পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভাস্কর্য-ম্যুরাল ধর্মের সঙ্গে ‘সাংঘর্ষিক নয়’, সচেতনতায় প্রচারের নির্দেশ হাইকোর্টের

ডেস্ক:ভাস্কর্য, ম্যুরাল, প্রতিকৃতি, স্ট্যাচু ধর্মের সঙ্গে ‘সাংঘর্ষিক নয়’ উল্লেখ করে এ বিষয়ে সচেতনতা গড়তে ইসলামী ফাউন্ডেশন ও বায়তুল মোকাররম মসজিদের খতিবকে গণমাধ্যমে প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননায় দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নাহিদা সুলতানা যুথী ও এবিএম শাহজাহান আকন্দ মাসুম।

এর আগে গত রবিবার (০৬ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিড়ীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন আইনজীবী যুথী ও শাহজাহান।

রিট আবেদনে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে যেকোনও ধরনের নৈরাজ্য ও আইনশৃঙ্খলার অবনতি রোধে ব্যবস্থা গ্রহনের নির্দেশনা চাওয়া হয়। সেইসঙ্গে ভাস্কর্য নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে জনসচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নিতেও নির্দেশনা চাওয়া হয়।

রিট আবেদনে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি স্বাধীনতার প্রতীক। তাঁর ভাস্কর্য অরক্ষিত থাকবে এটা হতে পারে না। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

ভাস্কর্যকে মূর্তির সঙ্গে তুলনা করে এবং ইসলামবিরোধী আখ্যা দিয়ে দেশের ধর্মভিত্তিক কিছু গোষ্ঠী সম্প্রতি সারা দেশে ভাস্কর্যবিরোধী আন্দোলন গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। এমনকি সম্প্রতি ধর্মভিত্তিক দলগুলোর পক্ষ থেকে ভাস্কর্য ভেঙে ফেলারও হুমকি-ধামকি দেয়া হয়।

এরইমধ্যে গেল ০৪ ডিসেম্বর রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার উদ্যোগে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ভাঙচুর করে দুর্বৃত্তরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে দেশব্যাপী ইসলামপন্থি বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মধ্যেই কুষ্টিয়ায় এ ঘটনা ঘটে।

নির্মাণাধী এই ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মাদরাসার দুই শিক্ষক ও দুই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। আজ কুষ্টিয়ার আদালত তাদেরকে ৯ দিনের রিমান্ডে পাঠিয়েছেন।

এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা ও হুমকিস্বরূপ বক্তব্য দেয়াসহ সংবিধান অবমাননার অভিযোগে হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের দুই মামলা তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল সোমবার (০৭ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত মামলা দুটি গ্রহণ করে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ৭ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভাস্কর্য-ম্যুরাল ধর্মের সঙ্গে ‘সাংঘর্ষিক নয়’, সচেতনতায় প্রচারের নির্দেশ হাইকোর্টের

আপডেট টাইম : ০৩:০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০

ডেস্ক:ভাস্কর্য, ম্যুরাল, প্রতিকৃতি, স্ট্যাচু ধর্মের সঙ্গে ‘সাংঘর্ষিক নয়’ উল্লেখ করে এ বিষয়ে সচেতনতা গড়তে ইসলামী ফাউন্ডেশন ও বায়তুল মোকাররম মসজিদের খতিবকে গণমাধ্যমে প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননায় দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নাহিদা সুলতানা যুথী ও এবিএম শাহজাহান আকন্দ মাসুম।

এর আগে গত রবিবার (০৬ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিড়ীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন আইনজীবী যুথী ও শাহজাহান।

রিট আবেদনে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে যেকোনও ধরনের নৈরাজ্য ও আইনশৃঙ্খলার অবনতি রোধে ব্যবস্থা গ্রহনের নির্দেশনা চাওয়া হয়। সেইসঙ্গে ভাস্কর্য নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে জনসচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নিতেও নির্দেশনা চাওয়া হয়।

রিট আবেদনে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি স্বাধীনতার প্রতীক। তাঁর ভাস্কর্য অরক্ষিত থাকবে এটা হতে পারে না। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

ভাস্কর্যকে মূর্তির সঙ্গে তুলনা করে এবং ইসলামবিরোধী আখ্যা দিয়ে দেশের ধর্মভিত্তিক কিছু গোষ্ঠী সম্প্রতি সারা দেশে ভাস্কর্যবিরোধী আন্দোলন গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। এমনকি সম্প্রতি ধর্মভিত্তিক দলগুলোর পক্ষ থেকে ভাস্কর্য ভেঙে ফেলারও হুমকি-ধামকি দেয়া হয়।

এরইমধ্যে গেল ০৪ ডিসেম্বর রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার উদ্যোগে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ভাঙচুর করে দুর্বৃত্তরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে দেশব্যাপী ইসলামপন্থি বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মধ্যেই কুষ্টিয়ায় এ ঘটনা ঘটে।

নির্মাণাধী এই ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মাদরাসার দুই শিক্ষক ও দুই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। আজ কুষ্টিয়ার আদালত তাদেরকে ৯ দিনের রিমান্ডে পাঠিয়েছেন।

এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা ও হুমকিস্বরূপ বক্তব্য দেয়াসহ সংবিধান অবমাননার অভিযোগে হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের দুই মামলা তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল সোমবার (০৭ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত মামলা দুটি গ্রহণ করে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ৭ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।