অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার Logo ৬৪ টি জেলায় বিআরটিএর অভিযানে ৪১০ মামলায় ১০ লাখ টাকা জরিমানা

কিবরিয়া হত্যা মামলা : ১১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

হবিগঞ্জ : সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

একই সঙ্গে সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করে বিএনপি নেতা হারিছ চৌধুরী, আরিফুল হক চৌধুরী, জি কে গউছসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

অভিযোগপত্র গ্রহণকে কেন্দ্র করে আদালত এলাকা ও হবিগঞ্জ শহরে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার দুপুরে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক আদালতের বিচারক রশিদ আহমেদ এই মামলার অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

রোববার ছিল কিবরিয়া হত্যা মামলার পূর্ব নির্ধারিত তারিখ। আলোচিত এ মামলাকে ঘিরে সকাল থেকেই আদালত পাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামের নেতৃত্বে আদালতের ভেতরে এবং বাহিরে বিপুল সংখ্যক পুলিশ সকাল থেকেই আদালত পাড়ায় অবস্থান নেয়। বিএনপির নেতাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়। অপরদিকে ছাত্রলীগের নেতাকর্মীরাও প্রায় একই স্থানে অবস্থান নেয়। এনিয়ে উত্তেজনা বিরাজ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠিক সাড়ে ১২টার সময় কিবরিয়া হত্যাকা- নিয়ে দায়ের করা জিআর ২৬/৫ মামলা আদালতে উপস্থাপন করেন জিআরও কবির। দুই পক্ষে অর্ধ শতাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। প্রথমেই আদালত আসামিদের পক্ষের কথা শুনতে চান।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে জামিন আবেদন এর উপর শুরুতেই শুনানি করেন এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন- ২০১০ সাল থেকে কিবরিয়া হত্যা মামলায় বাবর জেলে। অথচ সর্বশেষ চার্জশিটের একটি জায়গামাত্র উল্লেখ করা হয়েছে ২০০৩ সালের শেষের দিকে লুৎফুজ্জামান বাবরের বাসায় একটি বৈঠক হয়। তাছাড়া তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নাই। দীর্ঘ কারাভোগ বিবেচনায় তিনি বাবরের জামিন আবেদন মঞ্জুর করার প্রার্থনা জানান।

লুৎফুজ্জামান বাবরের পক্ষে শুনানিতে অংশ নিয়ে হাইকোর্টের এডভোকেট আমিনুল ইসলাম জানান- বাবরের বিরুদ্ধে দ-বিধির ১২০ এর বি ধারার অভিযোগ আনা হয়েছে। অথচ ওই ধারার মামলার ক্ষেত্রে রাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয়। এ মামলায় এ ধারার বিষয়ে রাষ্ট্রের কোনো অনুমতি নেই। তাই মিথ্যা অভিযোগে দায়ের করা মামলায় একজন আসামি দীর্ঘদিন হাজত ভোগ করতে পারেন না।

এডভোকেট আরিফ চৌধুরী মামলার আইনগত বিষয় তুলে ধরে বলেন, ২০০৫ সালের ২৭ জানুয়ারী একটি জিডির মূলে মামলা তদন্ত হয়। পরবর্তীতে ২৮ জানুয়ারী বাদী আব্দুল মজিদ খান মামলা দায়ের করেন। আইন অনুযায়ী জিডিটিই হবে মূল মামলা। পরবর্তীতে দায়ের করা পিটিশন হবে সাক্ষী। মহামান্য সুপ্রিম কোর্টের একটি রুলিং তুলে ধরে আরিফ চৌধুরী এ মামলা চলার কোনো আইনগত ভিত্তি নাই মর্মে আদালতকে জানান।

এডভোকেট মো. আব্দুল হাই ও এডভোকেট এম এ মজিদ জামিন প্রাপ্ত আসামিদের আদালতে হাজির করলে তা মঞ্জুর করা হয়।

রাষ্ট্রপক্ষের বক্তব্যের শুরুতেই কোর্ট ইন্সপেক্টর সাইফুল ইসলাম কিবরিয়া হত্যা মামলার চার্জশিট গ্রহণের অনুরোধ জানান। পরে পিপি এডভোকেট আকবর হোসেন জিতু সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার প্রেক্ষাপট বর্ণনা করে চার্জশিট গ্রহণের প্রার্থনা জানান। মামলার বাদী হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান আদালতে উপস্থিত হয়ে চার্জশিটের বিরুদ্ধে কোনো নারাজি পিটিশন নাই মর্মে আদালতকে অবহিত করেন।

বাদী পক্ষের নিয়োজিত আইনজীবী আলমগীর ভূঁইয়া বাবুল বলেন- ৯ বছর পর প্রকৃত সত্য বেরিয়ে এসেছে। এবার বিচারের পালা। আমরা চার্জশিটে সন্তুষ্ট। উভয় পক্ষের ৪৫ মিনিট শুনানি শেষে বেলা ১টা ১৫ মিনিটে বিচারক রশিদ আহমেদ মিলন আধা মিনিটের আদেশে বলেন- ‘চার্জশিট গৃহীত। পলাতক আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট। লুৎফুজ্জামান বাবরের জামিন আবেদন না মঞ্জুর’। এ আদেশের সাথে সাথে আদালতে বাহিরে থাকা ছাত্রলীগ নেতাকর্মীরা ঊল্লাস প্রকাশ করে অন্য দিকে বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে। বেলা ২টার দিকে শহরের কোর্ট মসজিদ এলাকায় যুবদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

