(বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার শাজাহানপুর থানা পুলিশ এক অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শাকপালা মোড়ের একটি পরিত্যক্ত পার্ক থেকে আনুমানিক (৪০) বছর বয়সের অজ্ঞাতনামা এক নারীর মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিল। সে বেশকিছু দিন যাবত শাকপালা এলাকায় ঘোরাফেরা করছিল। আজ সকালে শাকপালা মোড়ের সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন জঙ্গলাকীর্ণ পরিত্যক্ত পার্কে তার লাশ দেখতে পান স্থানীয়রা। সংবাদ পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করে কৈগাড়ী ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান জানান পরিত্যক্ত পার্ক থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এবং ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম :
অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ১০:৫২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- ১২৮১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