অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

জয়পুরহাটে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬! তদন্ত কমিটি গঠন

জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী শহীদ রেলগেট এলাকায় মালবাহী ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগির ধাক্কা লেগে ৪ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

তবে ফায়ার ব্রিগেড মৃতের সংখ্যা ৬ জন দাবি করলেও তাদের পরিচয় জানাতে পারেনি। অন্যদিকে জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন ও পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক এ ঘটনায় ৪ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলমকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত টিম গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ও পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী জানায়, বিকেল ৫ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালট্রেন জয়পুরহাট রেল স্টেশন ছেড়ে জেলার পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ি এলাকায় গেলে হঠাৎ করে পেছনের ৫-৬টি বগি বিচ্ছিন্ন হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে গার্ড মোবাইল ফোনে ড্রাইভারকে জানালে ড্রাইভার খাসবাগড়ির মীরশহিদ রেল গেটে দাঁড় করায়। পেছনের চলন্ত বগি দাঁড়ানো বগিসহ ইঞ্জিনের অংশে ধাক্কা লাগে। এতে তেলবাহী লরির ফাঁকে বসে থাকা লোকজন ছিটকে পড়ে ব্যাপক হতাহত হয়। এ সময় ঘটনাস্থলেই একজন দ্বিখন্ডিত হয়ে মারা যায়। তার বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকের ছেলে জুয়েল (১৪)।

খবর পেয়ে ফায়ার ব্রিগেড দ্রুত আহতদের জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করলে হাসপাতালেই তিন জন মারা যায়।

মৃত ব্যক্তিরা হলেন- জেলার পুরানাপৈল এলাকার সাদেকুল, খঞ্জনপুর এলাকার আজাহার আলী অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

অপরদিকে আহতরা হলেন; সাদেক, রবিউল, আব্দুল মজিদ, সেকেন্দার, হৃদয়, আজাহার শেখ, ইমরান, রাজিয়া, বাবু, বাদল, সোহেল, বাচ্চু, সাদেকুল, খালেক, আবুজার শেখ।

এছাড়া আশঙ্কজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো ৫/৬ জনকে পাঠানো হয়েছে।

খাসবাগুড়ি গ্রামের প্রত্যক্ষদর্শী শুভ হোসেন জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করেই মালট্রেনের পেছনের ৫-৬টি বগি বিচ্ছিন্ন অবস্থায় ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায়। তার কিছুক্ষণ পরেই সামনের ট্রেনটি দাঁড়ানো মাত্র পেছনের বগিগুলি এসে সজোরে ধাক্কা দিলে বগি থেকে লোকজন ছিটকে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ সাঈদ ইকবাল জানান, ‘এ দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে তারা জেনেছেন।’

তিনি আরো জানান, ঘটনার পর সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) এসআই আব্দুর রাজ্জাকসহ চারজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি। এ দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলমকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত টিম গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬! তদন্ত কমিটি গঠন

আপডেট টাইম : ০৫:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০১৪

জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী শহীদ রেলগেট এলাকায় মালবাহী ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগির ধাক্কা লেগে ৪ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

তবে ফায়ার ব্রিগেড মৃতের সংখ্যা ৬ জন দাবি করলেও তাদের পরিচয় জানাতে পারেনি। অন্যদিকে জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন ও পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক এ ঘটনায় ৪ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলমকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত টিম গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ও পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী জানায়, বিকেল ৫ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালট্রেন জয়পুরহাট রেল স্টেশন ছেড়ে জেলার পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ি এলাকায় গেলে হঠাৎ করে পেছনের ৫-৬টি বগি বিচ্ছিন্ন হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে গার্ড মোবাইল ফোনে ড্রাইভারকে জানালে ড্রাইভার খাসবাগড়ির মীরশহিদ রেল গেটে দাঁড় করায়। পেছনের চলন্ত বগি দাঁড়ানো বগিসহ ইঞ্জিনের অংশে ধাক্কা লাগে। এতে তেলবাহী লরির ফাঁকে বসে থাকা লোকজন ছিটকে পড়ে ব্যাপক হতাহত হয়। এ সময় ঘটনাস্থলেই একজন দ্বিখন্ডিত হয়ে মারা যায়। তার বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকের ছেলে জুয়েল (১৪)।

খবর পেয়ে ফায়ার ব্রিগেড দ্রুত আহতদের জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করলে হাসপাতালেই তিন জন মারা যায়।

মৃত ব্যক্তিরা হলেন- জেলার পুরানাপৈল এলাকার সাদেকুল, খঞ্জনপুর এলাকার আজাহার আলী অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

অপরদিকে আহতরা হলেন; সাদেক, রবিউল, আব্দুল মজিদ, সেকেন্দার, হৃদয়, আজাহার শেখ, ইমরান, রাজিয়া, বাবু, বাদল, সোহেল, বাচ্চু, সাদেকুল, খালেক, আবুজার শেখ।

এছাড়া আশঙ্কজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো ৫/৬ জনকে পাঠানো হয়েছে।

খাসবাগুড়ি গ্রামের প্রত্যক্ষদর্শী শুভ হোসেন জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করেই মালট্রেনের পেছনের ৫-৬টি বগি বিচ্ছিন্ন অবস্থায় ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায়। তার কিছুক্ষণ পরেই সামনের ট্রেনটি দাঁড়ানো মাত্র পেছনের বগিগুলি এসে সজোরে ধাক্কা দিলে বগি থেকে লোকজন ছিটকে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ সাঈদ ইকবাল জানান, ‘এ দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে তারা জেনেছেন।’

তিনি আরো জানান, ঘটনার পর সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) এসআই আব্দুর রাজ্জাকসহ চারজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি। এ দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলমকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত টিম গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন।