পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আজও হাজার হাজার পোশাক শ্রমিকদের ভিড়

ডেস্ক:মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে গত কয়েকদিনের মতো আজও পোশাক শ্রমিকদের ভিড় দেখা গেছে। রোববার (৩ মে) সকালে দেখা গেছে কাঁঠালবাড়ি ঘাট থেকে গাদাগাদি করে ফেরিতে উঠে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে নেমে ঢাকার দিকে যাচ্ছেন তারা।

এদিন সকাল ৯টার দিকে রো-রো ফেরি শাহ পরান, ফেরি যমুনা ও ফেরি কাকলীতে চড়ে অন্তত দুই হাজার পোশাক শ্রমিক পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে এসে পৌঁছান।

জেলার লৌহজংয়ের মাওয়াস্থ শিমুলিয়া ঘাটের ম্যানেজার সাফায়েত আহমেদ এ সব তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট থেকে ঢাকা বা নারায়ণগঞ্জে যেতে চরম বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। একদিকে গাড়ি বন্ধ, অন্যদিকে কারখানা খোলায় ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের।

শিমুলিয়া ঘাটে বাস না থাকায় বেশি ভাড়ায় শ্রমিকরা মিশুক ও সিএনজি চালিত অটোরিকশা করে আবার কেউ পায়ে হেঁটেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। কেউ কেউ ঠাসাঠাসি করে পিকআপ ভাড়া করে যাচ্ছেন।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, সকাল থেকে শ্রমজীবী মানুষকে ফেরিতে নদী পার হতে দেখেছি। তিনটি ফেরিতেই মানুষের চাপ বেশি ছিল। সব মিলিয়ে আনুমানিক দুই হাজার শ্রমজীবী মানুষ নদী পার হয়ে ঢাকার উদ্দেশ্যে নিজ কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কাঁঠালবাড়ী ঘাটে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। তারা তাদের পরিচয় নিশ্চিত হয়েই শ্রমিকদের তুলে দিয়েছেন বলে জানান তিনি।

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, মহাসড়কে কোনো ছোট পরিবহন চলাচলের অনুমতি আমরা দেই না। তারপরও অনেকে ছোট বাহনে করে অনেক রাস্তা ঘুরে ঢাকার বাবু বাজারের দিকে যায়। সেখান থেকে পরিবহন পাল্টে গন্তব্যে রওনা দেন গার্মেন্টস কর্মীরা।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, ফেরির ও ট্রলারে করে পদ্মা নদী পাড়ি দিয়ে কাঁঠালবাড়ি থেকে শিমুলিয়াঘাট হয়ে ঢাকায় যাচ্ছেন গার্মেন্টস কর্মীরা।

এদিকে, ঢাকাগামী এক গার্মেন্টস শ্রমিক আলাউদ্দিন শেখ বলেন, লকডাউনের মধ্যে মানুষ ঘরে থাকে। আর আমাদের কারখানা খোলার ঘোষণা দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে রেখেছে। যত কষ্টই হোক কর্মস্থলে পৌঁছাতেই হবে। তা নাহলে চাকরি থেকে বিদায় করে দেবে। তখন কী করে খাবো?

শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, ঢাকা-নারায়ণগঞ্জে গার্মেন্টসকর্মীরা চাকরিতে যোগ দিতে ছুটে যাচ্ছেন। তবে সামাজিক দূরত্ব মানতে দেখা যাচ্ছে না কাউকেই।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আজও হাজার হাজার পোশাক শ্রমিকদের ভিড়

আপডেট টাইম : ০৯:৩৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২০

ডেস্ক:মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে গত কয়েকদিনের মতো আজও পোশাক শ্রমিকদের ভিড় দেখা গেছে। রোববার (৩ মে) সকালে দেখা গেছে কাঁঠালবাড়ি ঘাট থেকে গাদাগাদি করে ফেরিতে উঠে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে নেমে ঢাকার দিকে যাচ্ছেন তারা।

এদিন সকাল ৯টার দিকে রো-রো ফেরি শাহ পরান, ফেরি যমুনা ও ফেরি কাকলীতে চড়ে অন্তত দুই হাজার পোশাক শ্রমিক পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে এসে পৌঁছান।

জেলার লৌহজংয়ের মাওয়াস্থ শিমুলিয়া ঘাটের ম্যানেজার সাফায়েত আহমেদ এ সব তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট থেকে ঢাকা বা নারায়ণগঞ্জে যেতে চরম বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। একদিকে গাড়ি বন্ধ, অন্যদিকে কারখানা খোলায় ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের।

শিমুলিয়া ঘাটে বাস না থাকায় বেশি ভাড়ায় শ্রমিকরা মিশুক ও সিএনজি চালিত অটোরিকশা করে আবার কেউ পায়ে হেঁটেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। কেউ কেউ ঠাসাঠাসি করে পিকআপ ভাড়া করে যাচ্ছেন।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, সকাল থেকে শ্রমজীবী মানুষকে ফেরিতে নদী পার হতে দেখেছি। তিনটি ফেরিতেই মানুষের চাপ বেশি ছিল। সব মিলিয়ে আনুমানিক দুই হাজার শ্রমজীবী মানুষ নদী পার হয়ে ঢাকার উদ্দেশ্যে নিজ কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কাঁঠালবাড়ী ঘাটে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। তারা তাদের পরিচয় নিশ্চিত হয়েই শ্রমিকদের তুলে দিয়েছেন বলে জানান তিনি।

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, মহাসড়কে কোনো ছোট পরিবহন চলাচলের অনুমতি আমরা দেই না। তারপরও অনেকে ছোট বাহনে করে অনেক রাস্তা ঘুরে ঢাকার বাবু বাজারের দিকে যায়। সেখান থেকে পরিবহন পাল্টে গন্তব্যে রওনা দেন গার্মেন্টস কর্মীরা।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, ফেরির ও ট্রলারে করে পদ্মা নদী পাড়ি দিয়ে কাঁঠালবাড়ি থেকে শিমুলিয়াঘাট হয়ে ঢাকায় যাচ্ছেন গার্মেন্টস কর্মীরা।

এদিকে, ঢাকাগামী এক গার্মেন্টস শ্রমিক আলাউদ্দিন শেখ বলেন, লকডাউনের মধ্যে মানুষ ঘরে থাকে। আর আমাদের কারখানা খোলার ঘোষণা দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে রেখেছে। যত কষ্টই হোক কর্মস্থলে পৌঁছাতেই হবে। তা নাহলে চাকরি থেকে বিদায় করে দেবে। তখন কী করে খাবো?

শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, ঢাকা-নারায়ণগঞ্জে গার্মেন্টসকর্মীরা চাকরিতে যোগ দিতে ছুটে যাচ্ছেন। তবে সামাজিক দূরত্ব মানতে দেখা যাচ্ছে না কাউকেই।