পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

‘আমার দেশে’ আগুন: শর্টসার্কিট নাকি ষড়যন্ত্র?

বাংলার খবর২৪.কমbsec_bhabon_banglanews24_783146078_56315_56324_56373 : রাজধানীর কারওয়ানবাজারে বিএসইসি ভবনের (বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশলী করপোরেশন) ১১ তলায় অবস্থিত ‘আমার দেশ’ পত্রিকা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে সৃষ্টি হয়েছে নানা ধরনের প্রশ্ন। এটি আসলেই আকস্মিক অগ্নিকাণ্ড নাকি কোনো ষড়যন্ত্র?

জানা যায়, অফিসটি স্থানান্তর করার জন্য বিএসইসি ভবনের ১১তলা থেকে মালামাল গুলশানের নিকেতনে নেয়ার জন্য শুক্রবার সকাল থেকেই অফিসের টেকনিশিয়ান বিভাগের কয়েকজন মালামাল প্রস্তুত করে ১১ তলা থেকে নিচে নামাচ্ছিলেন। ঠিক তখনই অফিসের স্টোর রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

‘আমার দেশ’ পত্রিকার টেকনিশিয়ান বিভাগের স্টাফ আহম্মদ আলী বলেন, শুক্রবার সকালে আমরা ১০জন কর্মী মালামাল প্রস্তুত করছিলাম। সবকিছু গুছিয়ে আমরা নিচে নামছিলাম। ইতোমধ্যেই দেখতে পেলাম অফিসের পেছনের পূর্ব দিক থেকে ধোঁয়া বেরোচ্ছে। তখন আমাদের স্বাভাবিক মনে হলেও আস্তে আস্তে যখন ধোঁয়া বাড়তে থাকে তখন আমরা চিৎকার করতে থাকি। উপায় না পেয়ে একপর্যায়ে ফায়ার সার্ভিসকে ফোন দিই।

এদিকে, দমকলবাহিনীর ১৪টি ইউনিট, র‌্যাব ও পুলিশের ২১টি টিম প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) বিগ্রেডিয়ার জেনারেল আলী আহমদ খান জানান, এই ভবনে আগুন নেভানোর সক্ষমতা আগের তুলনায় অনেক ভাল। তবে পর্যাপ্ত ফায়ার এক্সিস্ট নেই। ইলেকট্রনিক্স ডিভাইস অথবা দাহ্য পদার্থ থেকে আগুন লাগতে পারে বলেও জানান তিনি।

অন্যদিকে, আমার দেশ পত্রিকার সাংবাদিক মাহমুদা ডলি বলেন, ‘আমার দেশ’ পত্রিকাকে আগেই মেরে ফেলা হয়েছে। এখানে আগুন লাগেনি, লাগানো হয়েছে। আর এই আগুন লাগানোর মধ্যদিয়ে ‘আমার দেশের’ দাফন সম্পন্ন হল। এ অগ্নিকাণ্ডের ফলে পাঁচ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

৯ হাজার স্কয়ার ফিটের এই অফিসটিতে প্রায় ১১০টি কম্পিউটার, ৩৫টি এয়ারকন্ডিশনার, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ আরো অনেক যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক জানান, এটি শর্টসার্কিট না ষড়যন্ত্র তা খতিয়ে দেখা উচিত। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এদিন বিকেলে এক সংবাদ সম্মেলনে পত্রিকাটির নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, আমার দেশ পত্রিকা অফিসে অগ্নিকাণ্ড কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটি একটি রহস্যজনক ঘটনা।

এই পত্রিকাটির ওপর এযাবৎকাল যে নির্যাতন চালানো হয়েছে এটি তারই ধারাবাহিকতা বলেও উল্লেখ করেন তিনি।

বিএসইসি ভবনের সাত থেকে নয় তলা পর্যন্ত এনটিভির অফিস। এছাড়া পাঁচ থেকে ছয় তলায় রয়েছে আরটিভির অফিস। ১১ তলায় আগুনের সূত্রপাত হলেও অন্য কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে ২০০৭ সালে একই ভবনে এনটিভির অফিসে আগুন লাগে। যা আবারও পুনরাবৃত্তি ঘটলো ‘আমার দেশ’ অফিসে।

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করার দাবি জানিয়ে এনটিভির মালিক মোসাদ্দেক আলী ফালু বলেন, ২০০৭ সালের তদন্ত রিপোর্ট এখনও জমা দেয়া হয়নি। তখন সঠিকভাবে তদন্ত করা হলে আবারও একই ঘটনা ঘটতো না।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এবং আগামী সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে বলেও জানানো হয়।

অন্যদিকে, কারণ জানতে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ভবন কর্তৃপক্ষ। বিএসইসি চেয়ারম্যান মো. ইমতিয়াজ হোসেন জানান, বিএসইসির পরিচালক (অর্থ) সৈয়দ মোয়াজ্জেম হোসেনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ২০০৭ সালের অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের সব নির্দেশনা যথাযথভাবে পালন করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

‘আমার দেশে’ আগুন: শর্টসার্কিট নাকি ষড়যন্ত্র?

আপডেট টাইম : ০৩:৫৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কমbsec_bhabon_banglanews24_783146078_56315_56324_56373 : রাজধানীর কারওয়ানবাজারে বিএসইসি ভবনের (বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশলী করপোরেশন) ১১ তলায় অবস্থিত ‘আমার দেশ’ পত্রিকা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে সৃষ্টি হয়েছে নানা ধরনের প্রশ্ন। এটি আসলেই আকস্মিক অগ্নিকাণ্ড নাকি কোনো ষড়যন্ত্র?

জানা যায়, অফিসটি স্থানান্তর করার জন্য বিএসইসি ভবনের ১১তলা থেকে মালামাল গুলশানের নিকেতনে নেয়ার জন্য শুক্রবার সকাল থেকেই অফিসের টেকনিশিয়ান বিভাগের কয়েকজন মালামাল প্রস্তুত করে ১১ তলা থেকে নিচে নামাচ্ছিলেন। ঠিক তখনই অফিসের স্টোর রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

‘আমার দেশ’ পত্রিকার টেকনিশিয়ান বিভাগের স্টাফ আহম্মদ আলী বলেন, শুক্রবার সকালে আমরা ১০জন কর্মী মালামাল প্রস্তুত করছিলাম। সবকিছু গুছিয়ে আমরা নিচে নামছিলাম। ইতোমধ্যেই দেখতে পেলাম অফিসের পেছনের পূর্ব দিক থেকে ধোঁয়া বেরোচ্ছে। তখন আমাদের স্বাভাবিক মনে হলেও আস্তে আস্তে যখন ধোঁয়া বাড়তে থাকে তখন আমরা চিৎকার করতে থাকি। উপায় না পেয়ে একপর্যায়ে ফায়ার সার্ভিসকে ফোন দিই।

এদিকে, দমকলবাহিনীর ১৪টি ইউনিট, র‌্যাব ও পুলিশের ২১টি টিম প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) বিগ্রেডিয়ার জেনারেল আলী আহমদ খান জানান, এই ভবনে আগুন নেভানোর সক্ষমতা আগের তুলনায় অনেক ভাল। তবে পর্যাপ্ত ফায়ার এক্সিস্ট নেই। ইলেকট্রনিক্স ডিভাইস অথবা দাহ্য পদার্থ থেকে আগুন লাগতে পারে বলেও জানান তিনি।

অন্যদিকে, আমার দেশ পত্রিকার সাংবাদিক মাহমুদা ডলি বলেন, ‘আমার দেশ’ পত্রিকাকে আগেই মেরে ফেলা হয়েছে। এখানে আগুন লাগেনি, লাগানো হয়েছে। আর এই আগুন লাগানোর মধ্যদিয়ে ‘আমার দেশের’ দাফন সম্পন্ন হল। এ অগ্নিকাণ্ডের ফলে পাঁচ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

৯ হাজার স্কয়ার ফিটের এই অফিসটিতে প্রায় ১১০টি কম্পিউটার, ৩৫টি এয়ারকন্ডিশনার, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ আরো অনেক যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক জানান, এটি শর্টসার্কিট না ষড়যন্ত্র তা খতিয়ে দেখা উচিত। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এদিন বিকেলে এক সংবাদ সম্মেলনে পত্রিকাটির নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, আমার দেশ পত্রিকা অফিসে অগ্নিকাণ্ড কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটি একটি রহস্যজনক ঘটনা।

এই পত্রিকাটির ওপর এযাবৎকাল যে নির্যাতন চালানো হয়েছে এটি তারই ধারাবাহিকতা বলেও উল্লেখ করেন তিনি।

বিএসইসি ভবনের সাত থেকে নয় তলা পর্যন্ত এনটিভির অফিস। এছাড়া পাঁচ থেকে ছয় তলায় রয়েছে আরটিভির অফিস। ১১ তলায় আগুনের সূত্রপাত হলেও অন্য কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে ২০০৭ সালে একই ভবনে এনটিভির অফিসে আগুন লাগে। যা আবারও পুনরাবৃত্তি ঘটলো ‘আমার দেশ’ অফিসে।

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করার দাবি জানিয়ে এনটিভির মালিক মোসাদ্দেক আলী ফালু বলেন, ২০০৭ সালের তদন্ত রিপোর্ট এখনও জমা দেয়া হয়নি। তখন সঠিকভাবে তদন্ত করা হলে আবারও একই ঘটনা ঘটতো না।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এবং আগামী সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে বলেও জানানো হয়।

অন্যদিকে, কারণ জানতে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ভবন কর্তৃপক্ষ। বিএসইসি চেয়ারম্যান মো. ইমতিয়াজ হোসেন জানান, বিএসইসির পরিচালক (অর্থ) সৈয়দ মোয়াজ্জেম হোসেনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ২০০৭ সালের অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের সব নির্দেশনা যথাযথভাবে পালন করা হয়েছে বলেও জানান তিনি।