পূর্বাহ্ন, সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সমাবেশ করতে আওয়ামী লীগকে অনুমতি নিতে হবে : ইসি Logo জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভান্ডরিয়া পেশাজীবি পরিষদ চট্টগ্রাম এর বার্ষিক বনভোজন ২০২৩ সম্পন্ন Logo সার্বিক কর্মমূল্যায়নে মাসিক অপরাধ সভায় লালমনিরহাটে শ্রেষ্ঠ হলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর রহমান। Logo নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন : নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার Logo গাজায় আবারো ইসরাইলি হামলা, নিহত ২১ Logo নির্বাচনের ট্রেন কারো বাধায় থামবে না : ওবায়দুল কাদের Logo বিএনপি থেকে বেরিয়ে ভোটে অংশ নিচ্ছেন যেসব হেভিওয়েট Logo ৩০০ আসনে ২ হাজার ৭৪১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল Logo হবিগঞ্জ ৩ আসনের নৌকার মাঝি হলেন এডভোকেট আবু জাহির এমপি Logo জামালপুর ৫ আসনে নৌকার মাঝি হলেন আবুল কালাম আজাদ

নারীদের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে চিত্রনায়িকা আন্না বললেন অন্জনা রহমান

বিনোদন প্রতিবেদক : নারীদের রূপচর্চা একটি নিয়মিত বিষয়। নিজের সৌন্দর্য্য তুলে ধরতে তারা রূপচর্চা করে থাকেন। নারীদের সৌন্দর্যের পাশাপাশি মনকেও সৌন্দর্যে ভরে তুলতে হবে। একজন নারীর তখনই পরিপূর্ণ সৌন্দর্যে ফুটে উঠেন যখন তার রূপচর্চা আর মনের সৌন্দর্য একাকার হয়ে যায়। এভাবেই বললেন ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অন্জনা রহমান। তিনি বুধবার রাতে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আন্না’স মেকওভার এন্ড স্কুল অফ বিউটিফিকেশন প্রশিক্ষর্ণাথীদরে মাঝে সনদ বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, নারীদের এগিয়ে নিতে আন্না’স মেকওভার এগিয়ে চলছে নিজস্ব চেষ্টায়। এর কর্নধার চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্নার এমন মহৎ উদ্যেগের প্রশংসা করছি । বলেন, আন্না তার জায়গা থেকে যে বিশাল কাজটি করে যাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তার এমন কাজে আমরা চলচ্চিত্র অঙ্গনের লোকজন সর্বদা তার পাশে থাকব। আমাদের সার্বিক সহযোগিতা তার প্রতিষ্ঠানে পাশে থাকবে বলে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন অন্জনা। একই সুরে কথা বলেন আরেক কিংবদন্তি অভিনেত্রী নূতন। আন্না’স মেকওভার এন্ড স্কুল অফ বিউটিফিকেশন প্রশিক্ষর্ণাথীদরে মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে চিত্র নায়ক ডি এ তায়েব বক্তব্য রাখেন।
চিত্র নায়ক ডিএ তায়েব বলেন, সমাজের  নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না’র উদ্যেগে “আন্না’স মেকওভার এন্ড স্কুল অফ বিউটিফিকেশন” প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। আজ যারা বিউটিফিকেশন কোর্স শেষ করে সার্টিফিকেট নিয়ে বের হচ্ছে তারা নিশ্চয় একেকজন নারী উদ্যোক্তা হিসেবে নিজকে গড়ে তুলবেন। নিজেদের পাশাপাশি সমাজকেও অর্থনৈতিক ভাবে শক্তিশালী করবেন আমার বিশ্বাস। এই অনুষ্ঠানে ৪০ জন প্রশিক্ষনার্থীর মাঝে সার্টিফিকেট ও   গুণীজনদের এওয়ার্ড প্রদান করা হয়েছে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমানা ইসলাম মুক্তি, কোরিওগ্রাফার ও ফ্যাশন ডিজাইনার এডলফ খান,মডেল বৃষ্টি, মডেল পুতুল, ওয়াহিদ মুরাদ, বাসার আহমেদ,, সঙ্গীত শিল্পী তামান্না, আওয়ামী মহিলা লীগ এর নেত্রী মাহবুবা শারমিন মিতু, শিশু শিল্পী টুনটুনি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন,আন্না’স মেকওভার এন্ড স্কুল অফ বিউটিফিকেশন এর কোর্স এডমিন সাগর সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলো, ড্যান্স পারফর্মেন্স ও ফ্যাশন ক্যাটওয়ার্ক। এতে অংশ নেন প্রশিক্ষনার্থীরা। সংগীত পরিবেশন করেন কন্ঠশিল্পী তামান্না।

