পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

গর্ভবতী না হয়েও এই গরুর দুধ ফুরোচ্ছে

অবাক পৃথিবী! সোনার ডিম পাড়া হাঁসের গল্প আমরা অনেকেই পড়েছি। কিন্তু বাস্তবের ঘটনায় দেখা যাচ্ছে হাঁসের জায়গায় আসলে হবে গরু। গরুর উপকারিতা নিয়ে স্কুল জীবনের প্রথম রচনাতে নানা ‘ক্রিয়েটিভ-কসরত’ আমরা কমবেশি সকলেই।করেছি। কিন্তু বিশ্বে এমন কিছু ঘটনা ঘটে যার চটজলদি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না। ভারতের উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার এই গরুটির ঘটনাটিও খানিকটা সেই গোত্রেরই। দেওরিয়া জেলার একটি গরু গত সাত বছর ধরে একনাগাড়ে প্রত্যেক দিন কয়েক লিটার করে দুধ দিয়ে যাচ্ছে। অথচ গরুটি একবারও গর্ভবতী হয়নি।

গ্রামের লোকে তার নাম দিয়েছে ‘কামধেনু’। অনেকে দেবতা জ্ঞানে পূজাও করে। তা বটে! এরকম অতিপ্রাকৃতিক ঘটনা ঘটালে মানুষের আর দোষ কি!

গরুটির মালিক ভরত জানালেন, ২০০৭ সালে জন্ম হয় গরুটির। একটু বড় হতেই সে হঠাৎ দুধ দিতে শুরু করে। গর্ভবতী হলে বা বাছুরের জন্ম দিলে গরু দেয়। এটাই প্রাকৃতিক নিয়ম। কিন্তু কামধেনুর ক্ষেত্রে বিষয়টি একেবারেই অন্যরকম হয়। চিকিৎসকরা জানান, গরুটি গর্ভবতী হয়নি। এবং সেই শুরু। গত সাত বছরে একটি বাছুরও জন্ম দেয়নি গরুটি। অথচ রোজ নিয়ম করে দিনে দু’বার কম করে ৪ লিটার দুধ দেয় এই গরু। চিকিৎসকরাও এর কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

এই আশ্চর্য গরুটিকে কেনার জন্য বহু লোক ভরতকে মোটা টাকার প্রস্তাব দিয়েছে। কিন্তু ভরত সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। ভরতের কথায়, ‘কয়েক মাস আগেই বিহারের এক ব্যক্তি গরুটি কেনার জন্য ১ লক্ষ রুপির প্রস্তাব দেন।’ তবে গরুটি আদৌ বিক্রি করতে নারাজ তিনি। গ্রামের মানুষও চায় না, তাদের সাধের কামধেনু বেহাত হয়ে যাক।– ওয়েবসাইট।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

গর্ভবতী না হয়েও এই গরুর দুধ ফুরোচ্ছে

আপডেট টাইম : ০৩:৩১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০১৪

অবাক পৃথিবী! সোনার ডিম পাড়া হাঁসের গল্প আমরা অনেকেই পড়েছি। কিন্তু বাস্তবের ঘটনায় দেখা যাচ্ছে হাঁসের জায়গায় আসলে হবে গরু। গরুর উপকারিতা নিয়ে স্কুল জীবনের প্রথম রচনাতে নানা ‘ক্রিয়েটিভ-কসরত’ আমরা কমবেশি সকলেই।করেছি। কিন্তু বিশ্বে এমন কিছু ঘটনা ঘটে যার চটজলদি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না। ভারতের উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার এই গরুটির ঘটনাটিও খানিকটা সেই গোত্রেরই। দেওরিয়া জেলার একটি গরু গত সাত বছর ধরে একনাগাড়ে প্রত্যেক দিন কয়েক লিটার করে দুধ দিয়ে যাচ্ছে। অথচ গরুটি একবারও গর্ভবতী হয়নি।

গ্রামের লোকে তার নাম দিয়েছে ‘কামধেনু’। অনেকে দেবতা জ্ঞানে পূজাও করে। তা বটে! এরকম অতিপ্রাকৃতিক ঘটনা ঘটালে মানুষের আর দোষ কি!

গরুটির মালিক ভরত জানালেন, ২০০৭ সালে জন্ম হয় গরুটির। একটু বড় হতেই সে হঠাৎ দুধ দিতে শুরু করে। গর্ভবতী হলে বা বাছুরের জন্ম দিলে গরু দেয়। এটাই প্রাকৃতিক নিয়ম। কিন্তু কামধেনুর ক্ষেত্রে বিষয়টি একেবারেই অন্যরকম হয়। চিকিৎসকরা জানান, গরুটি গর্ভবতী হয়নি। এবং সেই শুরু। গত সাত বছরে একটি বাছুরও জন্ম দেয়নি গরুটি। অথচ রোজ নিয়ম করে দিনে দু’বার কম করে ৪ লিটার দুধ দেয় এই গরু। চিকিৎসকরাও এর কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

এই আশ্চর্য গরুটিকে কেনার জন্য বহু লোক ভরতকে মোটা টাকার প্রস্তাব দিয়েছে। কিন্তু ভরত সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। ভরতের কথায়, ‘কয়েক মাস আগেই বিহারের এক ব্যক্তি গরুটি কেনার জন্য ১ লক্ষ রুপির প্রস্তাব দেন।’ তবে গরুটি আদৌ বিক্রি করতে নারাজ তিনি। গ্রামের মানুষও চায় না, তাদের সাধের কামধেনু বেহাত হয়ে যাক।– ওয়েবসাইট।