অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

সেরারাই সিরিজ জিতেছে: ম্যাঙ্গোঙ্গো

ঢাকা: বাংলাদেশ সফরে প্রায় এক মাসের বেশি সময় কাটালেও জয়হীন অবস্থাতেই দেশে ফিরতে হচ্ছে জিম্বাবুয়েকে।

তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে সফরকারীরা।

কিছু ম্যাচে প্রতিরোধ গড়তে পারলেও অধিকাংশ ম্যাচে টাইগারদের বিপক্ষে দাড়াতেই পারেনি জিম্বাবুয়ে দল। টেস্ট-ওয়ানডে দুই সিরিজেই জিম্বাবুয়ের থেকে সব সময় পরিস্কার ব্যবধানে এগিয়ে থেকেছে টাইগাররা। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়ে সে কথা স্বীকারও করলেন জিম্বাবুয়ে কোচ ম্যাঙ্গোঙ্গো।

মঙ্গোঙ্গোর মতে, যোগ্য দল হিসেবেই সিরিজ জিতেছে বাংলাদেশ।

সোমবার ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়ে ম্যাঙ্গোঙ্গো বলেছেন, ৫-০ তে সিরিজ হেরে হতাশ আমরা। কমপক্ষে একটি কিংবা দুটি ম্যাচ জয়ের সুযোগ ছিল আমাদের। এর আগে ম্যাচে আমরা ২১ রানে হেরেছিলাম। তবে বাংলাদেশ অনেক ভালো খেলেছে। এজন্য তাদের ক্রেডিট দিতেই হবে। যোগ্য দল হিসেবেই সিরিজ জিতেছে তারা।

চলতি বছরের শুরু থেকে হারের বৃত্তে বন্দি থাকার পর হঠাৎ করেই জিম্বাবুয়ের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

ম্যাঙ্গোঙ্গোর মতে, এই মুহূর্তে যেকোনো দলের বিপক্ষেই জিততে পারবে টাইগাররা।

এ বিষয়ে জিম্বাবুয়ে কোচ বলেছেন, ‘আমি আগেই বলেছিলাম, বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। তারা ভালো ক্রিকেট খেলে। নিজেদের মাঠে টাইগাররা খুবই ভালো দল। আমার মনে হয়, এই অবস্থাতে তারা যে কোনও দলকে হারাতে পারে। তাদের ভালো বোলার রয়েছে। তাদের সিনিয়র ব্যাটসম্যানরাও ফর্মে ফিরেছে। তারা আমাদের হারিয়েছে, আমি বাংলাদেশকেই ক্রেডিট দিব।

চরম হতাশার মধ্যদিয়ে বাংলাদেশ সিরিজ শেষ হলেও এরপর থেকেই দল হিসেবে ঘুরে দাড়াতে চায় জিম্বাবুয়ে।

এ বিষয়ে জিম্বাবুয়ে কোচ বলেছেন, আমাদের ক্রিকেটাররা পেশাদার। আমরা কঠোর পরিশ্রম চালিয়ে যাব। যাতে ভালো জুটি গড়তে পারি ও উইকেট ধরে রেখে খেলতে পারি। আমরা নিজেদের শোধরাতে চাই। আমরা যদি ভুলগুলো শোধরাতে পারি, আশা করি আমরা কিছু ম্যাচ জিততে পারব। এবং ঘুরে দাঁড়াতে পারবো।’

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

সেরারাই সিরিজ জিতেছে: ম্যাঙ্গোঙ্গো

আপডেট টাইম : ০৬:৫৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০১৪

ঢাকা: বাংলাদেশ সফরে প্রায় এক মাসের বেশি সময় কাটালেও জয়হীন অবস্থাতেই দেশে ফিরতে হচ্ছে জিম্বাবুয়েকে।

তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে সফরকারীরা।

কিছু ম্যাচে প্রতিরোধ গড়তে পারলেও অধিকাংশ ম্যাচে টাইগারদের বিপক্ষে দাড়াতেই পারেনি জিম্বাবুয়ে দল। টেস্ট-ওয়ানডে দুই সিরিজেই জিম্বাবুয়ের থেকে সব সময় পরিস্কার ব্যবধানে এগিয়ে থেকেছে টাইগাররা। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়ে সে কথা স্বীকারও করলেন জিম্বাবুয়ে কোচ ম্যাঙ্গোঙ্গো।

মঙ্গোঙ্গোর মতে, যোগ্য দল হিসেবেই সিরিজ জিতেছে বাংলাদেশ।

সোমবার ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়ে ম্যাঙ্গোঙ্গো বলেছেন, ৫-০ তে সিরিজ হেরে হতাশ আমরা। কমপক্ষে একটি কিংবা দুটি ম্যাচ জয়ের সুযোগ ছিল আমাদের। এর আগে ম্যাচে আমরা ২১ রানে হেরেছিলাম। তবে বাংলাদেশ অনেক ভালো খেলেছে। এজন্য তাদের ক্রেডিট দিতেই হবে। যোগ্য দল হিসেবেই সিরিজ জিতেছে তারা।

চলতি বছরের শুরু থেকে হারের বৃত্তে বন্দি থাকার পর হঠাৎ করেই জিম্বাবুয়ের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

ম্যাঙ্গোঙ্গোর মতে, এই মুহূর্তে যেকোনো দলের বিপক্ষেই জিততে পারবে টাইগাররা।

এ বিষয়ে জিম্বাবুয়ে কোচ বলেছেন, ‘আমি আগেই বলেছিলাম, বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। তারা ভালো ক্রিকেট খেলে। নিজেদের মাঠে টাইগাররা খুবই ভালো দল। আমার মনে হয়, এই অবস্থাতে তারা যে কোনও দলকে হারাতে পারে। তাদের ভালো বোলার রয়েছে। তাদের সিনিয়র ব্যাটসম্যানরাও ফর্মে ফিরেছে। তারা আমাদের হারিয়েছে, আমি বাংলাদেশকেই ক্রেডিট দিব।

চরম হতাশার মধ্যদিয়ে বাংলাদেশ সিরিজ শেষ হলেও এরপর থেকেই দল হিসেবে ঘুরে দাড়াতে চায় জিম্বাবুয়ে।

এ বিষয়ে জিম্বাবুয়ে কোচ বলেছেন, আমাদের ক্রিকেটাররা পেশাদার। আমরা কঠোর পরিশ্রম চালিয়ে যাব। যাতে ভালো জুটি গড়তে পারি ও উইকেট ধরে রেখে খেলতে পারি। আমরা নিজেদের শোধরাতে চাই। আমরা যদি ভুলগুলো শোধরাতে পারি, আশা করি আমরা কিছু ম্যাচ জিততে পারব। এবং ঘুরে দাঁড়াতে পারবো।’