অপরাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

ঘরোয়া ফুটবলে অনন্য আবাহনী

বাংলার খবর, ডেস্ক: সানডে চিজোবা যখন ব্যবধান দ্বিগুণ করলেন, তখনো খেলা বাকি। কিন্তু আবাহনী সমর্থকরা তা ভুলেই গেলেন। উত্তর পোস্টে গোল করে এক দৌঁড়ে সানডে চলে এলেন পশ্চিম গ্যালারির দিকে। তাকে গ্যালারির দিকে বেশি এগুতে হয়নি, গ্যালারি থেকেই কয়েকজন ফেন্সিং টপকিয়ে চলে গেলেন মাঠে। ততক্ষণে ভিআইপি গ্যালারি থেকেও একদল সমর্থক যোগ দিলেন সানডের গোল উদযাপনে। মুহূর্তেই এ নাইজেরিয়ান হারিয়ে গেলেন সমর্থকদের ভীড়ে। শেষ বাঁশির পর মাঠের অর্ধেকটাজুড়েই আবাহনীর সমর্থক।

ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠে সমর্থক-অনেকের টিপ্পনি, এটা কী পেশাদার লিগ? ইতিবাচকও দেখলেন কেউ কেউ। দর্শকখরার ফুটবলের করুণ চিত্রটা শুক্রবার সন্ধ্যায় অন্তত মুছে দিলো আবাহনী সমর্থকরা। গ্যালারিতে আকাশি-হলুদ পতাকা ছিল। পটকাও যে ফুটলো। গ্যালারি কানায় কানায় পূর্ণ না হলেও উৎসবের কমতি ছিল না ছয়বারের চ্যাম্পিয়নদের।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভে যাওয়ার পর অন্ধকারে ঢেকে যাওয়া মাঠ আলোকিত রাখলো সমর্থকদের মুঠোফোনগুলো। দুই গোলদাতা নাসির উদ্দিন চৌধুরী ও সানডেকে নিয়ে চললো বিরামহীন সেলফি উৎসব। জিতলেই চ্যাম্পিয়ন-আবাহনী সমর্থকরা উৎসবের প্রস্তুতি নিয়েই এসেছিল। খেলোয়াড়দের গাড়িটি যখন ক্লাবের উদ্দেশ্যে স্টেডিয়াম ত্যাগ করছিল, তখন সেখানে কয়েকশত সমর্থকের জটলা। গাড়ি চালকও বুঝলেন, চালালেন ধীরে ধীরে। সমর্থকদের চ্যাম্পিয়ন হওয়ার উদযাপনটা কিছু সময় দীর্ঘায়িত হলো স্টেডিয়ামেই। ‘আমরা চ্যাম্পিয়ন, আমরা চ্যাম্পিয়ন’ স্লোগানের মধ্যেই বীর খেলোয়াড়দের নিয়ে ধানমন্ডির উদ্দেশ্যে রওয়ানা দিলো আবাহনীর গাড়িটি। শেখ জামালের গাড়ী স্টেডিয়াম ছাড়লো শোকের আবহ নিয়ে।

পেশাদার লিগ শুরুর পর প্রথম তিন আসরেই আবাহনী চ্যাম্পিয়ন। মাঝে আরো দুইবার। শুক্রবার জিতে নামের আগে যোগ করলো ষষ্ঠ চ্যাম্পিয়ন। দেশের ফুটবলে এক সময় তাদের প্রধান প্রতিপক্ষ ছিল মোহামেডান। কিন্তু সাদা-কালোরা এখন নিজেদের ছায়া। বাড়িয়ে বললে তারা এখন অতীতের কঙ্কাল।

অথচ ঘরোয়া ফুটবলে আবাহনী এগিয়ে চলছে আকাশি-হলুদ পতাকা উঁচিয়েই। ১০ টি প্রিমিয়ার লিগের ৬ টিতেই চ্যাম্পিয়ন তারা। অনন্য উচ্চতায় উঠে আবাহনী যেন ছায়ার সঙ্গেই লড়ছে। পিছু ধাওয়া করা শেখ জামালকে আরেক ধাপ পেছনে ফেললো ধানমন্ডির ক্লাবটি। শেখ জামালের শিরোপা ৩টি, অন্যটি শেখ রাসেলের।

আবাহনীর ষষ্ঠ শিরোপা দ্বিতীয় পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের ফসল। শুরু করেছিল সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে হেরে। তারপর টানা ৯ জয়। প্রথম পর্ব আবাহনী শেষ করেছিল তৃতীয় অবস্থানে থেকে। দ্বিতীয় পর্বের মাঝে কোচ দ্রাগো মামিচও চলে গেলেন। তার আগে চিরতরে চলে গেলেন তাদের ঘরের ছেলে অমলেশ সেন। তাইতো ক্লাবের ষষ্ঠ ট্রফিটা অমলেশ সেনকে উৎসর্গ করলেন খেলোয়াড়রা।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

