পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

অভিজিৎ হত্যাকাণ্ড: আলামত পরীক্ষা হবে এফবিআই ল্যাবে

ঢাকা: লেখক ও ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের আলামত পরীক্ষার জন্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবি আই) ল্যাবে ১২টি আলামত পাঠানোর অনুমতি দিয়েছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার ডিবি পুলিশের রমনা জোনের পরিদর্শক মো. ফজলুর রহমানের আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিএমএম বিকাশ কুমার সাহা ওই অনুমতি দেন।

পরীক্ষার অনুমতি পাওয়া আলামতসমূহের মধ্যে রয়েছে, দুইটি রক্তমাখা লোহার চাপাতি, যার মধ্যে একটির দৈর্ঘ্য ১৫ ইঞ্চি ও প্রস্থ আড়াই ইঞ্চি এবং অপরটির দৈর্ঘ্য সাড়ে ১৪ ইঞ্চি ও প্রস্থ আড়াই ইঞ্চি, একটি কালো রঙ্গের স্কুল ব্যাগ, দুইটি থ্রি কোয়ার্টার প্যান্ট যার একটি কালো রঙ্গের এবং অপরটি ঘিয়ে রঙ্গের, একটি পুরনো ছেড়া পত্রিকার দুইটি পাতা, Rotex medica trittau Germany লেখা সম্বলিত অস্পষ্ট লেবেলযুক্ত একটি ইনজেকশন ও দুইটি সিরিঞ্জ, একটি স্যাভলন ক্রীম, চারটি রেনিটিডিন আর ট্যাবলেট, একটি ভায়োডিন এন্টিসেফটিক সল্যুউশন, ছয়টি ফিলমেট ট্যাবলেট, একটি গজতুলা, চারটি নাপা ট্যাবলেট, একটি কালো ফ্রেমযুক্ত সাদা গ্লাসের চশমা, একটি ম্যাটাডোর হাইস্কুল বলপেন যাহার বডি লাল বর্ণের এবং ক্যাপ সাদা, কটনবারে রাখা ভিকটিম অভিজিত রায়ের নখের নমুনা, একটি কালো রঙ্গের লম্বা চুল এবং দুইটি কালো রঙের ছোট চুল।

এছাড়া ঢাকা মেডেকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধানকে ব্লগার অভিজিতের ডিএনএ সংগ্রহ করে তা পরীক্ষা রিপোর্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন একই আদালত।

গত ২৬ ফেব্র“য়ারি রাতে একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় খুন হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা, লেখক ও প্রকৌশলী অভিজিৎ রায়। সঙ্গে তার স্ত্রীও গুরুতর জখম হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

অভিজিৎ হত্যাকাণ্ড: আলামত পরীক্ষা হবে এফবিআই ল্যাবে

আপডেট টাইম : ০২:২৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০১৫

ঢাকা: লেখক ও ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের আলামত পরীক্ষার জন্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবি আই) ল্যাবে ১২টি আলামত পাঠানোর অনুমতি দিয়েছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার ডিবি পুলিশের রমনা জোনের পরিদর্শক মো. ফজলুর রহমানের আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিএমএম বিকাশ কুমার সাহা ওই অনুমতি দেন।

পরীক্ষার অনুমতি পাওয়া আলামতসমূহের মধ্যে রয়েছে, দুইটি রক্তমাখা লোহার চাপাতি, যার মধ্যে একটির দৈর্ঘ্য ১৫ ইঞ্চি ও প্রস্থ আড়াই ইঞ্চি এবং অপরটির দৈর্ঘ্য সাড়ে ১৪ ইঞ্চি ও প্রস্থ আড়াই ইঞ্চি, একটি কালো রঙ্গের স্কুল ব্যাগ, দুইটি থ্রি কোয়ার্টার প্যান্ট যার একটি কালো রঙ্গের এবং অপরটি ঘিয়ে রঙ্গের, একটি পুরনো ছেড়া পত্রিকার দুইটি পাতা, Rotex medica trittau Germany লেখা সম্বলিত অস্পষ্ট লেবেলযুক্ত একটি ইনজেকশন ও দুইটি সিরিঞ্জ, একটি স্যাভলন ক্রীম, চারটি রেনিটিডিন আর ট্যাবলেট, একটি ভায়োডিন এন্টিসেফটিক সল্যুউশন, ছয়টি ফিলমেট ট্যাবলেট, একটি গজতুলা, চারটি নাপা ট্যাবলেট, একটি কালো ফ্রেমযুক্ত সাদা গ্লাসের চশমা, একটি ম্যাটাডোর হাইস্কুল বলপেন যাহার বডি লাল বর্ণের এবং ক্যাপ সাদা, কটনবারে রাখা ভিকটিম অভিজিত রায়ের নখের নমুনা, একটি কালো রঙ্গের লম্বা চুল এবং দুইটি কালো রঙের ছোট চুল।

এছাড়া ঢাকা মেডেকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধানকে ব্লগার অভিজিতের ডিএনএ সংগ্রহ করে তা পরীক্ষা রিপোর্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন একই আদালত।

গত ২৬ ফেব্র“য়ারি রাতে একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় খুন হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা, লেখক ও প্রকৌশলী অভিজিৎ রায়। সঙ্গে তার স্ত্রীও গুরুতর জখম হন।