পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে ২ সন্তানের জননী চাচির অনশন Logo গাজীপুর সিটির বড় দুর্নীতিবাজ কর্মকর্তা গোলাম কিবরিয়া Logo মান্দা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময় Logo বদলগাছী ওরা ছাত্র সংগঠন (বসার) আয়োজনে কারাম উৎসব উদযাপিত হয়েছে Logo কিশোর-কিশোরীদের মাঝে পোশাক ও সনদ বিতরন Logo সুন্দরগঞ্জে দূর্গা পূজা উপলক্ষে ব্যস্ত সময় পার করছে মালাকাররা Logo শাজাহানপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার প্রদান Logo শাজাহানপুরে চোপিনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্ট Logo মরহুম সাবেক পৌর চেয়ারম্যান আমিরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান Logo বানেশ্বর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

শহীদ মিনারে জুয়া বন্ধের অনশনে আ. লীগের হামলা

গাইবান্ধা : হাউজি ও জুয়াখেলা বন্ধের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শহীদ মিনার চত্বরে নাগরিক কমিটির অনশন কর্মসূচিতে হামলা চালিয়েছে আওয়ামী লীগ।

সোমবার সকাল থেকে ওই কর্মসূচিতে দফায় দফায় হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ঘটনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আহবায়ক মজিবুর রহমান আহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল এগারটায় গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি স্থানীয় শহীদ মিনারে অনির্দিষ্ঠকালের জন্য ডাকা অনশন কর্মসূচি শুরু করে। সাড়ে এগারটার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা অনশন কর্মসূচিতে হামলা চালায়। তারা কর্মসূচির ব্যানার ছিঁড়ে তাতে আগুন দেয়।

পরে আওয়ামী লীগ শহীদ মিনার চত্বরে সমাবেশ করে। সমাবেশে নাগরিক কমিটির নেতাদের গালমন্দ করা হয়।

এর কিছু সময় পর নাগরিক কমিটির নেতাকর্মীরা শহীদ মিনারের পাশে ফের অনশন শুরু করে।

দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে অনশনে হামলা চালিয়ে আয়োজকদের ধাওয়া করে।

বিকেল চারটার দিকে নাগরিক কমিটি তৃতীয় দফায় শহীদ মিনারের পাশে উপজেলা ওয়াকার্স পার্টির কার্যালয়ের সামনে অনশন শুরু করে। কিন্তু অনশনে যোগ দেওয়া নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে মারধোর করে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এসময় ওয়াকার্স পার্টির কার্যালয় ভাঙচুর করা হয়। হামলায় গোবিন্দগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আহবায়ক মজিবুর রহমান আহত হন।

তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিকেল পাঁচটার দিকে অনশন কর্মসূচি পণ্ড হয়ে যায়।

নাগরিক কমিটির আহবায়ক মতিন মোল্লা বলেন, গত ৩ ডিসেম্বর থেকে গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাহায্যার্থে উপজেলা পরিষদ সংলগ্ন অগ্নিবীণা ক্লাব ও কুঠিবাড়ি ঈদগাহ মাঠে হাউজি, লটারি, ওয়ানটেল ও বউ খেলা চলছে। জুয়ার টাকা সংগ্রহ করতে এলাকায় অপরাধ প্রবণতা বেড়েছে।

এসব বন্ধের দাবিতে গত ১০ ডিসেম্বর গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু প্রশাসন হাউজি জুয়াখেলা বন্ধে কোন পদক্ষেপ নেয়নি। তাই গত ১৮ ডিসেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে রংপুর বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে ওইদিন থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে হাউজি ও জুলাখেলা বন্ধ করা না হলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

তিনি অভিযোগ করেন, মাসব্যাপী হাউজি জুয়াখেলা বন্ধের দাবিতে শান্তিপুর্ণভাবে কর্মসূচি পালিত হচ্ছিল।

কিন্তু গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের উপস্থিতিতে দলীয় নেতাকর্মীরা এই হামলা চালায়।

এ বিষয়ে সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, ওই ঘটনার সময় আমি একটি ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলাম। তারা আমার ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য এসব অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, স্বঘোষিত নাগরিক কমিটির আহবায়ক দাবিদার মতিন মোল্লা একজন চাঁদাবাজ। চাঁদা না পেয়ে তিনি এই অনশন কর্মসূচির ডাক দেন।

গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার বলেন, আওয়ামী লীগের কোন নেতাকর্মী হামলা চালায়নি। শহীদ মিনারে আগে থেকেই আওয়ামী লীগ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে ২ সন্তানের জননী চাচির অনশন

শহীদ মিনারে জুয়া বন্ধের অনশনে আ. লীগের হামলা

আপডেট টাইম : ০৬:২৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০১৪

গাইবান্ধা : হাউজি ও জুয়াখেলা বন্ধের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শহীদ মিনার চত্বরে নাগরিক কমিটির অনশন কর্মসূচিতে হামলা চালিয়েছে আওয়ামী লীগ।

সোমবার সকাল থেকে ওই কর্মসূচিতে দফায় দফায় হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ঘটনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আহবায়ক মজিবুর রহমান আহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল এগারটায় গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি স্থানীয় শহীদ মিনারে অনির্দিষ্ঠকালের জন্য ডাকা অনশন কর্মসূচি শুরু করে। সাড়ে এগারটার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা অনশন কর্মসূচিতে হামলা চালায়। তারা কর্মসূচির ব্যানার ছিঁড়ে তাতে আগুন দেয়।

পরে আওয়ামী লীগ শহীদ মিনার চত্বরে সমাবেশ করে। সমাবেশে নাগরিক কমিটির নেতাদের গালমন্দ করা হয়।

এর কিছু সময় পর নাগরিক কমিটির নেতাকর্মীরা শহীদ মিনারের পাশে ফের অনশন শুরু করে।

দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে অনশনে হামলা চালিয়ে আয়োজকদের ধাওয়া করে।

বিকেল চারটার দিকে নাগরিক কমিটি তৃতীয় দফায় শহীদ মিনারের পাশে উপজেলা ওয়াকার্স পার্টির কার্যালয়ের সামনে অনশন শুরু করে। কিন্তু অনশনে যোগ দেওয়া নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে মারধোর করে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এসময় ওয়াকার্স পার্টির কার্যালয় ভাঙচুর করা হয়। হামলায় গোবিন্দগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আহবায়ক মজিবুর রহমান আহত হন।

তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিকেল পাঁচটার দিকে অনশন কর্মসূচি পণ্ড হয়ে যায়।

নাগরিক কমিটির আহবায়ক মতিন মোল্লা বলেন, গত ৩ ডিসেম্বর থেকে গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাহায্যার্থে উপজেলা পরিষদ সংলগ্ন অগ্নিবীণা ক্লাব ও কুঠিবাড়ি ঈদগাহ মাঠে হাউজি, লটারি, ওয়ানটেল ও বউ খেলা চলছে। জুয়ার টাকা সংগ্রহ করতে এলাকায় অপরাধ প্রবণতা বেড়েছে।

এসব বন্ধের দাবিতে গত ১০ ডিসেম্বর গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু প্রশাসন হাউজি জুয়াখেলা বন্ধে কোন পদক্ষেপ নেয়নি। তাই গত ১৮ ডিসেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে রংপুর বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে ওইদিন থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে হাউজি ও জুলাখেলা বন্ধ করা না হলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

তিনি অভিযোগ করেন, মাসব্যাপী হাউজি জুয়াখেলা বন্ধের দাবিতে শান্তিপুর্ণভাবে কর্মসূচি পালিত হচ্ছিল।

কিন্তু গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের উপস্থিতিতে দলীয় নেতাকর্মীরা এই হামলা চালায়।

এ বিষয়ে সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, ওই ঘটনার সময় আমি একটি ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলাম। তারা আমার ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য এসব অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, স্বঘোষিত নাগরিক কমিটির আহবায়ক দাবিদার মতিন মোল্লা একজন চাঁদাবাজ। চাঁদা না পেয়ে তিনি এই অনশন কর্মসূচির ডাক দেন।

গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার বলেন, আওয়ামী লীগের কোন নেতাকর্মী হামলা চালায়নি। শহীদ মিনারে আগে থেকেই আওয়ামী লীগ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।