অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু ।

রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রায় জনদুর্ভোগ বাড়ছে

রাজশাহী : রাজশাহীতে মৃদু শৈত্য প্রবাহে জনদুর্ভোগ ব্যাপকভাবে বেড়েছে। বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে বইছে হিমেল হাওয়াও। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন।

গত ২৪ ঘণ্টায় শীতজনিত রোগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত ৩৭ জন। এর মধ্যে ২১ জনই শিশু। বাকিরা বৃদ্ধ।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। তবে এর মধ্যে শীতজনিত রোগে কোন রোগী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্টরা।

তারা জানান, আক্রান্তরা হাসপাতালের ১০, ২৭, ২৪ এবং ৩৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। এদের মধ্যে বেশির ভাগই শীতজনিত ডাইরিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা ও শ্বাসকষ্টে ভুগছেন।

রামেক হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আসগর হোসেন বলেন, শীতে শিশুরা কোল্ড ডাইরিয়ায় বেশি আক্রান্ত হয়। শিশুদের যেন ঠাণ্ডা না লাগে সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

এদিকে, শৈত্যপ্রবাহের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ অঞ্চলের বোরো বীজতলা ও রবি ফসল। কোল্ড ইনজুরি ও পচনসহ মড়কের আশঙ্কায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। টানা এ পরস্থিতি চলতে থাকলে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হযরত আলী। পরিস্থিতি মোকাবেলায় তারা কৃষকদের সব ধরণের পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানান।

বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে দুর্ভোগে পড়ছেন নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষেরা। পরিস্থিতি সামাল দিতে ভিড় জমিয়েছেন গরম কাপড়ের দোকানগুলোতে। আবার অনেকেই তাকিয়ে রয়েছেন মানবিক সহায়তার দিকে। এরই মধ্যে দুস্থদের সহায়তায় কম্বলসহ শীতবস্ত্র বিতরণ হচ্ছে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে। সরকারি উদ্যোগেও চলছে এ কার্যক্রম।

রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী জানান, শীত মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের কাছে ৮০ লাখ টাকা অথবা ওই পরিমাণ মূল্যের শীতবস্ত্রের চাহিদা দেয়া হয়েছে।

এছাড়া দুস্থ ও প্রতিবন্ধীদের সাড়ে পাঁচ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ২০ হাজার কম্বল উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। এ নিয়ে খোলা হয়েছে জেলা প্রশাসনের ত্রাণ ভাণ্ডার। বিভিন্ন প্রতিষ্ঠানকে এতে ত্রাণ সহায়তায় উদ্বুদ্ধ করা হচ্ছে। দুস্থ শীতার্তদের পাশে দাঁড়াতে বৃত্তবানদের আহবান জানান জেলা প্রশাসক।

রাজশাহী আহবাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক দেবল কুমার মৈত্রেয় জানান, বৃহস্পতিবার রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবার রাজশাহীতে এ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন সর্বোনিম্ন তাপমাত্রা ছিলো ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দিনভর ছিলো রোদের ঝিলিক। তবে রাতের তাপমাত্রা নিচে নেমেছে।

এরপর বৃহস্পতিবার ভোরের দিকে ঠেকেছে মৌসুম সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। আর কারণে এ অঞ্চলের জেঁকে বসছে শীত।

Tag :
জনপ্রিয় সংবাদ

তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ

রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রায় জনদুর্ভোগ বাড়ছে

আপডেট টাইম : ০৬:৪০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০১৪

রাজশাহী : রাজশাহীতে মৃদু শৈত্য প্রবাহে জনদুর্ভোগ ব্যাপকভাবে বেড়েছে। বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে বইছে হিমেল হাওয়াও। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন।

গত ২৪ ঘণ্টায় শীতজনিত রোগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত ৩৭ জন। এর মধ্যে ২১ জনই শিশু। বাকিরা বৃদ্ধ।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। তবে এর মধ্যে শীতজনিত রোগে কোন রোগী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্টরা।

তারা জানান, আক্রান্তরা হাসপাতালের ১০, ২৭, ২৪ এবং ৩৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। এদের মধ্যে বেশির ভাগই শীতজনিত ডাইরিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা ও শ্বাসকষ্টে ভুগছেন।

রামেক হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আসগর হোসেন বলেন, শীতে শিশুরা কোল্ড ডাইরিয়ায় বেশি আক্রান্ত হয়। শিশুদের যেন ঠাণ্ডা না লাগে সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

এদিকে, শৈত্যপ্রবাহের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ অঞ্চলের বোরো বীজতলা ও রবি ফসল। কোল্ড ইনজুরি ও পচনসহ মড়কের আশঙ্কায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। টানা এ পরস্থিতি চলতে থাকলে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হযরত আলী। পরিস্থিতি মোকাবেলায় তারা কৃষকদের সব ধরণের পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানান।

বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে দুর্ভোগে পড়ছেন নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষেরা। পরিস্থিতি সামাল দিতে ভিড় জমিয়েছেন গরম কাপড়ের দোকানগুলোতে। আবার অনেকেই তাকিয়ে রয়েছেন মানবিক সহায়তার দিকে। এরই মধ্যে দুস্থদের সহায়তায় কম্বলসহ শীতবস্ত্র বিতরণ হচ্ছে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে। সরকারি উদ্যোগেও চলছে এ কার্যক্রম।

রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী জানান, শীত মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের কাছে ৮০ লাখ টাকা অথবা ওই পরিমাণ মূল্যের শীতবস্ত্রের চাহিদা দেয়া হয়েছে।

এছাড়া দুস্থ ও প্রতিবন্ধীদের সাড়ে পাঁচ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ২০ হাজার কম্বল উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। এ নিয়ে খোলা হয়েছে জেলা প্রশাসনের ত্রাণ ভাণ্ডার। বিভিন্ন প্রতিষ্ঠানকে এতে ত্রাণ সহায়তায় উদ্বুদ্ধ করা হচ্ছে। দুস্থ শীতার্তদের পাশে দাঁড়াতে বৃত্তবানদের আহবান জানান জেলা প্রশাসক।

রাজশাহী আহবাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক দেবল কুমার মৈত্রেয় জানান, বৃহস্পতিবার রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবার রাজশাহীতে এ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন সর্বোনিম্ন তাপমাত্রা ছিলো ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দিনভর ছিলো রোদের ঝিলিক। তবে রাতের তাপমাত্রা নিচে নেমেছে।

এরপর বৃহস্পতিবার ভোরের দিকে ঠেকেছে মৌসুম সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। আর কারণে এ অঞ্চলের জেঁকে বসছে শীত।