পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

বঙ্গোপসাগরে এখনো নিখোঁজ ৪৬ জেলে

ভোলা : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভোলার চরফ্যাশনে ঢালচরের দক্ষিণে ডুবে যাওয়া ১১টি মাছ ধরার ট্রলারের নিখোঁজ ১৫৬ জন জেলের মধ্যে ১১০ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন ৪৬ জন জেলে।

রোববার রাত আটটায় এ দুর্ঘটনা ঘটে বলে জেলেরা জানিয়েছেন।

ঢালচরের মৎস্য ব্যবসায়ী শাহে আলম ফরাজী  জানায়, ঢালচরের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কাদের, ছালাম, বাশার, জাহের, কুট্টি, জনু  ও শিবচরের সাগর মোহনায় ছিদ্দিক, আলী, সিরাজ, শাহজান ও ঢালচরের আ. লীগ নেতা আ. ছালাম হাওলাদারের ট্রলারগুলো ডুবে যায়। ডুবে যাওয়া ১১টি ট্রলারের ১৫৬ জেলের মধ্যে এ পর্যন্ত ১১০ জেলেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৪৬ জেলে।

ঢালচরের জেলেরা জানায়, ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে কাদের মাঝির ট্রলারে ১৬ জন, আ. ছালাম মাঝির ট্রলারে ১৬ জন, বাশার মাঝির ট্রলারে ১৬ জন, জাহের মাঝির ট্রলারে ১৩ জন, কুট্টি মাঝির ট্রলারে ১৩ জন, জনু মাঝির ট্রলারে ১৩ জন, ছিদ্দিক মাঝির ট্রলারে ১৫ জন, আলী মাঝির ট্রলারে ১০ জন, সিরাজ মাঝির ট্রলারে ১৩ জন, শাহজান মাঝির ট্রলারে ১৩ জন এবং আ. ছালাম হাওলাদারের ট্রলারে ১৮ জন জেলে ছিল।

সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১টি ট্রলারের ৪৬ জন জেলে এখনো নিখোঁজ রয়েছে। এদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে উদ্ধার হওয়া জেলেদের মধ্যে গুরুতর আহত তিন জেলেকে সোমবার সকালে ঢালচর বাজারে এনে চিকিৎসা দেয়া হয়েছে।

গুরুতর আহত ওই জেলেরা হচ্ছেন- মাহে আলম (২৬), রিয়াদ (১৪) ও আ. আলী মাঝি (৪৫)।

এদিকে ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই জাফর শেখ জানান, বঙ্গোপসাগরে ট্রলার ডুবির খবর পাওয়ার পর আমরা উদ্ধারে নামি। বর্তমানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর এখনো উত্তাল হওয়ায় উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

বঙ্গোপসাগরে এখনো নিখোঁজ ৪৬ জেলে

আপডেট টাইম : ০৫:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০১৪

ভোলা : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভোলার চরফ্যাশনে ঢালচরের দক্ষিণে ডুবে যাওয়া ১১টি মাছ ধরার ট্রলারের নিখোঁজ ১৫৬ জন জেলের মধ্যে ১১০ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন ৪৬ জন জেলে।

রোববার রাত আটটায় এ দুর্ঘটনা ঘটে বলে জেলেরা জানিয়েছেন।

ঢালচরের মৎস্য ব্যবসায়ী শাহে আলম ফরাজী  জানায়, ঢালচরের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কাদের, ছালাম, বাশার, জাহের, কুট্টি, জনু  ও শিবচরের সাগর মোহনায় ছিদ্দিক, আলী, সিরাজ, শাহজান ও ঢালচরের আ. লীগ নেতা আ. ছালাম হাওলাদারের ট্রলারগুলো ডুবে যায়। ডুবে যাওয়া ১১টি ট্রলারের ১৫৬ জেলের মধ্যে এ পর্যন্ত ১১০ জেলেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৪৬ জেলে।

ঢালচরের জেলেরা জানায়, ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে কাদের মাঝির ট্রলারে ১৬ জন, আ. ছালাম মাঝির ট্রলারে ১৬ জন, বাশার মাঝির ট্রলারে ১৬ জন, জাহের মাঝির ট্রলারে ১৩ জন, কুট্টি মাঝির ট্রলারে ১৩ জন, জনু মাঝির ট্রলারে ১৩ জন, ছিদ্দিক মাঝির ট্রলারে ১৫ জন, আলী মাঝির ট্রলারে ১০ জন, সিরাজ মাঝির ট্রলারে ১৩ জন, শাহজান মাঝির ট্রলারে ১৩ জন এবং আ. ছালাম হাওলাদারের ট্রলারে ১৮ জন জেলে ছিল।

সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১টি ট্রলারের ৪৬ জন জেলে এখনো নিখোঁজ রয়েছে। এদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে উদ্ধার হওয়া জেলেদের মধ্যে গুরুতর আহত তিন জেলেকে সোমবার সকালে ঢালচর বাজারে এনে চিকিৎসা দেয়া হয়েছে।

গুরুতর আহত ওই জেলেরা হচ্ছেন- মাহে আলম (২৬), রিয়াদ (১৪) ও আ. আলী মাঝি (৪৫)।

এদিকে ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই জাফর শেখ জানান, বঙ্গোপসাগরে ট্রলার ডুবির খবর পাওয়ার পর আমরা উদ্ধারে নামি। বর্তমানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর এখনো উত্তাল হওয়ায় উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটছে।