পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

পিডি কাজী মিজানের বিরুদ্ধে প্রকল্প’র কেনাকাটায় অনিয়মের অভিযোগ

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) নগর অবকাঠামো উন্নয়নের পিডি কাজী মিজানুর রহমানের বিরুদ্ধে এবার প্রকল্পের কেনাকাটার অনিয়মের অভিযোগ উঠেছে। ইতোপুর্বে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ও এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি দখলের অভিযোগ থাকলেও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অজ্ঞাত কারনে তার বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে অধিদপ্তরটিতে কাজী মিজানুর রহমানকে নিয়ে চলছে নানান আলোচনা।

দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জমা দিলেও তা আলোর মুখ দেখে নি। অবৈধ অর্থ আর ক্ষমতার জোর খাটিয়ে দুদকের অভিযোগ ধামচাপা দিয়েছেন বলে এলজিইডি সুত্রে জানা যায়। তার বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে পৌছাতে থাকে কাজী মিজানুর রহমানের প্রকল্পে কেনাকাটায় অনিয়মের দুর্নীতির অভিযোগ। ভূয়া বিল,ভাউচারের আর ঠিকাদারের সাথে আতাঁত করে মিজান হাতিয়ে নিচ্ছেন শত কোটি টাকা।

প্রকল্পের মোট বরাদ্দের ৫ শতাংশ হারে কমিশন না দিলে কোন অর্থ ছাড় করান না প্রকল্প পরিচালক মিজানুর রহমান। চেয়ারে ব্যবহারের জন্য একটি তোয়ালের দাম ৬ হাজার টাকা ধরে বিল করায় এলজিইডিতে তাকে অনেকেই ব্যঙ্গ করে তোয়ালে মিজান বলে ডাকেন। কাজী মিজানুর রহমান বৃহত্তর বরিশাল অবকাঠামো উন্নয়ন প্রকল্প, পিরোজপুর জেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও সাইক্লোন সেন্টার প্রকল্প, জলবায়ু পরিবর্তন প্রকল্প, গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প ঝালকাঠীসহ বেশ কয়েকটি প্রকল্পে পিডি হিসেবে দায়িত্ব পালনের সময়ও তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব প্রকল্পসমূহে মাঠ পর্যায় থেকে শুরু করে প্রধান কার্যালয়ে কেনাকাটা, ভুয়া বিল-ভাউচার, অর্থ ছাড়ে উৎকোচ আদায়, অর্থ বরাদ্দে উৎকোচ আদায়সহ নানা অভিযোগ রয়েছে মিজানের বিরুদ্ধে।

এলজিইডির সূত্রে আরও জানা যায়, মিজানুর রহমান ২০১৯ সালে পদোন্নতি পেয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হলে তাকে রাঙ্গামাটি অঞ্চলে পদায়ন করা হয়। কিন্তু তিনি মাসে দুই থেকে তিন দিনের বেশি রাঙ্গামাটিতে অফিস করতে না সে সময়। পিডি থেকে পদোন্নতি পেয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হলেও তিনি পিডি পদে আরো দু’বছর থাকতে চান এমন তদবির নিয়ে নিজ কর্মস্থলে অফিস না করে সে সময় ঢাকায় সচিবালয়ে তদবিরে চালানোর কাজে বেশি মনযোগী ছিলেন বলে অভিযোগ আছে। এ জন্য ১০ কোটি টাকা নিয়ে সেসময় মাঠে নামেন কাজী মিজানুর রহমান। স্থানীয় সরকার অধিদপ্তরে দুদক থেকে অব্যহতির বিষয়টি তিনি নিজেই চাউর করেছেন বলে জানা যায়। তদন্ত ছাড়াই অব্যহতি পেয়েছেন শুনে হতবাক হয়ে যান অন্যান্য কর্মকর্তারা। এ নিয়ে চলছে এলজিইডি ভবনে কানাঘুষা। কর্মকর্তা-কর্মচারীরা জানায়, দুর্নীতির এতো প্রমাণ থাকার পরেও কিভাবে মিজান ছাড় পেয়েছে এটা আমাদের বোধগম্য নয়। দুদকের তদন্ত নিয়েও তাদের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে।

