অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

লকডাউন শিথিলে : ভারতে ২৪ ঘন্টায় প্রায় ২০০ জনের মৃত্যু কিসের ইঙ্গিত?

ডেস্কঃ ভারতে একদিনে প্রায় ২০০ মৃত্যু কিসের ইঙ্গিত?
ভারতে করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর গত ২৪ ঘণ্টায় একলাফে প্রায় নতুন চার হাজার পজিটিভ রোগী শনাক্ত হয়েছে এবং মারাও গেছে প্রায় ২০০ জন।
নতুন আক্রান্তের সংখ্যা আর মৃত্যুর হিসাব– দু’দিক থেকেই যে কোনও একদিনে ভারতে এটি নতুন রেকর্ড। এই রেকর্ড পাঁচ-ছয়দিন ধরে ক্রমাগত ভাঙছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শুধু মহারাষ্ট্রেই দেড় হাজারের বেশি এবং তামিলনাড়ুতে সোয়া পাঁচশ’ নতুন রোগীর সন্ধান মিলেছে।
দুই দফায় ৪০ দিনের লকডাউন শেষে ভারত যখন কিছুটা শিথিল তৃতীয় পর্বের লকডাউনে প্রবেশ করেছে, তখন সে দেশে এই ঊর্ধ্বমুখী গ্রাফ কিসের ইঙ্গিত?
মার্চের শুরুর দিকে ভারতে যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দিনে মাত্র ২-৩ জন বাড়ছিল, মে মাসের প্রথম সপ্তাহে এসে সেটা এখন বাড়ছে দুই হাজারের ওপর। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সব রেকর্ড ভেঙে শুধু একদিনেই ৩৯০০ নতুন রোগী পাওয়া গেছে। মারাও গেছেন অন্তত ১৯৫ জন।
নতুন রোগীদের বেশিরভাগই শনাক্ত হয়েছেন মহারাষ্ট্রে; ভারতে করোনাভাইরাসের পটভূমিতে এই রাজ্যের পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেই সঙ্গে দ্রুত পরিস্থিতির অবনতি হচ্ছে তামিলনাডু ও পাঞ্জাবেও।
কিন্তু একদিনে হঠাৎ করে এতটা বৃদ্ধি– তাহলে কি ভারত এই ভাইরাসের কমিউনিটি সংক্রমণ পর্বে ঢুকে পড়েছে? চিকিৎসা বিজ্ঞানী ডা. বি কে পল ভারতের নীতি আয়োগের সদস্য এবং করোনা মোকাবেলায় তৈরি এমপাওয়ারড কমিটিরও প্রধান।
বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে কিনা আমি সে ব্যাপারে মন্তব্য করব না। তবে এটা মনে রাখতে হবে ভারত কিন্তু এখনও একটা কনটেইনমেন্ট স্ট্র্যাটেজি নিয়েই এগোচ্ছে। আর সেটা দিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে।
‘যদি আমরা কমিউনিটি সংক্রমণে ঢুকে পড়তাম– তাহলে আমাদের মিটিগেশন স্ট্র্যাটেজিতে ঝুঁকতে হতো, অর্থাৎ মৃত্যুর সংখ্যা যতটা কম রাখা যায় সেটা দেখতে হতো। তবে এখনও আমরা স্থানীয়ভাবে, কনট্যাক্টদের ট্রেস করে ও বিভিন্ন জোনে ভাগ করেই রোগটাকে আটকাতে পারছি।’ব্রুকিংস ইন্ডিয়ার গবেষণা প্রধান ডা. শামিকা রাভি বলছেন, এপ্রিল থেকে ভারতের করোনাভাইরাস ড্যাশবোর্ডে যে ইঙ্গিতগুলো দেখা যাচ্ছে, তাতে এই আচমকা বৃদ্ধি অস্বাভাবিক কিছু নয়।
বরং চলতি মে মাসের মাঝামাঝি– অর্থাৎ আর দশ দিনের ভেতরেই ভারতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে বলে তার বিশ্বাস। ডা. রাভির কথায়, শুরুতে যেমন একটা পাল্টা যুক্তি দেয়া হচ্ছিল যে সরকার হাত গুটিয়ে বসে থাকলে এতদিনে মোট রোগীর সংখ্যা ১৩ লাখ ছাড়িয়ে যেত। তবে সরকারও চুপচাপ বসে থাকেনি, মানুষও অনেক সাবধানতা দেখিয়েছে।
‘তবু তারপরও এপ্রিলের মাঝামাঝি থেকে যে ট্রেন্ড আমরা দেখছি তাতে মে-র মাঝামাঝি রোগীর সংখ্যা ১ লাখ ১০ হাজারের কাছাকাছি হওয়ার কথা, কারণ এক্সপোনেনশিয়াল গ্রোথের প্রকৃতিটাই তাই।’

