অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

এলজিইডির প্রধান প্রকৌশলীর সার্টিফিকেট জালিয়াতির সত্যতা পেয়েছে দুদক: মামলার সুপারিশ

বাংলার খবর২৪.কম : clip_image001_56230 দেশের অন্যতম শীর্ষ দুর্নীতিবাজ বলে পরিচিত এলজিইডির প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট জালিয়াতির সত্যতা পেয়েছে দুদক। আর জালিয়াতির প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করারও সুপারিশ করা হয়েছে।

বুধবার দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনে জমা দিয়েছেন। মামলার সুপারিশ সংবলিত ওই অনুসন্ধান প্রতিবেদন বর্তমানে দুদকের মহাপরিচালক মো. জিয়াউদ্দিনের কাছে রয়েছে বলে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে।

জানা গেছে, ভুয়া মুক্তিযোদ্ধা ওয়াহিদুর রহমান জালিয়াতি করেই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছেন বলে অনুসন্ধানে নিশ্চিত হয়েছে দুদক। আর নিশ্চিত হয়েই তার বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে।

এর আগে গত ১৫ অক্টোবর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে এলজিইডির প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। ২৩ অক্টোবর তাকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

জিজ্ঞাসাবাদকালে মুক্তিযোদ্ধা হিসেবে ওয়াহিদুরের সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে দুদক। এসব কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই করে তার মুক্তিযোদ্ধা সনদ ভুয়া বলে প্রমাণিত হওয়ায় দুদক তার বিরুদ্ধে মামলার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দাখিল করে। কমিশন অনুমোদন দিলে দুদক তার বিরুদ্ধে মামলা করবে।

জানা যায়, শুধু ওয়াহিদুর রহমান একা নন, তার স্ত্রী সুফিয়া খাতুন এবং শ্যালক মো. মহিউদ্দিনও জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, দুদকের আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাও (এনএসআই) ওয়াহিদুর রহমানের সার্টিফিকেট জালিয়াতির সত্যতা পেয়েছে। আর এনএসআই’র রিপোর্টের প্রেক্ষিতেই দুদক তদন্ত শুরু করে। এই তদন্তের দায়িত্ব দেওয়া হয় দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারীকে। এরপর তিনি এ সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ শুরু করেন।

অনুসন্ধানকারী কর্মকর্তা ফরিদ আহমেদ ওয়াহিদুর রহমানের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেন। দুই দফায় তাগাদা দেওয়ার পর ২৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় ওয়াহিদুর রহমানের চাকরি সংক্রান্ত কাগজপত্র দুদকে পাঠায়।

দুদক থেকে লেখা চিঠিতে ওয়াহিদুর রহমান সম্পর্কে যেসব তথ্য চাওয়া হয় তারমধ্যে রয়েছে, (১) চাকরিতে যোগদানের সময় নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করেছিলেন কিনা, (২) মুক্তিবার্তায় নাম প্রকাশিত হয়েছিল কিনা, (৩) মুক্তিযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত সনদ গ্রহণ করেছেন কিনা এবং (৪) মুক্তিযুদ্ধের সময় তিনি কোন ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন এবং কোন সেক্টরে কোন অধিনায়কের/কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন।

ওয়াহিদুর রহমান সম্পর্কে যেসব তথ্য মন্ত্রণালয় থেকে সরবরাহ করা হয়েছে তাতে দেখা গেছে, ওয়াহিদুর রহমান চাকরিতে যোগদানের সময় নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেননি। মুক্তিবার্তার লাল বইটিতে তার নাম প্রকাশিত হয়নি। মুক্তিযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত সনদও তিনি পাননি। এছাড়া তিনি কোন ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, কোন সেক্টরে কোন অধিনায়ক/কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন এ সম্পর্কিত কোনো প্রমাণাদিও নেই। এতে বেকায়দায় পড়ে এসব বিষয়ে ওয়াহিদুর রহমান জাল কাগজপত্র সংগ্রহের চেষ্টা করেন।

এক পর্যায়ে ওয়াহিদুর রহমান এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী আতাউল্লাহ ভুঁইয়ার কাছ থেকে এই মর্মে একটি প্রত্যয়নপত্র নেওয়ার চেষ্টা করেছিলেন যে, “চাকরিতে ঢোকার সময় ওয়াহিদুর রহমান মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু, পরবর্তীতে কাগজপত্রের সঙ্গে তা হারিয়ে গেছে।” আতাউল্লাহ ভুঁইয়াকে এজন্য বড় অংকের অর্থের অফারও দিয়েছিলেন। কিন্তু, আতাউল্লাহ ভুঁইয়া তাতে রাজি হননি।