পুনরায় তদন্তের জন্য কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে কর্মকর্তা পরিবর্তনপূর্বক নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়ে; সাম্প্রতিক সময়েরও অনিয়ম দূর্নীতির নিরপেক্ষ তদন্তর জন্য আবেদন করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদকে প্রধান করে ২০১৯ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পিডি পরিচালক কাজী মিজানুর রহমানের নানা অনিয়মের বিষয়ে অনুসন্ধান শুরু করেন। এবিষয়ে তৎকালীন এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে ১৭ই অক্টোবর দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয় হতে লিখিত এক পত্র দেওয়া হয়।

অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে ২০১৮ ও ২০১৯ অর্থ বছরের দেশের ২৮৭টি পৌর সভায় বরাদ্দ দেয়া অর্থের তালিকা, মিজানুর রহমানের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালনের কার্যকাল, কোন কোন প্রকল্পের পরিচালক ছিলেন তিনি, তার তালিকা চান দুদক এবং ২৪ নভেম্বরের মধ্যে রেকর্ডপত্র দুদকের সহকারি পরিচালক মো: আবদুল ওয়াদুদের নিকট পৌঁছানোর জন্য জরুরি ভিত্তিতে অনুরোধ করা হয়। দুদকের অভিযোগ সুত্রে জানা যায়, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক কাজী মিজানুর রহমানের দেশের বিভিন্ন পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের জন্য প্রয় ২৮ কোটি টাকা উৎকোচ গ্রহণ ও নিয়মবহির্ভূতভাবে একাধিক প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি উঠে আসে।

দুদকের কাছে আসা অভিযোগে বলা হয়, এলজিইডির আওতাধীন গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৩ হাজার ৪০০ কোটি টাকায় ২৮৭টি পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের জন্য ‘ক’ শ্রেণির পৌরসভার জন্য ১৪ কোটি টাকা, ‘খ’ শ্রেণির পৌরসভার জন্য ১০ কোটি এবং ‘গ’ শ্রেণির পৌরসভার জন্য আট কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রথম পর্যায়ে প্রকল্প থেকে ‘ক’ শ্রেণির পৌরসভার জন্য সাত কোটি টাকা, ‘খ’ শ্রেণির পৌরসভার জন্য পাঁচ কোটি টাকা এবং ‘গ’ শ্রেণির পৌরসভার জন্য চার কোটি টাকার দরপত্র আহ্বানের সিদ্ধান্ত হয়। এভাবে ২৮৭টি পৌরসভার মধ্যে যেসব পৌরসভা নির্ধারিত চাহিদামতো ঘুষ দেয় শুধু তাদেরই দরপত্র আহ্বানের অনুমতি দেন পিডি কাজী মিজানুর রহমান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, প্রতিটি পৌরসভায় বরাদ্দ অনুমোদনের পূর্বে ২ শতাংশ হারে মিজানুর রহমান ঘুষ গ্রহণ করেন আর বাকি কমিশন বিল টু বিল সমন্বয় করেন। বরাদ্দের পর প্রতিটি পৌরসভার মেয়র, প্রকৌশলী ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানের অফিসে ঘুষের টাকা পৌঁছে দেন। সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে এলজিডি সচিবের নিকট তদবিরের বিষয়টি অনুসন্ধানে উঠে আসে।

কাজী মিজানের বেনামে একাধিক বাড়ি, ফ্ল্যাট ও প্লট রয়েছে এবং নিজ এলাকা নড়াইলে তার আত্মীয়স্বজনদের নামে প্রচুর সম্পদ ক্রয় করেছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ জমা দেয়ার খবর পাওয়ার পর তিনি বিষয়টি ধামাচাপা দিতে সক্ষম হন। এছাড়াও ধানমন্ডি ৩ নম্বর রোডে বিলাশ বহুল ফ্ল্যাটে বসবাস করছেন কাজী মিজানুর । যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়। এলজিইডি মন্ত্রি ও প্রধান প্রকৌশলী বিদেশ ভ্রমনে থাকায় তাদের বক্তব্য পাওয়া পাওয়া যায়নি। অভিযুক্ত কাজী মিজানুর রহমানের সাথে বিভিন্নভাবে যোগাযোগের চেস্টা করে তাকে পাওয়া যায়নি। তিনি বক্তব্য না দিলেও প্রতিবেদন প্রকাশ না করার জন্য বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে তদবির করেন।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

