পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার

সংসদে খালেদার সমালোচনায় মুখর আজাদ-হাছান

ঢাকা: ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়’- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সরকারদলীয় দুই সংসদ সদস্য সাবেক সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ এবং সাবেক বনমন্ত্রী ড. হাছান মাহমুদ। তারা বলেছেন, খালেদা জিয়ার কর্মকাণ্ডই বরং বলে দেয় তিনি যুদ্ধাপরাধীদের পক্ষে।

রোববার দশম সংসদের চতুর্থ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তারা এসব কথা বলেন।

কুমিল্লায় শনিবার এক জনসভায় খালেদা জিয়া দাবি করেন ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়’ ও ‘গণতন্ত্রে বিশ্বাস করে না’।

খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে প্রথমে আবুল কালাম আজাদ বলেন, “৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। খালেদা জিয়ার স্মরণশক্তি কমে গেছে। তিনি এখন উল্টাপাল্টা কথা বলছেন।”

আবুল কালাম আজাদ আরো বলেন, “খালেদা জিয়া নির্বাচনে অংশ নেননি। ক্ষমতা পেতে তিনি নানা জায়গায় ধরনা দিচ্ছেন। আমেরিকার উপমন্ত্রীও না, একজন অ্যাসিস্টেন্ট মিনিস্টারের কাছে ধরনা দিচ্ছেন। ভারতের নির্বাচনের পর তিনি সেখানেও ধরনা দিয়েছেন। এখন পাকিস্তানের কাছে ধরনা দিচ্ছেন। পৃথিবীতে সবাই জানেন, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছি।”

খালেদাকে উদ্দেশ করে আবুল কালাম আজাদ বলেন, “আপনি সঠিক ইতিহাস জানেন না। নতুন প্রজন্মের কাছেও ইতিহাস তুলে ধরতে চান না। আপনার এ চেষ্টা সফল হবে না।”

খালেদা প্রতি আহ্বান জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, “যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করেন। বড় বড় কথা বহু বলেছেন। আপনি সাবেক প্রধানমন্ত্রী, নিজের মর্যাদা রক্ষা করার জন্য এসব কথা থেকে বিরত থাকুন।”

একই প্রসঙ্গে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “খালেদা তার বক্তব্যে বলেছেন, আওয়ামী লীগ কোনো মুক্তিযুদ্ধের দল নয়। খালেদা জিয়া তার স্বামীর আহ্বানে সাড়া না দিয়ে পাকিস্তানিদের আতিথেয়তায় পুরো নয় মাস ছিলেন। তাতেই বোঝা যায় তিনি কোন পক্ষের।”

হাছান মাহমুদ বলেন, “যুদ্ধাপরাধীদের গাড়িতে তিনি (খালেদা)লাল-সবুজের পতাকা লাগিয়ে দিয়েছেন। তিনি রাজাকারদের মুক্তিযুদ্ধের দল মনে করেন। তিনি যখন যুদ্ধাপরাধীদের সঙ্গে জোট গঠন করেন, তখন বোঝা যায়, তার আনুগত্য আসলে কোথায়।”

Tag :

বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা!

সংসদে খালেদার সমালোচনায় মুখর আজাদ-হাছান

আপডেট টাইম : ০৩:১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০১৪

ঢাকা: ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়’- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সরকারদলীয় দুই সংসদ সদস্য সাবেক সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ এবং সাবেক বনমন্ত্রী ড. হাছান মাহমুদ। তারা বলেছেন, খালেদা জিয়ার কর্মকাণ্ডই বরং বলে দেয় তিনি যুদ্ধাপরাধীদের পক্ষে।

রোববার দশম সংসদের চতুর্থ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তারা এসব কথা বলেন।

কুমিল্লায় শনিবার এক জনসভায় খালেদা জিয়া দাবি করেন ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়’ ও ‘গণতন্ত্রে বিশ্বাস করে না’।

খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে প্রথমে আবুল কালাম আজাদ বলেন, “৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। খালেদা জিয়ার স্মরণশক্তি কমে গেছে। তিনি এখন উল্টাপাল্টা কথা বলছেন।”

আবুল কালাম আজাদ আরো বলেন, “খালেদা জিয়া নির্বাচনে অংশ নেননি। ক্ষমতা পেতে তিনি নানা জায়গায় ধরনা দিচ্ছেন। আমেরিকার উপমন্ত্রীও না, একজন অ্যাসিস্টেন্ট মিনিস্টারের কাছে ধরনা দিচ্ছেন। ভারতের নির্বাচনের পর তিনি সেখানেও ধরনা দিয়েছেন। এখন পাকিস্তানের কাছে ধরনা দিচ্ছেন। পৃথিবীতে সবাই জানেন, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছি।”

খালেদাকে উদ্দেশ করে আবুল কালাম আজাদ বলেন, “আপনি সঠিক ইতিহাস জানেন না। নতুন প্রজন্মের কাছেও ইতিহাস তুলে ধরতে চান না। আপনার এ চেষ্টা সফল হবে না।”

খালেদা প্রতি আহ্বান জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, “যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করেন। বড় বড় কথা বহু বলেছেন। আপনি সাবেক প্রধানমন্ত্রী, নিজের মর্যাদা রক্ষা করার জন্য এসব কথা থেকে বিরত থাকুন।”

একই প্রসঙ্গে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “খালেদা তার বক্তব্যে বলেছেন, আওয়ামী লীগ কোনো মুক্তিযুদ্ধের দল নয়। খালেদা জিয়া তার স্বামীর আহ্বানে সাড়া না দিয়ে পাকিস্তানিদের আতিথেয়তায় পুরো নয় মাস ছিলেন। তাতেই বোঝা যায় তিনি কোন পক্ষের।”

হাছান মাহমুদ বলেন, “যুদ্ধাপরাধীদের গাড়িতে তিনি (খালেদা)লাল-সবুজের পতাকা লাগিয়ে দিয়েছেন। তিনি রাজাকারদের মুক্তিযুদ্ধের দল মনে করেন। তিনি যখন যুদ্ধাপরাধীদের সঙ্গে জোট গঠন করেন, তখন বোঝা যায়, তার আনুগত্য আসলে কোথায়।”