পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা সিটি নির্বাচন হবে সাংঘাতিক

নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, সোমবারের (৬ মার্চ) ১৪ উপজেলা এবং ৪টি পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আর আসছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হবে সাংঘাতিক প্রতিযোগিতামূলক।

ইসি সচিব নির্বাচন ভবনে তার কার্যালয়ে সোমবারের এ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সার্বিক পরিস্থিতি ব্যাখ্যার সময় এ কথা বলেন।

মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এই নির্বাচন (১৪ উপজেলা ও ৪ পৌরসভা) উপলক্ষে কমিশন বাড়তি সতর্কতা অবলম্বন করেছিল। তাই কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। কোনো অভিযোগও আসেনি। কোথাও নির্বাচনী পরিস্থিতির অবনতি হয়নি। এজন্য নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে ভোটার টার্ন আউট (ভোটদানের হার) ছিল কম।

তিনি বলেন, যেহেতু উপজেলা নির্বাচন এবং এরমধ্যে উপ-নির্বাচন ছিল বেশি, তাই ভোটার উপস্থিতিও ৬০ শতাংশের কম হয়েছে। তবে সামনের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়বে।

সচিব বলেন, কুমিল্লা সিটি নির্বাচন হবে সাংঘাতিক প্রতিযোগিতামূলক। এখানে রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ যেমন থাকবে, তেমনি থাকবে সচেতান ভোটারদের উপস্থিতিও। তাই নির্বাচনটিতে ভোট পড়ার হারও বাড়বে।

আগামী ৯ মার্চ এ নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে ইসি সচিবালয়ের সভাকক্ষে। কমিশন খুবই কঠোর অবস্থানে রয়েছে। কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলেও জানান ইসি সচিব।

আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনেরও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আর গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা ও ইসি সচিব সুন্দরগঞ্জ গিয়েই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে দিক নির্দেশনা দিয়ে আসবেন। এছাড়া কুমিল্লা ও সুনামগঞ্জ গিয়ে বৈঠক করবেন সিইসি।

সচিব বলেন, প্রতিটি নির্বাচনেই আমরা সমান গুরুত্ব দিই। আজকের নির্বাচনেও আমরা সকাল থেকেই উচ্চ পর্যায়ে টিম গঠন করে নির্বাচন পর্যবেক্ষণ করেছি। কোনো ছাড় না দেওয়ার জন্য সার্বক্ষণিক যোগাযোগ করেছে সে টিম।

কুমিল্লা সিটি নির্বাচন যেহেতু বড় নির্বাচন, তাই সেখানের আরও সতর্কতা অবলম্বন করা হবে। যেন কোনোভাবেই কোনো ঝামেলা না হয়। বলেন মোহাম্মদ আবদুল্লাহ।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

কুমিল্লা সিটি নির্বাচন হবে সাংঘাতিক

আপডেট টাইম : ০৬:০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭

নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, সোমবারের (৬ মার্চ) ১৪ উপজেলা এবং ৪টি পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আর আসছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হবে সাংঘাতিক প্রতিযোগিতামূলক।

ইসি সচিব নির্বাচন ভবনে তার কার্যালয়ে সোমবারের এ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সার্বিক পরিস্থিতি ব্যাখ্যার সময় এ কথা বলেন।

মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এই নির্বাচন (১৪ উপজেলা ও ৪ পৌরসভা) উপলক্ষে কমিশন বাড়তি সতর্কতা অবলম্বন করেছিল। তাই কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। কোনো অভিযোগও আসেনি। কোথাও নির্বাচনী পরিস্থিতির অবনতি হয়নি। এজন্য নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে ভোটার টার্ন আউট (ভোটদানের হার) ছিল কম।

তিনি বলেন, যেহেতু উপজেলা নির্বাচন এবং এরমধ্যে উপ-নির্বাচন ছিল বেশি, তাই ভোটার উপস্থিতিও ৬০ শতাংশের কম হয়েছে। তবে সামনের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়বে।

সচিব বলেন, কুমিল্লা সিটি নির্বাচন হবে সাংঘাতিক প্রতিযোগিতামূলক। এখানে রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ যেমন থাকবে, তেমনি থাকবে সচেতান ভোটারদের উপস্থিতিও। তাই নির্বাচনটিতে ভোট পড়ার হারও বাড়বে।

আগামী ৯ মার্চ এ নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে ইসি সচিবালয়ের সভাকক্ষে। কমিশন খুবই কঠোর অবস্থানে রয়েছে। কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলেও জানান ইসি সচিব।

আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনেরও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আর গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা ও ইসি সচিব সুন্দরগঞ্জ গিয়েই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে দিক নির্দেশনা দিয়ে আসবেন। এছাড়া কুমিল্লা ও সুনামগঞ্জ গিয়ে বৈঠক করবেন সিইসি।

সচিব বলেন, প্রতিটি নির্বাচনেই আমরা সমান গুরুত্ব দিই। আজকের নির্বাচনেও আমরা সকাল থেকেই উচ্চ পর্যায়ে টিম গঠন করে নির্বাচন পর্যবেক্ষণ করেছি। কোনো ছাড় না দেওয়ার জন্য সার্বক্ষণিক যোগাযোগ করেছে সে টিম।

কুমিল্লা সিটি নির্বাচন যেহেতু বড় নির্বাচন, তাই সেখানের আরও সতর্কতা অবলম্বন করা হবে। যেন কোনোভাবেই কোনো ঝামেলা না হয়। বলেন মোহাম্মদ আবদুল্লাহ।