অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে সার কারখানা নির্মানে আগ্রহী চেক প্রজাতন্ত্র : শিল্পমন্ত্রী

বাংলার খবর২৪.কম images_53285 : বাংলাদেশে জ্বালানি সাশ্রয়ী ইউরিয়া সার কারখানা নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে চেক প্রজাতন্ত্র। এজন্য দেশটি সার উৎপাদন শিল্পে বিনা সুদে অর্থায়নের পাশাপাশি বিশ্বমানের প্রযুক্তি সরবরাহ করতেও আগ্রহী বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মিলোস্লাভ স্টেসেক-এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এ সময় দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, শিল্পখাতে বিনিয়োগ, জ্বালানি প্রযুক্তি স্থানান্তরসহ অন্যান্য ইস্যুও আলোচনায় স্থান পায়।

বৈঠকে শিল্পমন্ত্রী বাংলাদেশের শিল্পখাতে বিনিয়োগের জন্য চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বমানের তৈরি পোশাক, চামড়া, ঔষুধ, প্লাস্টিক, সিরামিক, হিমায়িত খাদ্য উৎপাদন করছে। বাংলাদেশি ঔষুধ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক উন্নত দেশে রপ্তানি হচ্ছে। চেক প্রজাতন্ত্র বাংলাদেশ থেকে ওষুধ, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক ও কৃষিজাত পণ্য আমদানি করতে পারে বলেও জানান মন্ত্রী।

শিল্পমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ সরকার শিল্পখাতে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়। এক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। চেক প্রজাতন্ত্রের উদ্যোক্তারা এসব শিল্পাঞ্চলে বিনিয়োগে এগিয়ে আসতে পারে। তিনি জ্বালানি সাশ্রয়ী ইউরিয়া সার কারখানা নির্মাণ ও রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলোর আধুনিকায়নের জন্য বাস্তবসম্মত প্রস্তাব পেশ করতে রাষ্ট্রদূতকে পরামর্শ দেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে জ্বালানি সাশ্রয়ী ইউরিয়া সার কারখানা স্থাপন, চিনিকলের আধুনিকায়ন, যোগাযোগ ও সিভিল এভিয়েশন শিল্পের উন্নয়নখাতে চেক প্রজাতন্ত্র বিনিয়োগ করবে। তিনি বলেন, চেক প্রজাতন্ত্র অত্যন্ত গুণগতমানের হালকা মোটরযান ও সমরাস্ত্র তৈরি করছে। পানি ব্যবস্থাপনা এবং পরিবেশ দূষণরোধেও তাদের বিশ্বমানের প্রযুক্তি রয়েছে। সবুজ শিল্পায়নের লক্ষ্যে বাংলাদেশ এসব পণ্য আমদানি করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

বাংলাদেশে সার কারখানা নির্মানে আগ্রহী চেক প্রজাতন্ত্র : শিল্পমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৪৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম images_53285 : বাংলাদেশে জ্বালানি সাশ্রয়ী ইউরিয়া সার কারখানা নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে চেক প্রজাতন্ত্র। এজন্য দেশটি সার উৎপাদন শিল্পে বিনা সুদে অর্থায়নের পাশাপাশি বিশ্বমানের প্রযুক্তি সরবরাহ করতেও আগ্রহী বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মিলোস্লাভ স্টেসেক-এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এ সময় দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, শিল্পখাতে বিনিয়োগ, জ্বালানি প্রযুক্তি স্থানান্তরসহ অন্যান্য ইস্যুও আলোচনায় স্থান পায়।

বৈঠকে শিল্পমন্ত্রী বাংলাদেশের শিল্পখাতে বিনিয়োগের জন্য চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বমানের তৈরি পোশাক, চামড়া, ঔষুধ, প্লাস্টিক, সিরামিক, হিমায়িত খাদ্য উৎপাদন করছে। বাংলাদেশি ঔষুধ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক উন্নত দেশে রপ্তানি হচ্ছে। চেক প্রজাতন্ত্র বাংলাদেশ থেকে ওষুধ, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক ও কৃষিজাত পণ্য আমদানি করতে পারে বলেও জানান মন্ত্রী।

শিল্পমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ সরকার শিল্পখাতে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়। এক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। চেক প্রজাতন্ত্রের উদ্যোক্তারা এসব শিল্পাঞ্চলে বিনিয়োগে এগিয়ে আসতে পারে। তিনি জ্বালানি সাশ্রয়ী ইউরিয়া সার কারখানা নির্মাণ ও রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলোর আধুনিকায়নের জন্য বাস্তবসম্মত প্রস্তাব পেশ করতে রাষ্ট্রদূতকে পরামর্শ দেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে জ্বালানি সাশ্রয়ী ইউরিয়া সার কারখানা স্থাপন, চিনিকলের আধুনিকায়ন, যোগাযোগ ও সিভিল এভিয়েশন শিল্পের উন্নয়নখাতে চেক প্রজাতন্ত্র বিনিয়োগ করবে। তিনি বলেন, চেক প্রজাতন্ত্র অত্যন্ত গুণগতমানের হালকা মোটরযান ও সমরাস্ত্র তৈরি করছে। পানি ব্যবস্থাপনা এবং পরিবেশ দূষণরোধেও তাদের বিশ্বমানের প্রযুক্তি রয়েছে। সবুজ শিল্পায়নের লক্ষ্যে বাংলাদেশ এসব পণ্য আমদানি করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।