পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এপ্রিলে ৬৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩২ : বিআরটিএ Logo বগুড়ার সানির ঝুলন্ত লাশ নবাবগঞ্জ আবাসিক হোটেল থেকে উদ্ধার Logo বাউফলে গনসচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা ও স্কুল বির্তক অনুষ্ঠিত! Logo লালমনিরহাটে রেলপথের সংস্কার কাজের অনিয়ম, অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদক। Logo বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার। Logo লালমনিরহাট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ!

প্লিজ নিজেকে একটু সামলান, এতো ছলাকলা দেখালে রুবেলের কি দোষ? যে কেউই (….) (ভিডিওসহ)

সমানভাবে আলোচিত মুখ মৌসুমি হামিদের ব্যাপারে মুখ খুললেন হ্যাপি। হ্যাপি বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের মিডিয়াতে আলোচিত হয়ে আসছেন।

সম্প্রতি তিনি চটলেন লাক্স চ্যানেল আই’র ফাস্ট রানার আপ ‘মৌসুমি হামিদ’ এর ওপর । তিনি তার ফেসবুক স্ট্যাটাসে মৌসুমি হামিদকে উদ্দেশ্য করে বললেন,

“ডিয়ার ‘মৌসুমি হামিদ’ এস অ্যান্ড এ্যান’র পিছনে লাগছিলেন ওইটাই ভাল ছিল। রুবেলের সাথে আবার কি ? ? ? আপনাকে নিয়ে সব ক্রিকেটারদের স্ত্রী আর গার্লফ্রেন্ডরা ভয়ে থাকে ! ! প্লিজ নিজেকে একটু সামলান। এত ছলা কলা দেখালে রুবেলের কি দোষ !!!! যে কেউ ই (….)। রুবেলের প্রতি আপনার অতি মাত্রার প্রেম দেখে আমি তাস্কিত ! আপনাকে কিছু বলা আর না বলা সমান কথা । এইগুল আপনার গায়ে লাগবে না.. লল । গুড লাক”

এমন কথাই হ্যাপি তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করেন …

প্রসঙ্গত, বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে রুবেল হোসেনের বিরুদ্ধে রাজধানীর মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন হ্যাপি। নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় ওই মামলাটি দায়ের করা হয়।

এদিকে, মামলার বাদী নাজনীন আকতার হ্যাপী মামলাটি আর চালাবেন না বলে ঘোষণা দিয়েছেন। হ্যাপী বলেন, আরো দুই সপ্তাহ আগেই বলেছি আমি রুবেলকে ক্ষমা করে দিয়েছি। এ মামলা আর চালাবো না।

হ্যাপি বলেন, যেহেতু এ মামলা তুলে নেয়া যায় না। তাই আমি মামলার কোন কাজে আর অংশ গ্রহণ করবো না। এতে করে মামলা আদালতের স্বাভাবিক প্রক্রিয়াতেই শেষ হয়ে যাবে। এর আগে হ্যাপি বলেছিলেন মামলা চালিয়ে যাবেন। ভিডিওতে দেখুন হ্যাপির সেসময়ের কথা।

Tag :
জনপ্রিয় সংবাদ

এপ্রিলে ৬৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩২ : বিআরটিএ

প্লিজ নিজেকে একটু সামলান, এতো ছলাকলা দেখালে রুবেলের কি দোষ? যে কেউই (….) (ভিডিওসহ)

আপডেট টাইম : ০৪:১৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫

সমানভাবে আলোচিত মুখ মৌসুমি হামিদের ব্যাপারে মুখ খুললেন হ্যাপি। হ্যাপি বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের মিডিয়াতে আলোচিত হয়ে আসছেন।

সম্প্রতি তিনি চটলেন লাক্স চ্যানেল আই’র ফাস্ট রানার আপ ‘মৌসুমি হামিদ’ এর ওপর । তিনি তার ফেসবুক স্ট্যাটাসে মৌসুমি হামিদকে উদ্দেশ্য করে বললেন,

“ডিয়ার ‘মৌসুমি হামিদ’ এস অ্যান্ড এ্যান’র পিছনে লাগছিলেন ওইটাই ভাল ছিল। রুবেলের সাথে আবার কি ? ? ? আপনাকে নিয়ে সব ক্রিকেটারদের স্ত্রী আর গার্লফ্রেন্ডরা ভয়ে থাকে ! ! প্লিজ নিজেকে একটু সামলান। এত ছলা কলা দেখালে রুবেলের কি দোষ !!!! যে কেউ ই (….)। রুবেলের প্রতি আপনার অতি মাত্রার প্রেম দেখে আমি তাস্কিত ! আপনাকে কিছু বলা আর না বলা সমান কথা । এইগুল আপনার গায়ে লাগবে না.. লল । গুড লাক”

এমন কথাই হ্যাপি তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করেন …

প্রসঙ্গত, বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে রুবেল হোসেনের বিরুদ্ধে রাজধানীর মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন হ্যাপি। নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় ওই মামলাটি দায়ের করা হয়।

এদিকে, মামলার বাদী নাজনীন আকতার হ্যাপী মামলাটি আর চালাবেন না বলে ঘোষণা দিয়েছেন। হ্যাপী বলেন, আরো দুই সপ্তাহ আগেই বলেছি আমি রুবেলকে ক্ষমা করে দিয়েছি। এ মামলা আর চালাবো না।

হ্যাপি বলেন, যেহেতু এ মামলা তুলে নেয়া যায় না। তাই আমি মামলার কোন কাজে আর অংশ গ্রহণ করবো না। এতে করে মামলা আদালতের স্বাভাবিক প্রক্রিয়াতেই শেষ হয়ে যাবে। এর আগে হ্যাপি বলেছিলেন মামলা চালিয়ে যাবেন। ভিডিওতে দেখুন হ্যাপির সেসময়ের কথা।