অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

সফল হয়েছি, কিন্তু…

সফল হয়েছেন, কিন্তু ভুললে চলবে না৷ কী তাই ভাবছেন তো? কিছুই না জীবনে চলার পথে সোজা-সাপটা কয়েকটা রেজিলিউশন৷ আসলে জীবনে সাফল্য পাওয়ার পরপরই আমরা অনেক কিছুকেই ভুলে যাই বা এড়িয়ে যাই৷ আর এর মধ্যে প্রধান হচ্ছে ব্যর্থতা৷ কিন্তু মনে রাখতে হবে জীবনে সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও আসবে৷ তাই নেতিবাচক পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার মানসিকতা সবসময়ই রাখতে হবে৷ তাছাড়া সাফল্যের চূড়ায় থাকাকালীন কয়েকটা সহজ কথা মাথায় রাখলেই সম্ভব হবে যেকোনো পরিস্থিতি বা বলা ভালো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন করা৷

১. সবার আগে অতীত নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা বন্ধ করুন৷ আগে যা ঘটে গেছে, তা তো আপনি চাইলেও আর বদলাতে পারবেন না৷ তাই সবসময় নিজের বর্তমান সাফল্যের চিন্তায় বিভোর না থেকে চেষ্টা করুন নিজের পুরনো ভুলত্রুটিগুলো থেকে শিক্ষা নিতে৷ আজকে হয়তো আপনি সাফল্য পেয়েছেন, কাল না-ও পেতে পারেন৷ তাই বর্তমানে অতীতের ছায়া না ফেলে চেষ্টা করুন সেখান থেকে এমন কিছু শিখতে যা আপনার আগামী দিনগুলোকে আরও মসৃণ করবে৷

২. সাফল্য পেয়ে আমরা অনেকসময়ই সমস্যার কথা ভাবি না অথবা সমস্যার গভীরে গিয়ে কোনো বিষয়কে দেখি না৷মু খে সর্বক্ষণ ঘুরতে থাকে সমাধানেরই কথা৷ কিন্তু চারপাশে যদি সত্যিই কোনো পারিবারিক বা কার্যগত সমস্যা থাকে, চেষ্টা করুন সেটা শুরু থেকে ভাবতে৷ খুঁটিয়ে পর্যবেক্ষণ করুন সবকিছু৷

৩. চারপাশের লোকজনের মতামত শোনাটাও কিন্তু জরুরি৷ সেটা মানা না-মানা আপনার ব্যক্তিগত ব্যাপার৷ কিন্তু আজ আপনি জীবনে সফল বলে কেউ কিছু বললে নেগেটিভ রি-অ্যাক্ট করাটা কিন্তু মানায় না৷ কারণ কালকে আপনার অসময়ে আপনার মন্তব্যে কেউ যদি প্রতিবাদ করে তখন আপনার কেমন লাগবে সেটা কখনও ভেবে দেখেছেন কি?

৪. নিজে কী করতে চান সে ব্যাপারে সম্পূর্ণ ফোকাসড থাকুন৷ আর ধৈর্য ধরুন৷ সব কিছু আপনার হাতের মুঠোয় রয়েছে বলে কোনো ব্যাপারেই কোনো অপেক্ষা করব না, এই মানসিকতা যদি আপনার থাকে, তাহলে অবিলম্বে তা বর্জন করুন৷ অফিসে প্রোমোশনই হোক, নতুন কিছু শেখাই হোক বা নিজেকে মেন্টেন করা হোক, কোনো কিছুতেই রাতারাতি রেজাল্ট আসবে না, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে৷ ওই যে কথায় বলে না কষ্ট করলে কেষ্ট মেলে৷ অপেক্ষা করতে করতে হতাশা আসলেও কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না৷

৫. সাফল্য পেলেও অনেকেই কিন্তু সেই সাফল্য ধরে রাখার ক্ষেত্রে যথেষ্ট সন্দিহান হয়ে পড়েন৷ নিজের পুরনো কাজগুলো খুঁটিয়ে দেখে খামতিগুলো শুধরে নিন আর কখনও নিজের উপর আস্থা হারাবেন না৷ মনে রাখবেন যারা আপনাকে যোগ্য মনে করেছিল, তারা অবশ্যই আপনার সাফল্যের ধারা বজায় রাখার ব্যাপারে নিশ্চিত৷ তাই আত্মবিশ্বাস চলে গেলে তো চলবে না৷

৬. কোথায় এবং কখন না বলতে হবে , সে বিষয়ে কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে৷ ঘর হোক বা বাইরে একসঙ্গে অনেক কাজ হাতে নিয়ে ফেললে কিন্তু মুশকিল হবে আপনারই৷ আর এটা যদি না করতে পারেন অতিরিক্ত চাপে কিন্তু একসময় কাজে কাঙ্খিত সাফল্য মিলবে না৷ আর তখনই পিছিয়ে পড়ার ভয় আপনাকে চেপে ধরবে৷

৭. যদি কোনো সময় একটা পুরো দিন ভালো না-ও কাটে তবে সেটাকে মাথায় রেখে অকারণ অবসাদে ভুগবেন না৷ ভালো দিন যেমন থাকে, খারাপ দিনও তো জীবনে আসবে৷ কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা ছোটখাটো ব্যাপারে নিত্যদিনের অবসাদগুলোকে দূরে সরিয়ে রাখতে পারি না৷ আদতে তো আমরা মানুষ, দিনের শেষে আমাদের সকলেরই কমবেশি খামতি থেকেই যায়৷ আর এই সহজ সত্যিটাকে স্বীকার করে নিতে পারলেই মন থাকবে ফুরফুরে, আপনি থাকবেন তরতাজা৷-ওয়েবসাইট।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

