরে আগের বক্তব্য থেকে পিছুটান দিয়ে নবীন-প্রবীণের সমন্বয়ে জেলা ও মহানগর কমিটির পক্ষে নিজের মত প্রকাশ করেন। এর পর নাসিক নির্বাচন নিয়ে নানাবিধ আলোচনা করেন নেতারা। নাসিক নির্বাচন নিয়ে সাখাওয়াত হোসেন খান জেলার প্রভাবশালী নেতাদের দিকে ইঙ্গিত করে বলেন, নির্বাচনে তৃণমূল নেতাকর্মীরা আমার সঙ্গে থাকলেও দায়িত্বশীল নেতারা ছিলেন না।

সাবেক এমপি আবুল কালাম বলেন, ২০১১ সালের নাসিক নির্বাচনে আমাকে প্রধান নির্বাচন সমন্বয়কারী বানানো হয়েছিল। কিন্তু এবার আমাকে শুধু বন্দরকেন্দ্রিক দায়িত্ব দেয়া হয়েছে। এর পরও সাখাওয়াত হোসেন আমাদের অতীত অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেননি। তিনি আমাদের কাছে আসেননি। অপরদিকে নির্বাচনের শুরু থেকেই আমাদের কয়েকজনের বিরুদ্ধে নানা অপবাদ দেয়া হয়েছে, চরিত্র হনন করার চেষ্টা করেছে, আমাদের ছোট করা হয়েছে, অপমান করা হয়েছে। এর পরও আমরা প্রার্থীর জন্য কাজ করেছি।

বন্দর উপজেলা চেয়ারম্যান আতউর রহমান মুকুল বলেন, আমাদের প্রার্থী স্থানীয় না হওয়ায় এবং রাজনৈতিকভাবে গ্রহণযোগ্যতা ছিল না বলেই পরাজিত হয়েছে। মাঠে পরিচিতি থাকলে অন্য কিছু হতে পারত।