অপরাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

ট্যানারি স্থানান্তরে ব্যর্থ হলে কারখানা বন্ধ : শিল্পমন্ত্রী

বাংলার খবর২৪.কম images_55612: নির্ধারিত সময়ের মধ্যে ট্যানারি স্থানান্তর না করলে হাজারীবাগের সব কারখানা বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শনিবার বিকেলে রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড়ে ট্যানারি ওয়ার্কাস ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

জনস্বার্থে সরকার কাউকে ছাড় দেবে না উল্লেখ করে শিল্পমন্ত্রী আরো বলেন, কারখানা বন্ধের পাশাপাশি সাভারের চামড়া শিল্পনগরীতে বরাদ্দকৃত প্লটও বাতিল করা হবে। গুটি কয়েক শিল্পপতির খাম-খেয়ালির জন্য কোটি কোটি মানুষের জীবন বিপন্ন হতে দেয়া যায় না।

শিল্পমন্ত্রী বলেন, পরিবেশ দূষণের কারণে রাজধানীবাসী দীর্ঘদিন ধরে হাজারীবাগের ট্যানারি স্থানান্তরের দাবি জানিয়ে আসছে। অনেকদিন চেষ্টা করেও এ ট্যানারি সরানো সম্ভব হয়নি। বর্তমান সরকার চামড়া শিল্পনগরীতে সিইটিপি নির্মাণের মাধ্যমে ট্যানারি স্থানান্তর প্রক্রিয়া শুরু করেছে। সরকারের পক্ষ থেকে সম্ভব সবধরনের সহায়তা দেয়ার পরও ট্যানারি স্থানান্তরের ধীর গতিতে তিনি অসন্তোষ প্রকাশ করেন। নির্দিষ্ট সময়ে ট্যানারি স্থানান্তরে মালিকদের ব্যর্থতার দায় সরকার নেবে না বলেও মন্তব্য করেন তিনি। দেশের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করতে চামড়া শিল্পের বলিষ্ঠ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে এ শিল্পখাতে বাংলাদেশের রপ্তানি আয় এক বিলিয়ন ডলার অতিক্রম করেছে। চামড়া শিল্প ক্রমান্বয়ে দেশের তৈরি পোশাক শিল্পকে ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি, সাবেক সংসদ সদস্য রুবি রহমান, বিএফএলএলএফইএ’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান ও ট্যানারি শ্রমিক নেতা আব্দুল মালেক।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

ট্যানারি স্থানান্তরে ব্যর্থ হলে কারখানা বন্ধ : শিল্পমন্ত্রী

আপডেট টাইম : ০১:২৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম images_55612: নির্ধারিত সময়ের মধ্যে ট্যানারি স্থানান্তর না করলে হাজারীবাগের সব কারখানা বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শনিবার বিকেলে রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড়ে ট্যানারি ওয়ার্কাস ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

জনস্বার্থে সরকার কাউকে ছাড় দেবে না উল্লেখ করে শিল্পমন্ত্রী আরো বলেন, কারখানা বন্ধের পাশাপাশি সাভারের চামড়া শিল্পনগরীতে বরাদ্দকৃত প্লটও বাতিল করা হবে। গুটি কয়েক শিল্পপতির খাম-খেয়ালির জন্য কোটি কোটি মানুষের জীবন বিপন্ন হতে দেয়া যায় না।

শিল্পমন্ত্রী বলেন, পরিবেশ দূষণের কারণে রাজধানীবাসী দীর্ঘদিন ধরে হাজারীবাগের ট্যানারি স্থানান্তরের দাবি জানিয়ে আসছে। অনেকদিন চেষ্টা করেও এ ট্যানারি সরানো সম্ভব হয়নি। বর্তমান সরকার চামড়া শিল্পনগরীতে সিইটিপি নির্মাণের মাধ্যমে ট্যানারি স্থানান্তর প্রক্রিয়া শুরু করেছে। সরকারের পক্ষ থেকে সম্ভব সবধরনের সহায়তা দেয়ার পরও ট্যানারি স্থানান্তরের ধীর গতিতে তিনি অসন্তোষ প্রকাশ করেন। নির্দিষ্ট সময়ে ট্যানারি স্থানান্তরে মালিকদের ব্যর্থতার দায় সরকার নেবে না বলেও মন্তব্য করেন তিনি। দেশের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করতে চামড়া শিল্পের বলিষ্ঠ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে এ শিল্পখাতে বাংলাদেশের রপ্তানি আয় এক বিলিয়ন ডলার অতিক্রম করেছে। চামড়া শিল্প ক্রমান্বয়ে দেশের তৈরি পোশাক শিল্পকে ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি, সাবেক সংসদ সদস্য রুবি রহমান, বিএফএলএলএফইএ’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান ও ট্যানারি শ্রমিক নেতা আব্দুল মালেক।