তিনি বলেন, এখন সেটা হবে কিনা, তা অনেকটা নির্ভর করছে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলো কতটা শক্ত হাতে কনটেইনমেন্ট বলবৎ করতে পারে। আর তাই সতর্ক নজর রাখতে হবে মুম্বাই, পুনে, সুরাট বা আহমেদাবাদের মতো হটস্পটগুলোর ওপর। কিন্তু গতকাল থেকে শুরু হওয়া তৃতীয় পর্বের লকডাউনে উল্টো অনেক কিছুই শিথিল করা হয়েছে।যেমন দিল্লি, ব্যাঙ্গালুরু বা কলকাতায় দেড়মাস পর খোলা মদের দোকানগুলোয় পছন্দের পানীয় কিনতে ভিড় করেছেন হাজার হাজার মানুষ।

ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সরাসরি বলছেন, রেড জোনের ভেতরে আমরা যারা আছি তাদের এখনও স্বাধীনতা ফিরিয়ে দেয়ার সময় কিন্তু আসেনি। আর মদের দোকানের সামনে যে দৃশ্য আমরা কাল দেখেছি, তাতে বলতেই হচ্ছে রাজ্য সরকারগুলোকে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে কোন পরিষেবা আমরা খুলব, আর কোনটা খুলব না।

মদ কিনতে মানুষকে নিরুৎসাহিত করতে দিল্লি সরকার আজ রাতারাতি অ্যালকোহলের ওপর ৭০% বাড়তি কর বসিয়েছে, যার নাম দেয়া হয়েছে স্পেশাল করোনা ট্যাক্স। মদের দাম বাড়িয়েছে পশ্চিমবঙ্গ বা অন্ধ্রপ্রদেশ সরকারও। কিন্তু তারপরও দোকানের সামনে গাদাগাদি ভিড় কমেনি। বিবিসি বাংলা।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

লকডাউন শিথিলে : ভারতে ২৪ ঘন্টায় প্রায় ২০০ জনের মৃত্যু কিসের ইঙ্গিত?

