অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু ।

‘প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের রেহাই দেয়া হবে না’

ঢাকা : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রশ্নপত্র ফাঁস, বিক্রি বা হস্তান্তর করা, ফেসবুকে দেয়া, প্রচার-প্রচারণা চালানোর সঙ্গে জড়িতদের এবার রেহাই দেয়া হবে না।

বৃহস্পতিবার আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা ২০১৫ সুষ্ঠু ও ইতিবাচক পরিবেশে নেয়ার লক্ষ্যে পরীক্ষা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন তিনি। আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সকলকে এসব অপতৎপরতার সঙ্গে জড়িতদের ধরতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

প্রশ্নপত্র বা সাজেশন সত্য-মিথ্যা যা-ই হোক- কারো কাছে পাওয়া গেলে বা কেউ ফেসবুকে দিলে পরীক্ষা সম্পর্কিত আইন ১৯৮০ এবং তথ্য-প্রযুক্তি আইনে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে মামলা করার পরামর্শ দেন তিনি।

সভায় শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব এএস মাহমুদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহমিদা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর দিলারা হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

নাহিদ বলেন, বিজি প্রেসে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ছাপানো শুরু হয়েছে। আজ থেকেই বিজি প্রেসকে কঠোর গোয়েন্দা নজরদারিতে আনা হয়েছে। দেশের সকল কোচিং সেন্টার, সাইবার ক্যাফে, ফটোকপি দোকানগুলোও নজরদারির আওতায় রয়েছে।

মন্ত্রী বলেন, বিজি প্রেসের অভ্যন্তরীণ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্ট কক্ষগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রয়োজনে সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল বাড়ানো হবে।

শিক্ষামন্ত্রী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে ইতিবাচক পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে সর্বাত্মক সতর্ক থাকার আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ

‘প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের রেহাই দেয়া হবে না’

আপডেট টাইম : ০৩:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০১৪

ঢাকা : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রশ্নপত্র ফাঁস, বিক্রি বা হস্তান্তর করা, ফেসবুকে দেয়া, প্রচার-প্রচারণা চালানোর সঙ্গে জড়িতদের এবার রেহাই দেয়া হবে না।

বৃহস্পতিবার আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা ২০১৫ সুষ্ঠু ও ইতিবাচক পরিবেশে নেয়ার লক্ষ্যে পরীক্ষা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন তিনি। আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সকলকে এসব অপতৎপরতার সঙ্গে জড়িতদের ধরতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

প্রশ্নপত্র বা সাজেশন সত্য-মিথ্যা যা-ই হোক- কারো কাছে পাওয়া গেলে বা কেউ ফেসবুকে দিলে পরীক্ষা সম্পর্কিত আইন ১৯৮০ এবং তথ্য-প্রযুক্তি আইনে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে মামলা করার পরামর্শ দেন তিনি।

সভায় শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব এএস মাহমুদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহমিদা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর দিলারা হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

নাহিদ বলেন, বিজি প্রেসে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ছাপানো শুরু হয়েছে। আজ থেকেই বিজি প্রেসকে কঠোর গোয়েন্দা নজরদারিতে আনা হয়েছে। দেশের সকল কোচিং সেন্টার, সাইবার ক্যাফে, ফটোকপি দোকানগুলোও নজরদারির আওতায় রয়েছে।

মন্ত্রী বলেন, বিজি প্রেসের অভ্যন্তরীণ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্ট কক্ষগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রয়োজনে সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল বাড়ানো হবে।

শিক্ষামন্ত্রী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে ইতিবাচক পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে সর্বাত্মক সতর্ক থাকার আহ্বান জানান।