পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

ষষ্ঠ শ্রেণির কেমিস্ট এখন শ্রীঘরে!

ঢাকা : রাজধানীর বংশালের ধুনিয়ায় বাসা বাড়িতেই নকল ধনুষ্টংকারের ইনজেকশন তৈরির কারখানার এক মালিককে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। কারখানার মালিকের নাম আকবর হোসেন ভাষানী (৪০)। তিনি মাত্র ষষ্ঠ শ্রেণি পাস করে ওষুধ নকল করে বাজারজাত করে আসছেন।

সোমবার বিকেলে ৬ নম্বর খিলঘর রোড কসাই টোলি বংশালের বাসায় এই অভিযান চালায় র‌্যাব-১০।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা তাৎক্ষণিক অভিযুক্ত কারখানার মালিককে কারাদণ্ড দিয়েছেন। এসময় ওষুধ প্রশাসন অধিদফতরের প্রতিনিধি মাহমুব হোসেন উপস্থিত ছিলেন।

আনোয়ার পাশা জানান, কারখানাটিতে নামী দামী ব্র্যান্ডের নকল এন্টিবায়োটিক হৃদরোগসহ বিভিন্ন ওষুধ তৈরী করত আকবর হোসেন ভাষানী। তাকে হাতেনাতে ধরা হয়েছে। ভাষানী একহাজার টাকা মূল্যের ধনুষ্টংকারের ইনজেকশন বানাত ব্যথা নাশক ইনজেকশন এট্রোপাইন ইচ দিয়ে। এরপর তার উপর ধনুষ্টংকারের লেবেল লাগিয়ে দিত। গ্যাস্ট্র্রিকের ওষুধ এ্যানট্যাক দিয়ে হৃদরোগের ওষুধ স্টাকার বানিয়ে বাজারজাত করে আসছিল।

তিনি আরো জানান, শুধু পানি দিয়ে নাকের ড্রপ বানাচ্ছিল। এছাড়া ব্যথার ওষুধ রোলাক, এন্টিবায়োটিক, এজিথোমাইসিন নাকের ড্রপ বায়নোজলসহ মোট ৬ ধরনের ওষুধ তৈরি করছিল।

ম্যাজিস্ট্রেট বলেন, ‘অভিযুক্ত ভাষানী গত দুই বছর যাবৎ ঘরে বসেই নিখুঁতভাবে বিভিন্ন ওষুধ নকল করছেন। এসব ওষুধ মির্টফোডের পাইকারি বাজারের মাধ্যমে সারা দেশে বিক্রি করছিল। তার কাছে ওষুধ তৈরীর মোড়ক, লেবেল, ফয়েল বিভিন্ন উপকরণ ও যন্ত্রপাতি পাওয়া যায়। যে ওষুধ গুলো বাজারে বেশি চলে সে গুলোর ফয়েল পরিবর্তন নিয়ে ফয়েলের ভেতর কমদামের অন্য ওষুধ ভরে বাজারে ছাড়ছিল। ফলে এক রোগের চিকিৎসায় অন্য রোগের ওষুধ খেয়ে মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

ষষ্ঠ শ্রেণির কেমিস্ট এখন শ্রীঘরে!

আপডেট টাইম : ০৫:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০১৪

ঢাকা : রাজধানীর বংশালের ধুনিয়ায় বাসা বাড়িতেই নকল ধনুষ্টংকারের ইনজেকশন তৈরির কারখানার এক মালিককে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। কারখানার মালিকের নাম আকবর হোসেন ভাষানী (৪০)। তিনি মাত্র ষষ্ঠ শ্রেণি পাস করে ওষুধ নকল করে বাজারজাত করে আসছেন।

সোমবার বিকেলে ৬ নম্বর খিলঘর রোড কসাই টোলি বংশালের বাসায় এই অভিযান চালায় র‌্যাব-১০।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা তাৎক্ষণিক অভিযুক্ত কারখানার মালিককে কারাদণ্ড দিয়েছেন। এসময় ওষুধ প্রশাসন অধিদফতরের প্রতিনিধি মাহমুব হোসেন উপস্থিত ছিলেন।

আনোয়ার পাশা জানান, কারখানাটিতে নামী দামী ব্র্যান্ডের নকল এন্টিবায়োটিক হৃদরোগসহ বিভিন্ন ওষুধ তৈরী করত আকবর হোসেন ভাষানী। তাকে হাতেনাতে ধরা হয়েছে। ভাষানী একহাজার টাকা মূল্যের ধনুষ্টংকারের ইনজেকশন বানাত ব্যথা নাশক ইনজেকশন এট্রোপাইন ইচ দিয়ে। এরপর তার উপর ধনুষ্টংকারের লেবেল লাগিয়ে দিত। গ্যাস্ট্র্রিকের ওষুধ এ্যানট্যাক দিয়ে হৃদরোগের ওষুধ স্টাকার বানিয়ে বাজারজাত করে আসছিল।

তিনি আরো জানান, শুধু পানি দিয়ে নাকের ড্রপ বানাচ্ছিল। এছাড়া ব্যথার ওষুধ রোলাক, এন্টিবায়োটিক, এজিথোমাইসিন নাকের ড্রপ বায়নোজলসহ মোট ৬ ধরনের ওষুধ তৈরি করছিল।

ম্যাজিস্ট্রেট বলেন, ‘অভিযুক্ত ভাষানী গত দুই বছর যাবৎ ঘরে বসেই নিখুঁতভাবে বিভিন্ন ওষুধ নকল করছেন। এসব ওষুধ মির্টফোডের পাইকারি বাজারের মাধ্যমে সারা দেশে বিক্রি করছিল। তার কাছে ওষুধ তৈরীর মোড়ক, লেবেল, ফয়েল বিভিন্ন উপকরণ ও যন্ত্রপাতি পাওয়া যায়। যে ওষুধ গুলো বাজারে বেশি চলে সে গুলোর ফয়েল পরিবর্তন নিয়ে ফয়েলের ভেতর কমদামের অন্য ওষুধ ভরে বাজারে ছাড়ছিল। ফলে এক রোগের চিকিৎসায় অন্য রোগের ওষুধ খেয়ে মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।’