পিডি কাজী মিজানের বিরুদ্ধে প্রকল্প’র কেনাকাটায় অনিয়মের অভিযোগ

আপডেট টাইম : ০৫:০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) নগর অবকাঠামো উন্নয়নের পিডি কাজী মিজানুর রহমানের বিরুদ্ধে এবার প্রকল্পের কেনাকাটার অনিয়মের অভিযোগ উঠেছে। ইতোপুর্বে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ও এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি দখলের অভিযোগ থাকলেও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অজ্ঞাত কারনে তার বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে অধিদপ্তরটিতে কাজী মিজানুর রহমানকে নিয়ে চলছে নানান আলোচনা।

দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জমা দিলেও তা আলোর মুখ দেখে নি। অবৈধ অর্থ আর ক্ষমতার জোর খাটিয়ে দুদকের অভিযোগ ধামচাপা দিয়েছেন বলে এলজিইডি সুত্রে জানা যায়। তার বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে পৌছাতে থাকে কাজী মিজানুর রহমানের প্রকল্পে কেনাকাটায় অনিয়মের দুর্নীতির অভিযোগ। ভূয়া বিল,ভাউচারের আর ঠিকাদারের সাথে আতাঁত করে মিজান হাতিয়ে নিচ্ছেন শত কোটি টাকা।

প্রকল্পের মোট বরাদ্দের ৫ শতাংশ হারে কমিশন না দিলে কোন অর্থ ছাড় করান না প্রকল্প পরিচালক মিজানুর রহমান। চেয়ারে ব্যবহারের জন্য একটি তোয়ালের দাম ৬ হাজার টাকা ধরে বিল করায় এলজিইডিতে তাকে অনেকেই ব্যঙ্গ করে তোয়ালে মিজান বলে ডাকেন। কাজী মিজানুর রহমান বৃহত্তর বরিশাল অবকাঠামো উন্নয়ন প্রকল্প, পিরোজপুর জেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও সাইক্লোন সেন্টার প্রকল্প, জলবায়ু পরিবর্তন প্রকল্প, গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প ঝালকাঠীসহ বেশ কয়েকটি প্রকল্পে পিডি হিসেবে দায়িত্ব পালনের সময়ও তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব প্রকল্পসমূহে মাঠ পর্যায় থেকে শুরু করে প্রধান কার্যালয়ে কেনাকাটা, ভুয়া বিল-ভাউচার, অর্থ ছাড়ে উৎকোচ আদায়, অর্থ বরাদ্দে উৎকোচ আদায়সহ নানা অভিযোগ রয়েছে মিজানের বিরুদ্ধে।

এলজিইডির সূত্রে আরও জানা যায়, মিজানুর রহমান ২০১৯ সালে পদোন্নতি পেয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হলে তাকে রাঙ্গামাটি অঞ্চলে পদায়ন করা হয়। কিন্তু তিনি মাসে দুই থেকে তিন দিনের বেশি রাঙ্গামাটিতে অফিস করতে না সে সময়। পিডি থেকে পদোন্নতি পেয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হলেও তিনি পিডি পদে আরো দু’বছর থাকতে চান এমন তদবির নিয়ে নিজ কর্মস্থলে অফিস না করে সে সময় ঢাকায় সচিবালয়ে তদবিরে চালানোর কাজে বেশি মনযোগী ছিলেন বলে অভিযোগ আছে। এ জন্য ১০ কোটি টাকা নিয়ে সেসময় মাঠে নামেন কাজী মিজানুর রহমান। স্থানীয় সরকার অধিদপ্তরে দুদক থেকে অব্যহতির বিষয়টি তিনি নিজেই চাউর করেছেন বলে জানা যায়। তদন্ত ছাড়াই অব্যহতি পেয়েছেন শুনে হতবাক হয়ে যান অন্যান্য কর্মকর্তারা। এ নিয়ে চলছে এলজিইডি ভবনে কানাঘুষা। কর্মকর্তা-কর্মচারীরা জানায়, দুর্নীতির এতো প্রমাণ থাকার পরেও কিভাবে মিজান ছাড় পেয়েছে এটা আমাদের বোধগম্য নয়। দুদকের তদন্ত নিয়েও তাদের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে।