সফল হয়েছি, কিন্তু…

আপডেট টাইম : ০২:৫৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০১৪

সফল হয়েছেন, কিন্তু ভুললে চলবে না৷ কী তাই ভাবছেন তো? কিছুই না জীবনে চলার পথে সোজা-সাপটা কয়েকটা রেজিলিউশন৷ আসলে জীবনে সাফল্য পাওয়ার পরপরই আমরা অনেক কিছুকেই ভুলে যাই বা এড়িয়ে যাই৷ আর এর মধ্যে প্রধান হচ্ছে ব্যর্থতা৷ কিন্তু মনে রাখতে হবে জীবনে সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও আসবে৷ তাই নেতিবাচক পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার মানসিকতা সবসময়ই রাখতে হবে৷ তাছাড়া সাফল্যের চূড়ায় থাকাকালীন কয়েকটা সহজ কথা মাথায় রাখলেই সম্ভব হবে যেকোনো পরিস্থিতি বা বলা ভালো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন করা৷

১. সবার আগে অতীত নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা বন্ধ করুন৷ আগে যা ঘটে গেছে, তা তো আপনি চাইলেও আর বদলাতে পারবেন না৷ তাই সবসময় নিজের বর্তমান সাফল্যের চিন্তায় বিভোর না থেকে চেষ্টা করুন নিজের পুরনো ভুলত্রুটিগুলো থেকে শিক্ষা নিতে৷ আজকে হয়তো আপনি সাফল্য পেয়েছেন, কাল না-ও পেতে পারেন৷ তাই বর্তমানে অতীতের ছায়া না ফেলে চেষ্টা করুন সেখান থেকে এমন কিছু শিখতে যা আপনার আগামী দিনগুলোকে আরও মসৃণ করবে৷

২. সাফল্য পেয়ে আমরা অনেকসময়ই সমস্যার কথা ভাবি না অথবা সমস্যার গভীরে গিয়ে কোনো বিষয়কে দেখি না৷মু খে সর্বক্ষণ ঘুরতে থাকে সমাধানেরই কথা৷ কিন্তু চারপাশে যদি সত্যিই কোনো পারিবারিক বা কার্যগত সমস্যা থাকে, চেষ্টা করুন সেটা শুরু থেকে ভাবতে৷ খুঁটিয়ে পর্যবেক্ষণ করুন সবকিছু৷

৩. চারপাশের লোকজনের মতামত শোনাটাও কিন্তু জরুরি৷ সেটা মানা না-মানা আপনার ব্যক্তিগত ব্যাপার৷ কিন্তু আজ আপনি জীবনে সফল বলে কেউ কিছু বললে নেগেটিভ রি-অ্যাক্ট করাটা কিন্তু মানায় না৷ কারণ কালকে আপনার অসময়ে আপনার মন্তব্যে কেউ যদি প্রতিবাদ করে তখন আপনার কেমন লাগবে সেটা কখনও ভেবে দেখেছেন কি?

৪. নিজে কী করতে চান সে ব্যাপারে সম্পূর্ণ ফোকাসড থাকুন৷ আর ধৈর্য ধরুন৷ সব কিছু আপনার হাতের মুঠোয় রয়েছে বলে কোনো ব্যাপারেই কোনো অপেক্ষা করব না, এই মানসিকতা যদি আপনার থাকে, তাহলে অবিলম্বে তা বর্জন করুন৷ অফিসে প্রোমোশনই হোক, নতুন কিছু শেখাই হোক বা নিজেকে মেন্টেন করা হোক, কোনো কিছুতেই রাতারাতি রেজাল্ট আসবে না, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে৷ ওই যে কথায় বলে না কষ্ট করলে কেষ্ট মেলে৷ অপেক্ষা করতে করতে হতাশা আসলেও কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না৷

৫. সাফল্য পেলেও অনেকেই কিন্তু সেই সাফল্য ধরে রাখার ক্ষেত্রে যথেষ্ট সন্দিহান হয়ে পড়েন৷ নিজের পুরনো কাজগুলো খুঁটিয়ে দেখে খামতিগুলো শুধরে নিন আর কখনও নিজের উপর আস্থা হারাবেন না৷ মনে রাখবেন যারা আপনাকে যোগ্য মনে করেছিল, তারা অবশ্যই আপনার সাফল্যের ধারা বজায় রাখার ব্যাপারে নিশ্চিত৷ তাই আত্মবিশ্বাস চলে গেলে তো চলবে না৷

৬. কোথায় এবং কখন না বলতে হবে , সে বিষয়ে কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে৷ ঘর হোক বা বাইরে একসঙ্গে অনেক কাজ হাতে নিয়ে ফেললে কিন্তু মুশকিল হবে আপনারই৷ আর এটা যদি না করতে পারেন অতিরিক্ত চাপে কিন্তু একসময় কাজে কাঙ্খিত সাফল্য মিলবে না৷ আর তখনই পিছিয়ে পড়ার ভয় আপনাকে চেপে ধরবে৷

৭. যদি কোনো সময় একটা পুরো দিন ভালো না-ও কাটে তবে সেটাকে মাথায় রেখে অকারণ অবসাদে ভুগবেন না৷ ভালো দিন যেমন থাকে, খারাপ দিনও তো জীবনে আসবে৷ কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা ছোটখাটো ব্যাপারে নিত্যদিনের অবসাদগুলোকে দূরে সরিয়ে রাখতে পারি না৷ আদতে তো আমরা মানুষ, দিনের শেষে আমাদের সকলেরই কমবেশি খামতি থেকেই যায়৷ আর এই সহজ সত্যিটাকে স্বীকার করে নিতে পারলেই মন থাকবে ফুরফুরে, আপনি থাকবেন তরতাজা৷-ওয়েবসাইট।