পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

খুলনা : খুলনার পাইকগাছায় চলতি বছর এসএসসি পরীক্ষায় হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে অতিরিক্ত ফি আদায় করার ঘটনায় শিক্ষা সচিব, যশোর বোর্ডের চেয়ারম্যান, সচিব, কন্ট্রোলারসহ ১৬ জনের নামে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।

পাইকগাছার আইনজীবী ও মানবাধিকার কর্মী এফএমএ রাজ্জাক এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

লিগ্যাল নোটিশের তালিকায় ১৬ জনের মধ্যে আরো যারা রয়েছেন তারা হচ্ছেন; পাইকগাছার হাটবাড়ী মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ মণ্ডল, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপু রাণী মণ্ডল, পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার মণ্ডল, কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা আক্তার, কলেজিয়েট ইনস্টিটিউটের প্রধান শিক্ষক হরিশ চন্দ্র, পাইকগাছা হাইস্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র, চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র, গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মধুসূদন মণ্ডল, উত্তম কুমার দাশ, প্রধান শিক্ষক, ইউআরএসএইচ হাইস্কুল, হরিঢালী, পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আলাউদ্দীন মিয়া, সচিব প্রফেসর আব্দুল মজিদ, কন্ট্রোলার প্রফেসর আবু দাউদ ও মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা। গত বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

এ্যাড. রাজ্জাক লিগ্যাল নোটিশে উল্লেখ করেছেন, শিক্ষাবোর্ড এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্যে ফি নির্ধারণ করে দিলেও প্রায় স্কুল সেটি মানেনি। তারা অতিরিক্ত ফি আদায় করেছে। পরবর্তীতে এ নিয়ে একজন আইনজীবী হাইকোর্টে রিট করলে আদালত গত ১০ নভেম্বর অতিরিক্ত ফি আদায় না করতে রুল জারি করেন এবং যারা আদায় করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

কিন্তু হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে অতিরিক্ত ফি নেয়া অব্যাহত রাখলেও সংশ্লিষ্টরা সেই ব্যাপারে কোনো ভূমিকা নেননি। এ কারণে অভিভাবকসহ শিক্ষার্থীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। লিগ্যাল নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে যথাযথ ব্যবস্থা নেয়া না হলে তিনি আদালতের স্মরণাপন্ন হবেন বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করেছেন।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পালনে গাফিলতির কারণে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ ইচ্ছামতো ফি আদায় করার সুযোগ পেয়েছে। যা আইনের চরম লঙ্ঘন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

আপডেট টাইম : ০৪:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০১৪

খুলনা : খুলনার পাইকগাছায় চলতি বছর এসএসসি পরীক্ষায় হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে অতিরিক্ত ফি আদায় করার ঘটনায় শিক্ষা সচিব, যশোর বোর্ডের চেয়ারম্যান, সচিব, কন্ট্রোলারসহ ১৬ জনের নামে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।

পাইকগাছার আইনজীবী ও মানবাধিকার কর্মী এফএমএ রাজ্জাক এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

লিগ্যাল নোটিশের তালিকায় ১৬ জনের মধ্যে আরো যারা রয়েছেন তারা হচ্ছেন; পাইকগাছার হাটবাড়ী মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ মণ্ডল, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপু রাণী মণ্ডল, পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার মণ্ডল, কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা আক্তার, কলেজিয়েট ইনস্টিটিউটের প্রধান শিক্ষক হরিশ চন্দ্র, পাইকগাছা হাইস্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র, চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র, গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মধুসূদন মণ্ডল, উত্তম কুমার দাশ, প্রধান শিক্ষক, ইউআরএসএইচ হাইস্কুল, হরিঢালী, পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আলাউদ্দীন মিয়া, সচিব প্রফেসর আব্দুল মজিদ, কন্ট্রোলার প্রফেসর আবু দাউদ ও মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা। গত বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

এ্যাড. রাজ্জাক লিগ্যাল নোটিশে উল্লেখ করেছেন, শিক্ষাবোর্ড এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্যে ফি নির্ধারণ করে দিলেও প্রায় স্কুল সেটি মানেনি। তারা অতিরিক্ত ফি আদায় করেছে। পরবর্তীতে এ নিয়ে একজন আইনজীবী হাইকোর্টে রিট করলে আদালত গত ১০ নভেম্বর অতিরিক্ত ফি আদায় না করতে রুল জারি করেন এবং যারা আদায় করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

কিন্তু হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে অতিরিক্ত ফি নেয়া অব্যাহত রাখলেও সংশ্লিষ্টরা সেই ব্যাপারে কোনো ভূমিকা নেননি। এ কারণে অভিভাবকসহ শিক্ষার্থীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। লিগ্যাল নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে যথাযথ ব্যবস্থা নেয়া না হলে তিনি আদালতের স্মরণাপন্ন হবেন বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করেছেন।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পালনে গাফিলতির কারণে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ ইচ্ছামতো ফি আদায় করার সুযোগ পেয়েছে। যা আইনের চরম লঙ্ঘন।