অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

বাংলাদেশে সনাতন ধর্মালম্বীদের ঘরে ঘরে ভাই ফোঁটা

ডেস্কঃ সারা বিশ্বের মতো বাংলাদেশে সনাতন ধর্মালম্বীদের ঘরে ঘরে শনিবার রাতে ভাইয়ের দীর্ঘায়ু কামনায় ভাই ফোঁটা অনুষ্ঠিত হয়েছে। এ দিনে বোনেরা উপবাস রেখে ভাইয়ের কপালে বাঁ হাতের অনামিকা আঙ্গুল দিয়ে চন্দন, ঘি, কাজল, মধু, শিশির মিশ্রিত ফোঁটা দিয়ে ভাইয়ের সুস্বাস্থ্য, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন।

সাধারণত এ সময় বোনেরা বলেন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা।

জানাগেছে, ভাই ফোঁটা সম্পর্কে পুরাণে উল্লেখ আছে কার্তিকেয় শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা দেবী তাঁর ভাই যমের মঙ্গল কামনায় গভীর ধ্যানমগ্ন হয়ে পুজা করেন। তাঁরই পুণ্য প্রভাবে যম দেব অমরত্ব লাভ করেন। বোন যমুনা দেবীর পূজার ফলে ভাই যমের এই অমরত্ব লাভ করেন। বোন যমুনা দেবীর পূজার ফলে ভাই যমের এই অমরত্ব লাভের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে বর্তমান কালের বোনেরাও এই সংস্কৃার বা ধর্মাচার পালন করে আসছে ।

ভাই ফোঁটা সম্পর্কে নারায়ণগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সহ সভাপতি রণজিৎ মোদক নিউজ নারায়ণগঞ্জকে বলেন, সেই প্রাচীনকাল থেকেই এই বাংলায় ভাই ফোঁটার প্রচলন রয়েছে। সব বোনেরা ভাইদের মঙ্গল কামনায় ভাই ফোঁটার এই রীতি মেনে চলছেন বংশ পরম্পরায়। তিনি বলেণ, এতে করে ভাই বোনের মধ্যে পারষ্পরিক হৃদ্যতা বজায় থাকে আমৃত্যু।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

বাংলাদেশে সনাতন ধর্মালম্বীদের ঘরে ঘরে ভাই ফোঁটা

আপডেট টাইম : ০৫:৫৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১

ডেস্কঃ সারা বিশ্বের মতো বাংলাদেশে সনাতন ধর্মালম্বীদের ঘরে ঘরে শনিবার রাতে ভাইয়ের দীর্ঘায়ু কামনায় ভাই ফোঁটা অনুষ্ঠিত হয়েছে। এ দিনে বোনেরা উপবাস রেখে ভাইয়ের কপালে বাঁ হাতের অনামিকা আঙ্গুল দিয়ে চন্দন, ঘি, কাজল, মধু, শিশির মিশ্রিত ফোঁটা দিয়ে ভাইয়ের সুস্বাস্থ্য, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন।

সাধারণত এ সময় বোনেরা বলেন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা।

জানাগেছে, ভাই ফোঁটা সম্পর্কে পুরাণে উল্লেখ আছে কার্তিকেয় শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা দেবী তাঁর ভাই যমের মঙ্গল কামনায় গভীর ধ্যানমগ্ন হয়ে পুজা করেন। তাঁরই পুণ্য প্রভাবে যম দেব অমরত্ব লাভ করেন। বোন যমুনা দেবীর পূজার ফলে ভাই যমের এই অমরত্ব লাভ করেন। বোন যমুনা দেবীর পূজার ফলে ভাই যমের এই অমরত্ব লাভের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে বর্তমান কালের বোনেরাও এই সংস্কৃার বা ধর্মাচার পালন করে আসছে ।

ভাই ফোঁটা সম্পর্কে নারায়ণগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সহ সভাপতি রণজিৎ মোদক নিউজ নারায়ণগঞ্জকে বলেন, সেই প্রাচীনকাল থেকেই এই বাংলায় ভাই ফোঁটার প্রচলন রয়েছে। সব বোনেরা ভাইদের মঙ্গল কামনায় ভাই ফোঁটার এই রীতি মেনে চলছেন বংশ পরম্পরায়। তিনি বলেণ, এতে করে ভাই বোনের মধ্যে পারষ্পরিক হৃদ্যতা বজায় থাকে আমৃত্যু।