পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

কী থাকছে বিএনপির নতুন কর্মসূচিতে

ডেস্ক: দ্বাদশ সংসদ নিরাচন বর্জন, সরকার পতন এবং অসহযোগ আন্দোলন সফলে আরও তিন দিনের নতুন কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপি।

লিফলেট বিতরণ কর্মসূচি শেষে আজ নতুন কর্মসূচি ঘোষণা করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপির পাশাপাশি সমমনা দল ও জোটও একই কর্মসূচি দেবে বলে জানা গেছে।

বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতা নাম না প্রকাশের শর্তে নতুন কর্মসূচির বিষয়ে বলেন, ভোটের আগে আরও ৩ দিন লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে। তারপর ৪৮ বা ৯২ ঘন্টার হরতাল বা অবরোধ কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে দলের স্থায়ী কমিটির বৈঠকে। আর ভোটের দিনও হরতাল মতো কর্মসূচি থাকতে পারে। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ইতোমধ্যে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ কর্মসূচি ঘোষণা করেছেন আনুষ্ঠানকিভাবে। তিনি আগামী ৩ দিন লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছেন।

সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও নিপীড়নের তথ্য ইতোমধ্যে জাতিসংঘকে জানিয়েছে বিএনপি। দলটি শান্তিপূর্ণ উপায়ে নিজেদের দাবি এবং সরকার পতন নিশ্চিত করতে চাইছে।

গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘাতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে চার দফা হরতাল এবং ১৩ দফায় অবরোধ পালন করেছে বিএনপি। সর্বশেষ গত ২৮ ডিসেম্বর ভোট বর্জন এবং অহসযোগ আন্দোলনের অংশ হিসেবে দুদিনের লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা করে।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

কী থাকছে বিএনপির নতুন কর্মসূচিতে

আপডেট টাইম : ০৯:২৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪

ডেস্ক: দ্বাদশ সংসদ নিরাচন বর্জন, সরকার পতন এবং অসহযোগ আন্দোলন সফলে আরও তিন দিনের নতুন কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপি।

লিফলেট বিতরণ কর্মসূচি শেষে আজ নতুন কর্মসূচি ঘোষণা করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপির পাশাপাশি সমমনা দল ও জোটও একই কর্মসূচি দেবে বলে জানা গেছে।

বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতা নাম না প্রকাশের শর্তে নতুন কর্মসূচির বিষয়ে বলেন, ভোটের আগে আরও ৩ দিন লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে। তারপর ৪৮ বা ৯২ ঘন্টার হরতাল বা অবরোধ কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে দলের স্থায়ী কমিটির বৈঠকে। আর ভোটের দিনও হরতাল মতো কর্মসূচি থাকতে পারে। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ইতোমধ্যে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ কর্মসূচি ঘোষণা করেছেন আনুষ্ঠানকিভাবে। তিনি আগামী ৩ দিন লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছেন।

সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও নিপীড়নের তথ্য ইতোমধ্যে জাতিসংঘকে জানিয়েছে বিএনপি। দলটি শান্তিপূর্ণ উপায়ে নিজেদের দাবি এবং সরকার পতন নিশ্চিত করতে চাইছে।

গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘাতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে চার দফা হরতাল এবং ১৩ দফায় অবরোধ পালন করেছে বিএনপি। সর্বশেষ গত ২৮ ডিসেম্বর ভোট বর্জন এবং অহসযোগ আন্দোলনের অংশ হিসেবে দুদিনের লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা করে।