পুনরায় তদন্তের জন্য কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে কর্মকর্তা পরিবর্তনপূর্বক নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়ে; সাম্প্রতিক সময়েরও অনিয়ম দূর্নীতির নিরপেক্ষ তদন্তর জন্য আবেদন করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদকে প্রধান করে ২০১৯ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পিডি পরিচালক কাজী মিজানুর রহমানের নানা অনিয়মের বিষয়ে অনুসন্ধান শুরু করেন। এবিষয়ে তৎকালীন এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে ১৭ই অক্টোবর দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয় হতে লিখিত এক পত্র দেওয়া হয়।

অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে ২০১৮ ও ২০১৯ অর্থ বছরের দেশের ২৮৭টি পৌর সভায় বরাদ্দ দেয়া অর্থের তালিকা, মিজানুর রহমানের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালনের কার্যকাল, কোন কোন প্রকল্পের পরিচালক ছিলেন তিনি, তার তালিকা চান দুদক এবং ২৪ নভেম্বরের মধ্যে রেকর্ডপত্র দুদকের সহকারি পরিচালক মো: আবদুল ওয়াদুদের নিকট পৌঁছানোর জন্য জরুরি ভিত্তিতে অনুরোধ করা হয়। দুদকের অভিযোগ সুত্রে জানা যায়, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক কাজী মিজানুর রহমানের দেশের বিভিন্ন পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের জন্য প্রয় ২৮ কোটি টাকা উৎকোচ গ্রহণ ও নিয়মবহির্ভূতভাবে একাধিক প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি উঠে আসে।

দুদকের কাছে আসা অভিযোগে বলা হয়, এলজিইডির আওতাধীন গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৩ হাজার ৪০০ কোটি টাকায় ২৮৭টি পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের জন্য ‘ক’ শ্রেণির পৌরসভার জন্য ১৪ কোটি টাকা, ‘খ’ শ্রেণির পৌরসভার জন্য ১০ কোটি এবং ‘গ’ শ্রেণির পৌরসভার জন্য আট কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রথম পর্যায়ে প্রকল্প থেকে ‘ক’ শ্রেণির পৌরসভার জন্য সাত কোটি টাকা, ‘খ’ শ্রেণির পৌরসভার জন্য পাঁচ কোটি টাকা এবং ‘গ’ শ্রেণির পৌরসভার জন্য চার কোটি টাকার দরপত্র আহ্বানের সিদ্ধান্ত হয়। এভাবে ২৮৭টি পৌরসভার মধ্যে যেসব পৌরসভা নির্ধারিত চাহিদামতো ঘুষ দেয় শুধু তাদেরই দরপত্র আহ্বানের অনুমতি দেন পিডি কাজী মিজানুর রহমান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, প্রতিটি পৌরসভায় বরাদ্দ অনুমোদনের পূর্বে ২ শতাংশ হারে মিজানুর রহমান ঘুষ গ্রহণ করেন আর বাকি কমিশন বিল টু বিল সমন্বয় করেন। বরাদ্দের পর প্রতিটি পৌরসভার মেয়র, প্রকৌশলী ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানের অফিসে ঘুষের টাকা পৌঁছে দেন। সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে এলজিডি সচিবের নিকট তদবিরের বিষয়টি অনুসন্ধানে উঠে আসে।

কাজী মিজানের বেনামে একাধিক বাড়ি, ফ্ল্যাট ও প্লট রয়েছে এবং নিজ এলাকা নড়াইলে তার আত্মীয়স্বজনদের নামে প্রচুর সম্পদ ক্রয় করেছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ জমা দেয়ার খবর পাওয়ার পর তিনি বিষয়টি ধামাচাপা দিতে সক্ষম হন। এছাড়াও ধানমন্ডি ৩ নম্বর রোডে বিলাশ বহুল ফ্ল্যাটে বসবাস করছেন কাজী মিজানুর । যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়। এলজিইডি মন্ত্রি ও প্রধান প্রকৌশলী বিদেশ ভ্রমনে থাকায় তাদের বক্তব্য পাওয়া পাওয়া যায়নি। অভিযুক্ত কাজী মিজানুর রহমানের সাথে বিভিন্নভাবে যোগাযোগের চেস্টা করে তাকে পাওয়া যায়নি। তিনি বক্তব্য না দিলেও প্রতিবেদন প্রকাশ না করার জন্য বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে তদবির করেন।