কিবরিয়া হত্যা মামলা : ১১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট টাইম : ০১:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০১৪

হবিগঞ্জ : সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

একই সঙ্গে সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করে বিএনপি নেতা হারিছ চৌধুরী, আরিফুল হক চৌধুরী, জি কে গউছসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

অভিযোগপত্র গ্রহণকে কেন্দ্র করে আদালত এলাকা ও হবিগঞ্জ শহরে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার দুপুরে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক আদালতের বিচারক রশিদ আহমেদ এই মামলার অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

রোববার ছিল কিবরিয়া হত্যা মামলার পূর্ব নির্ধারিত তারিখ। আলোচিত এ মামলাকে ঘিরে সকাল থেকেই আদালত পাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামের নেতৃত্বে আদালতের ভেতরে এবং বাহিরে বিপুল সংখ্যক পুলিশ সকাল থেকেই আদালত পাড়ায় অবস্থান নেয়। বিএনপির নেতাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়। অপরদিকে ছাত্রলীগের নেতাকর্মীরাও প্রায় একই স্থানে অবস্থান নেয়। এনিয়ে উত্তেজনা বিরাজ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠিক সাড়ে ১২টার সময় কিবরিয়া হত্যাকা- নিয়ে দায়ের করা জিআর ২৬/৫ মামলা আদালতে উপস্থাপন করেন জিআরও কবির। দুই পক্ষে অর্ধ শতাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। প্রথমেই আদালত আসামিদের পক্ষের কথা শুনতে চান।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে জামিন আবেদন এর উপর শুরুতেই শুনানি করেন এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন- ২০১০ সাল থেকে কিবরিয়া হত্যা মামলায় বাবর জেলে। অথচ সর্বশেষ চার্জশিটের একটি জায়গামাত্র উল্লেখ করা হয়েছে ২০০৩ সালের শেষের দিকে লুৎফুজ্জামান বাবরের বাসায় একটি বৈঠক হয়। তাছাড়া তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নাই। দীর্ঘ কারাভোগ বিবেচনায় তিনি বাবরের জামিন আবেদন মঞ্জুর করার প্রার্থনা জানান।

লুৎফুজ্জামান বাবরের পক্ষে শুনানিতে অংশ নিয়ে হাইকোর্টের এডভোকেট আমিনুল ইসলাম জানান- বাবরের বিরুদ্ধে দ-বিধির ১২০ এর বি ধারার অভিযোগ আনা হয়েছে। অথচ ওই ধারার মামলার ক্ষেত্রে রাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয়। এ মামলায় এ ধারার বিষয়ে রাষ্ট্রের কোনো অনুমতি নেই। তাই মিথ্যা অভিযোগে দায়ের করা মামলায় একজন আসামি দীর্ঘদিন হাজত ভোগ করতে পারেন না।

এডভোকেট আরিফ চৌধুরী মামলার আইনগত বিষয় তুলে ধরে বলেন, ২০০৫ সালের ২৭ জানুয়ারী একটি জিডির মূলে মামলা তদন্ত হয়। পরবর্তীতে ২৮ জানুয়ারী বাদী আব্দুল মজিদ খান মামলা দায়ের করেন। আইন অনুযায়ী জিডিটিই হবে মূল মামলা। পরবর্তীতে দায়ের করা পিটিশন হবে সাক্ষী। মহামান্য সুপ্রিম কোর্টের একটি রুলিং তুলে ধরে আরিফ চৌধুরী এ মামলা চলার কোনো আইনগত ভিত্তি নাই মর্মে আদালতকে জানান।

এডভোকেট মো. আব্দুল হাই ও এডভোকেট এম এ মজিদ জামিন প্রাপ্ত আসামিদের আদালতে হাজির করলে তা মঞ্জুর করা হয়।

রাষ্ট্রপক্ষের বক্তব্যের শুরুতেই কোর্ট ইন্সপেক্টর সাইফুল ইসলাম কিবরিয়া হত্যা মামলার চার্জশিট গ্রহণের অনুরোধ জানান। পরে পিপি এডভোকেট আকবর হোসেন জিতু সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার প্রেক্ষাপট বর্ণনা করে চার্জশিট গ্রহণের প্রার্থনা জানান। মামলার বাদী হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান আদালতে উপস্থিত হয়ে চার্জশিটের বিরুদ্ধে কোনো নারাজি পিটিশন নাই মর্মে আদালতকে অবহিত করেন।

বাদী পক্ষের নিয়োজিত আইনজীবী আলমগীর ভূঁইয়া বাবুল বলেন- ৯ বছর পর প্রকৃত সত্য বেরিয়ে এসেছে। এবার বিচারের পালা। আমরা চার্জশিটে সন্তুষ্ট। উভয় পক্ষের ৪৫ মিনিট শুনানি শেষে বেলা ১টা ১৫ মিনিটে বিচারক রশিদ আহমেদ মিলন আধা মিনিটের আদেশে বলেন- ‘চার্জশিট গৃহীত। পলাতক আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট। লুৎফুজ্জামান বাবরের জামিন আবেদন না মঞ্জুর’। এ আদেশের সাথে সাথে আদালতে বাহিরে থাকা ছাত্রলীগ নেতাকর্মীরা ঊল্লাস প্রকাশ করে অন্য দিকে বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে। বেলা ২টার দিকে শহরের কোর্ট মসজিদ এলাকায় যুবদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।