অন্য একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, কোন সেক্টরে ট্রেনিং বা কোন অধিনায়কের অধীনে যুদ্ধ করেছেন- এ সংক্রান্ত প্রমাণ হাজির করতে না পেরে ওয়াহিদুর রহমান বর্তমান রেলমন্ত্রী মো. মুজিবুল হককে নিয়ে যান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের কাছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে রেলমন্ত্রী বলেন, ওয়াহিদুর রহমান আমার অধীনে যুদ্ধ করেছেন। জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আপনি নিজেই তো যুদ্ধ করেননি। ভারত গিয়ে বসেছিলেন। আপনার অধীনে সে যুদ্ধ করলো কোথায়?ফলে এই অপচেষ্টাটিও ওয়াহিদুর রহমানের ব্যর্থ হয়েছে।

এদিকে, ওয়াহিদুর রহমানের স্ত্রী সুফিয়া খাতুন ও শ্যালক মহিউদ্দিনের সার্টিফিকেট জালিয়াতির তদন্ত শুরু করেছে এনএসআই। হিসাব করে দেখা গেছে, মুক্তিযুদ্ধের সময় সুফিয়া খাতুনের বয়স ছিলো ৯ বছর। তাছাড়া এখন তিনি যে সার্টিফিকেট সংগ্রহ করেছেন তাতে স্বামীর নাম নেই। স্বামীর নামের পরিবর্তে পিতা মৃত ফৈজদ্দিনের নাম দেখিয়েছেন সার্টিফিকেটে। গ্রাম-যন্ত্রাইল, উপজেলা-নবাবগঞ্জ, জেলা- ঢাকা। কেন তিনি স্বামীর নাম গোপন রাখলেন, এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ঢাকা নবাবগঞ্জের সাবেক থানা কমান্ডার তার এলাকার ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকাসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বরাবর একটি চিঠি দিয়েছেন। ভুয়া মুক্তিযোদ্ধার ১ নম্বরে রয়েছে সুফিয়া খাতুন ও ২ নম্বরে মো. মহি উদ্দিনের নাম। সাবেক এই থানা কমান্ডার তার চিঠিতে অভিযোগ করেন, এদের নাম মুক্তিবার্তায় নেই। তারপরও তৎকালীন প্রতিমন্ত্রী ক্যাপ্টেন তাজকে দিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে এদের নামে অবৈধভাবে গেজেট প্রকাশ করা হয়। তিনি এই ভুয়া মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করার অনুরোধ করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তার আবেদনের প্রেক্ষিতে বিষয়টি এনএসআই-তে তদন্তের জন্য পাঠান।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

এলজিইডির প্রধান প্রকৌশলীর সার্টিফিকেট জালিয়াতির সত্যতা পেয়েছে দুদক: মামলার সুপারিশ

আপডেট টাইম : ০৩:১৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম : clip_image001_56230 দেশের অন্যতম শীর্ষ দুর্নীতিবাজ বলে পরিচিত এলজিইডির প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট জালিয়াতির সত্যতা পেয়েছে দুদক। আর জালিয়াতির প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করারও সুপারিশ করা হয়েছে।

বুধবার দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনে জমা দিয়েছেন। মামলার সুপারিশ সংবলিত ওই অনুসন্ধান প্রতিবেদন বর্তমানে দুদকের মহাপরিচালক মো. জিয়াউদ্দিনের কাছে রয়েছে বলে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে।

জানা গেছে, ভুয়া মুক্তিযোদ্ধা ওয়াহিদুর রহমান জালিয়াতি করেই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছেন বলে অনুসন্ধানে নিশ্চিত হয়েছে দুদক। আর নিশ্চিত হয়েই তার বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে।

এর আগে গত ১৫ অক্টোবর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে এলজিইডির প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। ২৩ অক্টোবর তাকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

জিজ্ঞাসাবাদকালে মুক্তিযোদ্ধা হিসেবে ওয়াহিদুরের সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে দুদক। এসব কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই করে তার মুক্তিযোদ্ধা সনদ ভুয়া বলে প্রমাণিত হওয়ায় দুদক তার বিরুদ্ধে মামলার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দাখিল করে। কমিশন অনুমোদন দিলে দুদক তার বিরুদ্ধে মামলা করবে।

জানা যায়, শুধু ওয়াহিদুর রহমান একা নন, তার স্ত্রী সুফিয়া খাতুন এবং শ্যালক মো. মহিউদ্দিনও জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, দুদকের আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাও (এনএসআই) ওয়াহিদুর রহমানের সার্টিফিকেট জালিয়াতির সত্যতা পেয়েছে। আর এনএসআই’র রিপোর্টের প্রেক্ষিতেই দুদক তদন্ত শুরু করে। এই তদন্তের দায়িত্ব দেওয়া হয় দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারীকে। এরপর তিনি এ সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ শুরু করেন।