Tag :

সমাবেশ করতে আওয়ামী লীগকে অনুমতি নিতে হবে : ইসি

নারীদের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে চিত্রনায়িকা আন্না বললেন অন্জনা রহমান

আপডেট টাইম : ০৬:১৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩

বিনোদন প্রতিবেদক : নারীদের রূপচর্চা একটি নিয়মিত বিষয়। নিজের সৌন্দর্য্য তুলে ধরতে তারা রূপচর্চা করে থাকেন। নারীদের সৌন্দর্যের পাশাপাশি মনকেও সৌন্দর্যে ভরে তুলতে হবে। একজন নারীর তখনই পরিপূর্ণ সৌন্দর্যে ফুটে উঠেন যখন তার রূপচর্চা আর মনের সৌন্দর্য একাকার হয়ে যায়। এভাবেই বললেন ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অন্জনা রহমান। তিনি বুধবার রাতে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আন্না’স মেকওভার এন্ড স্কুল অফ বিউটিফিকেশন প্রশিক্ষর্ণাথীদরে মাঝে সনদ বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, নারীদের এগিয়ে নিতে আন্না’স মেকওভার এগিয়ে চলছে নিজস্ব চেষ্টায়। এর কর্নধার চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্নার এমন মহৎ উদ্যেগের প্রশংসা করছি । বলেন, আন্না তার জায়গা থেকে যে বিশাল কাজটি করে যাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তার এমন কাজে আমরা চলচ্চিত্র অঙ্গনের লোকজন সর্বদা তার পাশে থাকব। আমাদের সার্বিক সহযোগিতা তার প্রতিষ্ঠানে পাশে থাকবে বলে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন অন্জনা। একই সুরে কথা বলেন আরেক কিংবদন্তি অভিনেত্রী নূতন। আন্না’স মেকওভার এন্ড স্কুল অফ বিউটিফিকেশন প্রশিক্ষর্ণাথীদরে মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে চিত্র নায়ক ডি এ তায়েব বক্তব্য রাখেন।
চিত্র নায়ক ডিএ তায়েব বলেন, সমাজের  নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না’র উদ্যেগে “আন্না’স মেকওভার এন্ড স্কুল অফ বিউটিফিকেশন” প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। আজ যারা বিউটিফিকেশন কোর্স শেষ করে সার্টিফিকেট নিয়ে বের হচ্ছে তারা নিশ্চয় একেকজন নারী উদ্যোক্তা হিসেবে নিজকে গড়ে তুলবেন। নিজেদের পাশাপাশি সমাজকেও অর্থনৈতিক ভাবে শক্তিশালী করবেন আমার বিশ্বাস। এই অনুষ্ঠানে ৪০ জন প্রশিক্ষনার্থীর মাঝে সার্টিফিকেট ও   গুণীজনদের এওয়ার্ড প্রদান করা হয়েছে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমানা ইসলাম মুক্তি, কোরিওগ্রাফার ও ফ্যাশন ডিজাইনার এডলফ খান,মডেল বৃষ্টি, মডেল পুতুল, ওয়াহিদ মুরাদ, বাসার আহমেদ,, সঙ্গীত শিল্পী তামান্না, আওয়ামী মহিলা লীগ এর নেত্রী মাহবুবা শারমিন মিতু, শিশু শিল্পী টুনটুনি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন,আন্না’স মেকওভার এন্ড স্কুল অফ বিউটিফিকেশন এর কোর্স এডমিন সাগর সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলো, ড্যান্স পারফর্মেন্স ও ফ্যাশন ক্যাটওয়ার্ক। এতে অংশ নেন প্রশিক্ষনার্থীরা। সংগীত পরিবেশন করেন কন্ঠশিল্পী তামান্না।