ঘরোয়া ফুটবলে অনন্য আবাহনী

আপডেট টাইম : ০৭:৫৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮

বাংলার খবর, ডেস্ক: সানডে চিজোবা যখন ব্যবধান দ্বিগুণ করলেন, তখনো খেলা বাকি। কিন্তু আবাহনী সমর্থকরা তা ভুলেই গেলেন। উত্তর পোস্টে গোল করে এক দৌঁড়ে সানডে চলে এলেন পশ্চিম গ্যালারির দিকে। তাকে গ্যালারির দিকে বেশি এগুতে হয়নি, গ্যালারি থেকেই কয়েকজন ফেন্সিং টপকিয়ে চলে গেলেন মাঠে। ততক্ষণে ভিআইপি গ্যালারি থেকেও একদল সমর্থক যোগ দিলেন সানডের গোল উদযাপনে। মুহূর্তেই এ নাইজেরিয়ান হারিয়ে গেলেন সমর্থকদের ভীড়ে। শেষ বাঁশির পর মাঠের অর্ধেকটাজুড়েই আবাহনীর সমর্থক।

ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠে সমর্থক-অনেকের টিপ্পনি, এটা কী পেশাদার লিগ? ইতিবাচকও দেখলেন কেউ কেউ। দর্শকখরার ফুটবলের করুণ চিত্রটা শুক্রবার সন্ধ্যায় অন্তত মুছে দিলো আবাহনী সমর্থকরা। গ্যালারিতে আকাশি-হলুদ পতাকা ছিল। পটকাও যে ফুটলো। গ্যালারি কানায় কানায় পূর্ণ না হলেও উৎসবের কমতি ছিল না ছয়বারের চ্যাম্পিয়নদের।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভে যাওয়ার পর অন্ধকারে ঢেকে যাওয়া মাঠ আলোকিত রাখলো সমর্থকদের মুঠোফোনগুলো। দুই গোলদাতা নাসির উদ্দিন চৌধুরী ও সানডেকে নিয়ে চললো বিরামহীন সেলফি উৎসব। জিতলেই চ্যাম্পিয়ন-আবাহনী সমর্থকরা উৎসবের প্রস্তুতি নিয়েই এসেছিল। খেলোয়াড়দের গাড়িটি যখন ক্লাবের উদ্দেশ্যে স্টেডিয়াম ত্যাগ করছিল, তখন সেখানে কয়েকশত সমর্থকের জটলা। গাড়ি চালকও বুঝলেন, চালালেন ধীরে ধীরে। সমর্থকদের চ্যাম্পিয়ন হওয়ার উদযাপনটা কিছু সময় দীর্ঘায়িত হলো স্টেডিয়ামেই। ‘আমরা চ্যাম্পিয়ন, আমরা চ্যাম্পিয়ন’ স্লোগানের মধ্যেই বীর খেলোয়াড়দের নিয়ে ধানমন্ডির উদ্দেশ্যে রওয়ানা দিলো আবাহনীর গাড়িটি। শেখ জামালের গাড়ী স্টেডিয়াম ছাড়লো শোকের আবহ নিয়ে।

পেশাদার লিগ শুরুর পর প্রথম তিন আসরেই আবাহনী চ্যাম্পিয়ন। মাঝে আরো দুইবার। শুক্রবার জিতে নামের আগে যোগ করলো ষষ্ঠ চ্যাম্পিয়ন। দেশের ফুটবলে এক সময় তাদের প্রধান প্রতিপক্ষ ছিল মোহামেডান। কিন্তু সাদা-কালোরা এখন নিজেদের ছায়া। বাড়িয়ে বললে তারা এখন অতীতের কঙ্কাল।

অথচ ঘরোয়া ফুটবলে আবাহনী এগিয়ে চলছে আকাশি-হলুদ পতাকা উঁচিয়েই। ১০ টি প্রিমিয়ার লিগের ৬ টিতেই চ্যাম্পিয়ন তারা। অনন্য উচ্চতায় উঠে আবাহনী যেন ছায়ার সঙ্গেই লড়ছে। পিছু ধাওয়া করা শেখ জামালকে আরেক ধাপ পেছনে ফেললো ধানমন্ডির ক্লাবটি। শেখ জামালের শিরোপা ৩টি, অন্যটি শেখ রাসেলের।

আবাহনীর ষষ্ঠ শিরোপা দ্বিতীয় পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের ফসল। শুরু করেছিল সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে হেরে। তারপর টানা ৯ জয়। প্রথম পর্ব আবাহনী শেষ করেছিল তৃতীয় অবস্থানে থেকে। দ্বিতীয় পর্বের মাঝে কোচ দ্রাগো মামিচও চলে গেলেন। তার আগে চিরতরে চলে গেলেন তাদের ঘরের ছেলে অমলেশ সেন। তাইতো ক্লাবের ষষ্ঠ ট্রফিটা অমলেশ সেনকে উৎসর্গ করলেন খেলোয়াড়রা।