আপডেট টাইম : ০৭:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০

ডেস্কঃ ভারতে একদিনে প্রায় ২০০ মৃত্যু কিসের ইঙ্গিত?
ভারতে করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর গত ২৪ ঘণ্টায় একলাফে প্রায় নতুন চার হাজার পজিটিভ রোগী শনাক্ত হয়েছে এবং মারাও গেছে প্রায় ২০০ জন।
নতুন আক্রান্তের সংখ্যা আর মৃত্যুর হিসাব– দু’দিক থেকেই যে কোনও একদিনে ভারতে এটি নতুন রেকর্ড। এই রেকর্ড পাঁচ-ছয়দিন ধরে ক্রমাগত ভাঙছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শুধু মহারাষ্ট্রেই দেড় হাজারের বেশি এবং তামিলনাড়ুতে সোয়া পাঁচশ’ নতুন রোগীর সন্ধান মিলেছে।
দুই দফায় ৪০ দিনের লকডাউন শেষে ভারত যখন কিছুটা শিথিল তৃতীয় পর্বের লকডাউনে প্রবেশ করেছে, তখন সে দেশে এই ঊর্ধ্বমুখী গ্রাফ কিসের ইঙ্গিত?
মার্চের শুরুর দিকে ভারতে যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দিনে মাত্র ২-৩ জন বাড়ছিল, মে মাসের প্রথম সপ্তাহে এসে সেটা এখন বাড়ছে দুই হাজারের ওপর। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সব রেকর্ড ভেঙে শুধু একদিনেই ৩৯০০ নতুন রোগী পাওয়া গেছে। মারাও গেছেন অন্তত ১৯৫ জন।
নতুন রোগীদের বেশিরভাগই শনাক্ত হয়েছেন মহারাষ্ট্রে; ভারতে করোনাভাইরাসের পটভূমিতে এই রাজ্যের পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেই সঙ্গে দ্রুত পরিস্থিতির অবনতি হচ্ছে তামিলনাডু ও পাঞ্জাবেও।
কিন্তু একদিনে হঠাৎ করে এতটা বৃদ্ধি– তাহলে কি ভারত এই ভাইরাসের কমিউনিটি সংক্রমণ পর্বে ঢুকে পড়েছে? চিকিৎসা বিজ্ঞানী ডা. বি কে পল ভারতের নীতি আয়োগের সদস্য এবং করোনা মোকাবেলায় তৈরি এমপাওয়ারড কমিটিরও প্রধান।
বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে কিনা আমি সে ব্যাপারে মন্তব্য করব না। তবে এটা মনে রাখতে হবে ভারত কিন্তু এখনও একটা কনটেইনমেন্ট স্ট্র্যাটেজি নিয়েই এগোচ্ছে। আর সেটা দিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে।
‘যদি আমরা কমিউনিটি সংক্রমণে ঢুকে পড়তাম– তাহলে আমাদের মিটিগেশন স্ট্র্যাটেজিতে ঝুঁকতে হতো, অর্থাৎ মৃত্যুর সংখ্যা যতটা কম রাখা যায় সেটা দেখতে হতো। তবে এখনও আমরা স্থানীয়ভাবে, কনট্যাক্টদের ট্রেস করে ও বিভিন্ন জোনে ভাগ করেই রোগটাকে আটকাতে পারছি।’ব্রুকিংস ইন্ডিয়ার গবেষণা প্রধান ডা. শামিকা রাভি বলছেন, এপ্রিল থেকে ভারতের করোনাভাইরাস ড্যাশবোর্ডে যে ইঙ্গিতগুলো দেখা যাচ্ছে, তাতে এই আচমকা বৃদ্ধি অস্বাভাবিক কিছু নয়।
বরং চলতি মে মাসের মাঝামাঝি– অর্থাৎ আর দশ দিনের ভেতরেই ভারতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে বলে তার বিশ্বাস। ডা. রাভির কথায়, শুরুতে যেমন একটা পাল্টা যুক্তি দেয়া হচ্ছিল যে সরকার হাত গুটিয়ে বসে থাকলে এতদিনে মোট রোগীর সংখ্যা ১৩ লাখ ছাড়িয়ে যেত। তবে সরকারও চুপচাপ বসে থাকেনি, মানুষও অনেক সাবধানতা দেখিয়েছে।
‘তবু তারপরও এপ্রিলের মাঝামাঝি থেকে যে ট্রেন্ড আমরা দেখছি তাতে মে-র মাঝামাঝি রোগীর সংখ্যা ১ লাখ ১০ হাজারের কাছাকাছি হওয়ার কথা, কারণ এক্সপোনেনশিয়াল গ্রোথের প্রকৃতিটাই তাই।’

তিনি বলেন, এখন সেটা হবে কিনা, তা অনেকটা নির্ভর করছে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলো কতটা শক্ত হাতে কনটেইনমেন্ট বলবৎ করতে পারে। আর তাই সতর্ক নজর রাখতে হবে মুম্বাই, পুনে, সুরাট বা আহমেদাবাদের মতো হটস্পটগুলোর ওপর। কিন্তু গতকাল থেকে শুরু হওয়া তৃতীয় পর্বের লকডাউনে উল্টো অনেক কিছুই শিথিল করা হয়েছে।যেমন দিল্লি, ব্যাঙ্গালুরু বা কলকাতায় দেড়মাস পর খোলা মদের দোকানগুলোয় পছন্দের পানীয় কিনতে ভিড় করেছেন হাজার হাজার মানুষ।

ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সরাসরি বলছেন, রেড জোনের ভেতরে আমরা যারা আছি তাদের এখনও স্বাধীনতা ফিরিয়ে দেয়ার সময় কিন্তু আসেনি। আর মদের দোকানের সামনে যে দৃশ্য আমরা কাল দেখেছি, তাতে বলতেই হচ্ছে রাজ্য সরকারগুলোকে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে কোন পরিষেবা আমরা খুলব, আর কোনটা খুলব না।

মদ কিনতে মানুষকে নিরুৎসাহিত করতে দিল্লি সরকার আজ রাতারাতি অ্যালকোহলের ওপর ৭০% বাড়তি কর বসিয়েছে, যার নাম দেয়া হয়েছে স্পেশাল করোনা ট্যাক্স। মদের দাম বাড়িয়েছে পশ্চিমবঙ্গ বা অন্ধ্রপ্রদেশ সরকারও। কিন্তু তারপরও দোকানের সামনে গাদাগাদি ভিড় কমেনি। বিবিসি বাংলা।