অনুসন্ধানকারী কর্মকর্তা ফরিদ আহমেদ ওয়াহিদুর রহমানের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেন। দুই দফায় তাগাদা দেওয়ার পর ২৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় ওয়াহিদুর রহমানের চাকরি সংক্রান্ত কাগজপত্র দুদকে পাঠায়।

দুদক থেকে লেখা চিঠিতে ওয়াহিদুর রহমান সম্পর্কে যেসব তথ্য চাওয়া হয় তারমধ্যে রয়েছে, (১) চাকরিতে যোগদানের সময় নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করেছিলেন কিনা, (২) মুক্তিবার্তায় নাম প্রকাশিত হয়েছিল কিনা, (৩) মুক্তিযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত সনদ গ্রহণ করেছেন কিনা এবং (৪) মুক্তিযুদ্ধের সময় তিনি কোন ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন এবং কোন সেক্টরে কোন অধিনায়কের/কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন।

ওয়াহিদুর রহমান সম্পর্কে যেসব তথ্য মন্ত্রণালয় থেকে সরবরাহ করা হয়েছে তাতে দেখা গেছে, ওয়াহিদুর রহমান চাকরিতে যোগদানের সময় নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেননি। মুক্তিবার্তার লাল বইটিতে তার নাম প্রকাশিত হয়নি। মুক্তিযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত সনদও তিনি পাননি। এছাড়া তিনি কোন ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, কোন সেক্টরে কোন অধিনায়ক/কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন এ সম্পর্কিত কোনো প্রমাণাদিও নেই। এতে বেকায়দায় পড়ে এসব বিষয়ে ওয়াহিদুর রহমান জাল কাগজপত্র সংগ্রহের চেষ্টা করেন।

এক পর্যায়ে ওয়াহিদুর রহমান এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী আতাউল্লাহ ভুঁইয়ার কাছ থেকে এই মর্মে একটি প্রত্যয়নপত্র নেওয়ার চেষ্টা করেছিলেন যে, “চাকরিতে ঢোকার সময় ওয়াহিদুর রহমান মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু, পরবর্তীতে কাগজপত্রের সঙ্গে তা হারিয়ে গেছে।” আতাউল্লাহ ভুঁইয়াকে এজন্য বড় অংকের অর্থের অফারও দিয়েছিলেন। কিন্তু, আতাউল্লাহ ভুঁইয়া তাতে রাজি হননি।

অন্য একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, কোন সেক্টরে ট্রেনিং বা কোন অধিনায়কের অধীনে যুদ্ধ করেছেন- এ সংক্রান্ত প্রমাণ হাজির করতে না পেরে ওয়াহিদুর রহমান বর্তমান রেলমন্ত্রী মো. মুজিবুল হককে নিয়ে যান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের কাছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে রেলমন্ত্রী বলেন, ওয়াহিদুর রহমান আমার অধীনে যুদ্ধ করেছেন। জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আপনি নিজেই তো যুদ্ধ করেননি। ভারত গিয়ে বসেছিলেন। আপনার অধীনে সে যুদ্ধ করলো কোথায়?ফলে এই অপচেষ্টাটিও ওয়াহিদুর রহমানের ব্যর্থ হয়েছে।

এদিকে, ওয়াহিদুর রহমানের স্ত্রী সুফিয়া খাতুন ও শ্যালক মহিউদ্দিনের সার্টিফিকেট জালিয়াতির তদন্ত শুরু করেছে এনএসআই। হিসাব করে দেখা গেছে, মুক্তিযুদ্ধের সময় সুফিয়া খাতুনের বয়স ছিলো ৯ বছর। তাছাড়া এখন তিনি যে সার্টিফিকেট সংগ্রহ করেছেন তাতে স্বামীর নাম নেই। স্বামীর নামের পরিবর্তে পিতা মৃত ফৈজদ্দিনের নাম দেখিয়েছেন সার্টিফিকেটে। গ্রাম-যন্ত্রাইল, উপজেলা-নবাবগঞ্জ, জেলা- ঢাকা। কেন তিনি স্বামীর নাম গোপন রাখলেন, এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ঢাকা নবাবগঞ্জের সাবেক থানা কমান্ডার তার এলাকার ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকাসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বরাবর একটি চিঠি দিয়েছেন। ভুয়া মুক্তিযোদ্ধার ১ নম্বরে রয়েছে সুফিয়া খাতুন ও ২ নম্বরে মো. মহি উদ্দিনের নাম। সাবেক এই থানা কমান্ডার তার চিঠিতে অভিযোগ করেন, এদের নাম মুক্তিবার্তায় নেই। তারপরও তৎকালীন প্রতিমন্ত্রী ক্যাপ্টেন তাজকে দিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে এদের নামে অবৈধভাবে গেজেট প্রকাশ করা হয়। তিনি এই ভুয়া মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করার অনুরোধ করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তার আবেদনের প্রেক্ষিতে বিষয়টি এনএসআই-তে তদন্তের জন্য পাঠান।